জেনারেল রাইটিং : সময়।
সবাইকে শুভেচ্ছা।
বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমি ভালো আছি। বেশ কিছু দিন ব্যক্তিগত কাজে এত ব্যস্ত ছিলাম, আপনাদের সাথে যুক্ত হতে পারিনি। এখন চেষ্টা থাকবে নিয়মিত যুক্ত থাকার।প্রায় মাস তিনেক আগে আমার বাংলা ব্লগে শেষ পোস্ট দিয়েছিলাম। তারপর আর দেওয়া হয়নি। আজ আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য সময় নিয়ে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আশাকরি সাথেই থাকবেন।
সময় একই রকম যায়না। কখনো কখনো সময় এত দ্রুত চলে যায় বুঝা যায়না। যে যত ব্যস্ত তার কাছে সময় বেশি মূল্যবান। ব্যস্তরা একটু ফ্রী সময়ের জন্য হাহাকার করে। আর কারো সময় কাটতে চায়না। যারা কাজের মধ্যে নেই, তাদের কাছে প্রতি মূহুর্ত অনেক দীর্ঘ। শেষ হতে চায়না। আমরা বাঙালিরা সময়ের মূল্য দিতে জানিনা। এজন্য আমরা প্রতিটি ক্ষেত্রে পিছিয়ে আছি। আমরা যেদিন সময়ের মূল্য দিতে জানবো, সময়ের সঠিক ব্যবহার করতে পারবো সেদিন চেষ্টা করেও কেউ আমাদের দমিয়ে রাখতে পারবেনা। যে মহা মূল্যবান সময় আমরা পেয়েছি তার সঠিক ব্যবহার আমাদের করতে হবে। সময়ের অপচয় নিজের বঞ্চিত করা।
বর্তমান সময় অনেক ফাস্ট। একটু এদিক সেদিক হলেই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সারাক্ষণ কাজ করে। সময়ের সাথে পা মিলিয়ে চলাই প্রজন্মের ধর্ম। পা মেলাতে না পারলেই পিছিয়ে পড়তে হবে। কেউ অপেক্ষা করবেনা। নিজেকে যোগ্য করে তোলার বিকল্প নেই। সব বিষয়ে পারদর্শী হতে হবে তা না। তবে যে, যে বিষয়টি জানে সে বিষয়ে পারদর্শী হতে হবে। আর এই পারদর্শী হতে গেলেই প্রতিটি সেকেন্ডকে আমাদের কাজে লাগাতে হবে। সময় গুলোকে ভাগ করে গুছিয়ে চলতে হবে। মানুষ যাতে বলতে পারে, ছেলে/মেয়েটি শুধু কাজে পারদর্শী নয়, সবকিছু গুছিয়ে চলে। সময়ের কাজ সময়ে করে। সময়ের সঠিক ব্যবহারের প্রধান সূত্র হচ্ছে, সময়ের কাজ সময়ে করা। পেন্ডিং রাখা নয়। পরে বা আগামীকাল করবো, এই অভ্যেস বাদ দিতে পারলেই সময়কে কাজে লাগানো সম্ভব।
প্রতিটি মানুষের জীবনে একটি করে গল্প আছে। সফলতা ও অসফলতার গল্প। বিজয়ের গল্প বা হেরে যাওয়ার গল্প। আমরা যদি নিজের দিকে তাকাই দেখবো,@ এই রকম গল্প আমাদেরও আছে। আর আমাদের সবচেয়ে বেশি আছে সময় অপচয়ের গল্প। কত সময় যে আমরা অপচয় করেছি এবং প্রতি মূহুর্তে করছি তার হিসেব নেই! যারা সফল তারা সময়ের মূল্য দিয়েছে। প্রতি মূহুর্ত তারা সময়ের মূল্য দিয়ে যাচ্ছে। জীবনে সফল হতে গেলে সময়ের অপচয় রোধ করতে হবে। সময়ের মূল্য দিতে হবে। আজকের সময়ের অপচয় আগামী দিনের বোঝা। আসুন সময়ের সঠিক ব্যবহার করি। আজ ও আগামীর জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলি।
আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন,নিরাপদে থাকুন।

Upvoted! Thank you for supporting witness @jswit.