প্রচেষ্টা

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

একদিন আমি মাকে নিয়ে বাগানে যাচ্ছিলাম। হঠাৎই তখন আমি গাছের ছাল দেখেতে পেয়েছি .. ছালগুলো শুকিয়ে গেছে এবং গাছ থেকে আলাদা আলাদা হয়ে ছিল। এই ঘটনা প্রতি বছরই ঘটে। তাজা ছাল পেতে গাছটি তার শুকনো ছালটি বিচ্ছিন্ন করে। আপনি জানেন, আমাদের দেহের সাথেও একই ঘটনা ঘটে?

pexels-mahima-1250260-01.jpeg
Photo Source: https://www.pexels.com/search/free/

এক বছরের মধ্যেই দেহের সমস্ত কোষ মরে যাবে এবং নতুন কোষ পুনরায় জন্মেবে। এর অর্থ হলো, আমি সেই ব্যক্তি নই যাকে আপনি গত বছর দেখেছেন। প্রতি বছর আমরা নতুন ব্যক্তি হয়ে উঠি। এই সমস্ত পরিবর্তনগুলি কেবল শারীরিকভাবেই ঘটে থাকে, মানসিকভাবে আমরা প্রতিবছর একই ব্যক্তি।

pexels-elizaveta-dushechkina-3727149-01.jpeg
Photo Source: https://www.pexels.com/search/free/

আমাদের জীবনে যা ঘটে তা থেকে দূরে যাওয়ার অভ্যাস আমাদের নেই। আপনি কারও সাথে ভালো স্মৃতি ভুলে যেতে পারেন, তবে কেউ আপনাকে কষ্ট দিলে আপনি কখনই ভুলতে পারেন না। আপনার মাইন্ড সেই খারাপ স্মৃতিগুলিকে স্মরণ করিয়ে দেবে এবং জীবনযাপন করা কঠিন হবে। সেক্ষেত্রে আমাদের অল্প চেষ্টা দরকার এখান থেকে নিজেকে মুক্ত করার।

বন্ধুরা, যদি গাছটি তাদের পুরানো ছালকে নতুন ছাল দিয়ে প্রতিস্থাপন করে। আপনার শরীর ও নতুন কোষ দিয়ে পুরানো কোষগুলি প্রতিস্থাপন করছে, নতুন কোষগুলি পুনরায় জেনারেট করছে। আপনি কেনো লোক সম্পর্কে আপনার পুরানো বিশ্বাস এবং খারাপ স্মৃতি তাদের সাথে প্রতিস্থাপন করতে পারবেন না? মানুষের প্রতি আপনার মন থেকে ঘৃণা এবং অহংকারকে কেন সরানো যায় না? আপনি যদি পৃথিবীকে স্বর্গ হিসাবে দেখতে চান তবে আপনার সমস্ত পুরানো বিশ্বাস(পুরোপুরি না হলেও অন্তত কিছুটা করতে পারেন), তাদের প্রতি ঘৃণা এবং অহংকারকে ছেড়ে দেওয়া উচিত। চেষ্টা করেই দেখুন একবার।

pexels-fauxels-3184291-01.jpeg
Photo Source: https://www.pexels.com/search/free/

শারীরিক ও মানসিকভাবে প্রতি বছরই একজন নতুন ব্যক্তি হন। সমস্ত মানুষকে ভালবাসা এবং যত্ন সহকারে আচরণ করুন। আপনি সর্বত্র ডিভাইন শক্তি অনুভব করবেন। ধন্যবাদ।

©️ জান্নাতুল ফেরদৌস

⚪⚫⚪⚫⚪⚫⚪⚫⚪⚫⚪⚫⚪⚫⚪⚫⚪

IMG_20210710_225145_693.jpg "আমি জান্নাতুল ফেরদৌস বৃস্টি, বাংলাদেশ থেকে৷ একজন ইউনিভার্সিটির লেকচারার তবে পাশাপাশি একজন মোটিভেশনাল বক্তা হবার ইচ্ছে রাখি।"

➡️ এই লিংকেঃ Allow Me To Introduce Myself Shortly আমার পরিচিতির এবং একাউন্ট ভেরিফাইড এর পোস্ট রয়েছে।

Follow Me On Other Sides
Facebook:https://www.facebook.com/nourinafrin.dipa.92
Instagram: nourin019
Discord user name: Nourin#2965

অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য

Cc:
@rme
@blacks
@hafizullah
@shuvo35
@moh.arif
@rex-sumon
@winkles
@endingplagiarism
@royalmacro
@amarbanglablog
@curators

Sort:  

সুন্দর ছিলো প্রতিটি কথা। আমাদের জীবনের একটি অর্থ তুলে ধরেছেন আপনি। আপনাকে ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া 😇

আপু সুন্দর কন্টেন্ট ছিল। পড়ে ভাল লাগল।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া 😇

 4 years ago 

হুম চমৎকার লিখেছেন, আমার কাছে ভালো লেগেছে লেখাগুলোর সাথে আপনার বাস্তবধর্মী অনুভূতি দেখে। সত্যি, আমরা কেন ভিতরের হিংসা বিদ্বেষগুলোকে ফেলে দিতে পারি না, শুধুমাত্র পজিটিভ ইচ্ছাশক্তির অভাবে। ধন্যবাদ

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া 😊

 4 years ago 

ভালো লিখেছেন ।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 4 years ago 

ভালো লিখেছেন ।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ পড়ার জন্য 😊