জেনারেল রাইটিং - আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।

in আমার বাংলা ব্লগ29 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।


girls-1673169_1280.jpg

Image by Waldryano from Pixabay

আগে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। আজ দুপুর বেলা আমি যখন দোকান থেকে বাসার দিকে ফিরছিলাম, ওই সময়টায় আশেপাশের স্কুলগুলোতে টিফিন পিরিয়ড চলে। বেশিরভাগ শিক্ষার্থীর স্কুলের আশেপাশে তাদের বাসা থাকায় বাসা থেকেই খেয়ে আসে। কিছু শিক্ষার্থী রয়েছে যারা বাসা থেকে আসার সময় টিফিন নিয়ে আসে। বাকি কয়েকজন তারা বাজারের দোকানগুলো থেকে এটা সেটা কিনে খায়।

আমার আজকে বলার মূল প্রসঙ্গ তাদের খাওয়া-দাওয়া নয়। আমি যখন ফিরে আসছিলাম তখন একটি গলি থেকে তিনটি বাচ্চা মেয়ের চিৎকারে আমার দৃষ্টির সেদিকে যায়। তখন বুঝতে পারলাম তারা তিনজনে অন্য একটি দিকে দৃষ্টিপাত করে চিৎকার দিয়েছিল। আমার নজরও সেদিকে যায়। খুব অবাক হয়ে দেখলাম একটা ক্লাস থ্রি কিংবা ফোরে পড়ুয়া মেয়ে মোটামুটি ১২-১৩ বছরের একটি ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। তারা কি বিষয়ে কথা বলছিল তা আমার মনোযোগের বিষয়বস্তু ছিল না। কারন আমি ইতি মধ্যেই ভিতর থেকে থ মেরে গিয়েছিলাম এই বিষয়টি দেখতে পেয়ে।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুললে চোখে পড়ে এ ধরনের অহরহ ঘটনা। এসব বিষয়ে যদিও কখনো আমি খুব একটা মনোযোগী না, তবুও আশেপাশে ঘটতে থাকা ঘটনার কিছু না কিছু তো কানে আসেই। আমি সর্বোচ্চ চেষ্টা করি এই ঘটনাগুলোকে অবিশ্বাস করার। আমি শিশুদেরকে শিশু, বাচ্চাদেরকে বাচ্চা হিসেবেই দেখার সর্বোচ্চ চেষ্টা করি।

কিন্তু আপাতত মনে হচ্ছে, আমি কি বিশ্বাস করি তাতে আসলে বাস্তবের কোন একটা পরিবর্তন হয় না। বেশ কয়েকদিন আগে আমি একটি ছেলেকে তার স্কুলের পাশে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তার গায়ে ছিল পাঞ্জাবি। যেহেতু তার বয়স ছিল কম তাই তার চেহারায় তখনো শৈশবের কোমলতা পরিলক্ষিত হচ্ছিল। কিছুদিন পর সেই ছেলেটা আমার দোকানে এসেছিল কিছু মেডিসিন কেনার জন্য। আমি ভেবেছিলাম সে হয়তো ক্লাস নবম অথবা দশমে পড়ে। তখন আমি জানতে পারলাম সে মূলত ক্লাস সিক্সে পড়ে এবং আমি আকাশ থেকে পড়ে গেলাম।

আসলে হচ্ছেটা কি? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের নিজেদের কোন ভবিষ্যতের কথা চিন্তা করে এভাবে নিজেদেরকে ধ্বংস করছে। আমি এসব বিষয় দেখে খুবই উদ্বিগ্ন। কোন দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?


banner-abbVD.png

333333.png