শিক্ষনীয় একটি গল্প : পানি এবং মাছের কথোপকথন।
শিক্ষনীয় একটি গল্প : পানি এবং মাছের কথোপকথন।
আজ আমি আবারো চলে আসলাম নতুন এটি ব্লগ নিয়ে। আজ আমি খুব ইচ্ছে চমৎকার একটি ভিডিও তৈরি করেছি। আজকের ভিডিওটা খুবই শিক্ষনীয় একটি ভিডিও। আজ আমি আপনাদের মাঝে মাছ এবং পানির মধ্যে কথোপকথনের একটি গল্প শেয়ার করেছি।
আসলে একটি মাছ প্রাণীকে বলতেছে । আমি অনেক দৌড়াদৌড়ি করতে পারি, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারি, নড়াচড়া করতে পারে। আমার সঙ্গে মাছ দের সাথে আড্ডা দিতে পারি। কিন্তু তুমি তো ফানি তুমি তো কিছুই করতে পারো না। তখন পানি মাছ কে বলল।
আমি যদি না থাকতাম তাহলে তোমার অস্তিত্ব থাকত না। তুমি পানের উপরে উঠে দেখাও কতক্ষণ বেঁচে থাকতে পারো। এখান থেকে একটি শিক্ষা হচ্ছে। কেউ যদি সফল হয় তার পাশে যদি কিছু মানুষ থাকে, তাদেরকে যদি কিছুটা সফল করতে পারে তাহলে সে অনেক সাকসেসফুল একজন মানুষ।
পৃথিবীতে এ ধরনের মানুষের খুব অভাব রয়েছে। যার কারনে কখনোই আপনি যদি বড় হন তাহলে অবশ্যই পাশের মানুষটাকে বড় করার চেষ্টা করবেন। মাছ এবং পানের কথোপকথন থেকে আমি এই শিক্ষাটা নিয়ে আসি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা।
Posted with Speem

Ways to support us:
Curated by @marvinvelasquez