একটি শিক্ষনীয় গল্প : কলাগাছ

in আমার বাংলা ব্লগ2 days ago

Image cover

নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি খুবই শিক্ষনীয় একটি গল্পের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের গল্পটা শুনলে অনেক কিছু শিখতে পারবেন। একটি কলা গাছের মধ্যে একবার শুধু ফল ধরে। যখন একবার ফল এর কিছুদিন পরেই কিন্তু কলা গাছ মারা যায়।

এরপরেও কিন্তু মানুষ কলাগাছকে চাষ করে। বিভিন্ন জায়গায় কলাবাগান লাগিয়ে থাকে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে একটি কলা গাছ যখন একবার ফল ধরবে, কল ধরার কিছুদিন পরেই মারা যায়। এরপরেও মানুষ কলাবাগান করার পেছনের মূল কারণ হচ্ছে মারা যাওয়ার আগে আরো পাঁচটি বাচ্চা দিয়ে থাকে।

একটি কলাগাছ আরো পাঁচটি কলা গাছের জন্ম দেয়। এরপর মূল খেলা গাছটি মারা যায়। এখান থেকে একটি শিক্ষা হচ্ছে। আপনি যখন দাঁড়াবেন অর্থাৎ সফল হবেন আপনি যদি মারা যাওয়ার আগে আরো অনেকগুলো মানুষকে সাহায্য করে উপরে তুলে দিতে পারেন অর্থাৎ সফল করে দিতে পারেন।

আপনি মারা যাওয়ার পরে তারা কিন্তু ফল দিবে। তারা অন্য মানুষদেরকে সহযোগিতা করবে। আশা করি আপনাদের সবার কাছে আজকের গল্পটা ভালো লাগবে।

IPFS Video

Posted with Speem

Sort:  
Loading...

Your post have been rewarded by the Speak on Steem curator team!

Ways to support us:

Image