৩২৩ রানের বিশাল দাপুটে জয়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হয়েছে। ম্যাচটা খুবই রোমান্টিক ছিল অর্থাৎ উভয় টিমের ব্যাটিং বেশ ভালো ছিল। ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ভালো উন্নতি করেছে বহু বছর পরে। এখানে নিউজিল্যান্ড একটা রেগুলার শক্তিশালী টিম এবং বেশ ভালো খেলেছে এদের সাথে। নিউজিল্যান্ড কিন্তু আবার টেস্টে অতটা ভালো খেলে না, তবে মোটামুটি বর্তমানে খেলছে সবাই ভালোই দেখছি।
এই টেস্ট ম্যাচে বর্তমানে যে পরিমাণে রান হয়েছে, সেটা একপ্রকার অবিস্মরনীয় ম্যাচ। এইরকম রান বর্তমানে খুব কম দেখা যাচ্ছে, তবে এটা কিন্তু আগে বেশ ভালো দেখা যেতো। এই ম্যাচে নিউজিল্যান্ড আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। এদের ব্যাটিং পজিশন বেশ স্ট্রং আছে। বিশেষ করে ওপেন জুটি দুর্দান্ত লেভেলের। এদের ওপেন জুটি অনেক আগের থেকে আর এদের মানিয়েছেও ভালো। লাথাম আর কনওয়ে এই ইনিংসে সেরা পার্টনারশিপ গঠন করেছিলো। আমার দেখা সেরা পার্টনারশিপ। ওপেনে কিন্তু এতক্ষণ টিকে থাকা অনেক দুষ্কর। ওয়েস্ট ইন্ডিজ শেষে হতাশাগ্রস্থ, দীর্ঘ সময় ধরে কোনো উইকেট ফেলতে পারেনি।
তবে এরা দুইজন যে এত রান করেছে, সেখানে ৬ এর বাউন্ডারি একজনেরও সেইভাবে নেই অর্থাৎ একজনের তো একদমই নেই, কিন্তু তার সর্বোচ্চ রান ২২৭, আরেকজন করেছে ১৩৭। এরা দুজনেই করে দিয়েছে ৩০০+ রান। এরপরে বেশ কিছু উইকেট পড়ে গিয়েছে ঠিকই, কিন্তু আবার রচিন রবীন্দ্র বেশ ভালো স্টেবল ব্যাটিং করেছিলো। ওখানেও ভালো রান হয়েছিলো অর্থাৎ ৭০+ রান করেছিলো। মোটমাট সাড়ে ৫০০+ রানের একটা সুন্দর ইনিংস হয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ যে ভালো খেলেনি, তা কিন্তু নয়। ওয়েস্ট ইন্ডিজ এরও বেশ ভালো ব্যাটিং পজিশন ছিল।
নিউজিল্যান্ড এর মতো ওপেনেও এরা বেশ ভালো ব্যাটিং করেছে। তবে ওদের মতো এতটা স্টেবল ব্যাট না করলেও কিন্তু মোটামুটি ১০০ এর মতো পার্টনারশিপ তৈরী করেছিলো। তবে পরে একজন ভালো ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। অনেকক্ষণ ডিফেন্স খেলে খেলে প্রায় ১০০+ রান করেছে। তবুও এটা টিমের জন্য একটা বেস্ট অপশন। এছাড়াও পরের আরো দুইজন কিন্তু ভালো ব্যাট করে রান মোটামুটি ৪০০+ করেছে। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে আরো ৩০০ রান করে বিশাল একটা অঙ্কের টার্গেট দিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে সবথেকে বাজে রান্না করেছে এবং অনেক রানের ব্যবধানে হেরেছে বলতে গেলে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





