বাড়ির ছোট্ট সবজি বাগানের শিম ফুলের দৃশ্য || Bean Flowers
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং তবে কিছুটা অসুস্থ। গতকাল সারাটি দিনই বাড়িতে শুয়ে থাকতে হয়েছিলো। হঠাৎ করে শারীরিক অসুস্থতা বেড়ে গিয়েছিলো। আমি মানুষটা আগা গোড়াই এমন কখন যে ভালো থাকি আর কখন যে অসুস্থ হয়ে যাই তার কোন নিশ্চয়তা নেই। যাইহোক, আজকে খুব বেশী ভূমিকায় যাচ্ছি না কারণ আজকে আমার বাড়ির সবজি বাগানের কিছু সুন্দর দৃশ্য শেয়ার করবো। এইতো কয়েক দিন হয়েছে শিম গাছে ফুল আসছে। তাই নতুন কিছু ফটোগ্রাফির সাথে ছোট একটা ভিডিও শেয়ার করবো আজকে।
শিম একটা জনপ্রিয় সবজির নাম, বিশেষ করে শীতকালীন সবজিগুলোর মাঝে এটা অন্যতম পছন্দের একটা সবজি। মোটামুট সকল শ্রেণীর মানুষই এই সবজি পছন্দ করে এবং এটা বেশ পুষ্টিগুন সম্পন্ন একটা সবজি। আমার বাড়ির সবজি বাগানে প্রতি বছরই এই শিমের চাষ করে থাকি, অবশ্য স্বল্প পরিসরে। তবে এবার একটু দেরীতে বীজ বপন করা হয়েছিলো তাই গাছ বড় হতে দেরী করেছে এবং শিম গাছে ফুলও দেরীতে এসেছে। এর আগে শিম গাছের শুরুর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ তার সেটা পুর্ণতা পাওয়ার কিছু দৃশ্য ক্যাপচার করেছি, যদিও এখনো শিম আসা বাকি আছে।
শিম ধরার পর আশা করছি আরো একটা পর্ব আপনাদের সাথে শেয়ার করার সুযোগ নিতে পারবো হি হি হি। বাড়িতে নিজ হাতে কেমিক্যালমুক্ত কিছু উৎপন্ন করার অনুভূতিটা সত্যি ভিন্ন রকম। শিম গাছের ফুলগুলো দেখার পর সেটা দারুনভাবে উপলব্ধি করতে পেরেছি আমি। খুব বেশী সময়ের প্রয়োজন হয় না এখানে, জাস্ট সামান্য একটু ইচ্ছা শক্তি, ছোট একটু জায়গা তারপর একটু বাড়তি যত্ন, বাকিটা প্রকৃতির উপর ছেড়ে দিলেই হয়ে যায়। সবুজ ও সুন্দর এক টুকরা মুগ্ধতা আপনার বাড়িতেই শোভা ছড়াতে থাকবে। আর হৃদয়ের চঞ্চলতাতো বাড়তি পাওনা হি হি হি।
এখনো ভালো করে ফুল আসে নাই হয়তো আরো কয়েক দিন পর পুরো মাচা জুড়ে ফুলের বিস্তৃতি ঘটবে এবং তখন দৃশ্যগুলো আরো বেশী সুন্দর হয়ে উঠবে। এবারও মাচার দুই পাশে দুটি করে গাছ উঠিয়েছি, বেশ সুন্দরভাবে পুরো মাচা জুড়ে তাদের বিস্তৃতিও ঘটেছে। প্রতিদিনই গাছে পানি দেয়া হয় অবশ্য মাঝে মাঝে সাথে কলার ছোকলাও পেষ্ট করে দেয়া হয়, যাতে গাছের পুষ্টিগুন অক্ষুন্ন থাকে। তাছাড়া যথারীতি আমার শাশুড়ি পুরো বাগানজুড়ে গাছের উপর লাকড়ি চুলার ছাই ছিটিয়ে থাকেন, যাতে গাছে পোকা-মাড়কের আক্রমন না হতে পারে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
Posted with Speem






শীতকালে কিছু সৌন্দর্য মানুষের মনকে প্রশান্তি দেয়, তার মাঝে এটি একটি। বিশেষ করে শিমের ফুলের ভিতর কুয়াশার ফোটা পড়ে থাকতে দেখতে অসাধারণ লাগে।শিম ধরার পরের বাকি অংশ দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্য শেয়ার করার জন্য।
আসলেই শিম এমন একটা সবজি, যা কমবেশি সবাই পছন্দ করে। আমার তো শিম খুবই পছন্দ। যাইহোক শিম ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ভাই। শিম ধরলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।