বাউল শিল্পীর চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ29 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকের আর্ট পোস্টটি একটু ভিন্ন আঙ্গিকে তৈরী করেছি। এই আর্ট একজন বাউল শিল্পীর। আসলে গতকাল একটু হঠাৎ করে বাউল গান শুনছিলাম, তখন শুনতে শুনতে মনে হলো একজন শিল্পীর আর্ট তৈরী করবো। যদিও সেইরকম ভাবে ফিগারটা আসবে না, কিন্তু তাও মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। বাউল গান আমার কাছে শুনতে বেশ ভালো লাগে, মাঝে মাঝে শোনা হয়। বাউল শিল্পীরা আগে গ্রামের মেঠো পথ ধরে একতারা বা দোতারা নিয়ে এইভাবে গান গেয়ে বেড়াত।

যদিও সময়ের পরিপ্রেক্ষিতে এখন দেখা যায় না তেমন, গেলেও খুব কম। যাইহোক, এখানে দৃশ্যের মাঝে বাউল শিল্পীর সেই একতারা হাতে নিয়ে অর্থাৎ যে ভঙ্গিতে গেয়ে থাকে, সেইরকম একটা দৃশ্য তুলে ধরেছি। আর সেই সাথে গ্রামের যে আগেকার দৃশ্য অর্থাৎ মাটির রাস্তা, রাস্তার দুই ধারে গাছ, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু একসাথে তুলে ধরার চেষ্টা করেছি। যাইহোক, এখন অঙ্কনটির মূল পর্বের দিকে চলে যাব।

1000063602.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000063599.jpg
▶️প্রথম ধাপে- একজন বাউল শিল্পীর সম্পূর্ণ দৃশ্য এঁকে নিয়েছিলাম এবং সেই সাথে কোমরে একটা গামছা এবং মাথায় গামছা বেঁধে রাখার মতো দৃশ্য এঁকে দিয়েছিলাম। এরপর হাতে একতারা এঁকে দিয়েছিলাম।
1000063617.jpg
▶️দ্বিতীয় ধাপে- একটা রাস্তা মতো তৈরী করে তার চারপাশে গাছ এবং অন্যান্য সবুজের সমারোহ এঁকে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য তুলে ধরেছিলাম ।
1000063614.jpg
▶️তৃতীয় ধাপে- কালো মার্কার পেন এর কালী দিয়ে সম্পূর্ণ দৃশ্যটাকে গাঢ় করে দিয়েছিলাম।
1000063611.jpg
▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য এবং সেই সাথে গাছের দৃশ্যতেও কালার করে দিয়েছিলাম। এরপর একতারাতে কালার করে দিয়েছিলাম।
1000063608.jpg
▶️পঞ্চম ধাপে- মোম রং ব্যবহার করে মাটির রাস্তার দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।
1000063605.jpg
▶️ষষ্ঠ ধাপে- বাউল শিল্পীটাকে পুরোপুরিভাবে কালার করে দিয়েছিলাম এবং অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟