আমার আজকের পোস্ট || সময়ের গুরুত্বের সফলতা এবং ব্যর্থতাঃ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম...

বিসমিল্লাহির রাহমানির রহীম।



কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দোয়া করি সবাই যেন আল্লাহর রমহতে ভালো থাকে। বন্ধুরা কয়েকদিন যাবত সর্দি জ্বরে ভুগতেছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন।
Black Pink Bold Elegant Monogram Personal Brand Logo.jpg
ছবিটি ক্যানভা দিয়ে বানানো হয়েছে।

বন্ধুরা আজ আবার নতুন আর ও একটি পো স্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বন্ধুরা আমাদের জীবনে সময়ের গুরুত্ব কতটুকু সেটা আমরা হয়তো অনেকেই বুঝে ও বুঝিনা। বন্ধুরা সেই সময়ের গুরুত্ব নিয়ে আজ আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো।

বন্ধুরা আমাদের জন্মের পর থেকেই শুরু হয় আমাদের সময়ের হিসাব কিন্তু ছোট বেলায় আমরা হয়তো সেই সময়ের ব্যবহার বুঝিনা কিছু না বুঝার কারণে কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের জীবনে সময়ের গুরুত্ব আস্তে আস্তে বেড়ে যায়।

আমরা যখন আমাদের শিক্ষা জীবনে প্রবেশ করি তখন থেকেই আমাদের জীবনে শুরু হয় সময়ের গুরুত্ব। সময়কে গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষা জীবন শুরু করতে হবে, যেমন আমরা সময় মত আমাদের লেখা পড়া করে যাব। প্রতিটা কাজ আমাদের সময় মতো করা উচিৎ। অবশ্য ছোট বেলায় আমাদের সময় সম্পর্কে আমাদের গার্ডিয়ানরাই আমাদেরকে সচেতন করবে বা সময়ের গুরুত্ব সম্পর্কে অবহিত করবে এটাই স্বাভাবিক।

আমাদের অভিভাবকেরা যখন ছোট বেলা থেকেই আমাদেরকে সময়ের গুরুত্ব সম্পর্কে অবহিত করবে তখন আমাদের মাঝে সময়ের গুরুত্ব সম্পর্কে একটা পজেটিভ ধারণা শুরু হবে, তখন আমরা হয়তো নিজেরাই সময়কে গুরুত্ব দিয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সাজাবো।

এবং একবার যদি কেউ সময়কে গুরুত্ব দিয়ে তার জীবনকে সাজাতে পারে তাহলে সে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সমাজে প্রমাণিত। আমি একে একে সময়ের গুরুত্বের সফলতা এবং সময়কে অবহেলা করে যারা ব্যার্থ হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক উদাহরণ আপনাদের মাঝে খন্ড আকারে উপস্থাপন করবো।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQXhYEttnX1KKh1bDpnfJQ9XE52hBiZnn6J1QrQxWt34Vv6BDtNXArCZWNiRA18nt5eQYaA3Kmg.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png

Sort:  
 2 years ago 

সময়কে মূল্য দেয়া হলেই সময় সেটার প্রতিদান দেবে এটাই বাস্তব। ছোটবেলা থেকে যদি সময়ের সদ্ব্যবহার করা এবং এর গুরুত্ব বুঝে কাজ করা যায় তাহলে হয়তোবা পরবর্তীতে যখন বড় হয়ে যায় তখন সমস্যা হয় না। পারিবারিকভাবে যদি এই শিক্ষাটা পাওয়া যায় তাহলে নিজের জীবন গড়তেও অসুবিধা হয় না।দারুন একটা টপিক নিয়ে আলোচনা করেছেন ভাই, পড়ে ভালো লাগলো।