The dairy game 20/08/20
আজকের রাতটা সব চেয়ে৷ আজে ছিলো।রাত ৩ টার দিকে মাথায় ৩ টা মৌমাছি কামড় দিয়েছে।তখনি আমি জেগে উঠি ঘুম থেকে।উঠে মাথায় হাত দেওয়ার সাথে ১ টা মৌমাছি হাতে পাই বাকি ২ টা চলে যায়।তবে ব্যাথা অনেক ছিলো বলার মতোনা।ব্যাথায় মাথা নাড়াচাড়া করতে পারছিলাম না।
তারপর ব্যাথা নিয়ে বিছানায় থাকলাম।থাকতে থাকতে হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়ছি নিজেও জানিনা।ঘুম থেকে উঠে দেখি ৮ টা বাজে।তখনো অনেক ব্যাথা ছিলো।তবে আজ ইচ্ছা ছিলো আজ থেকে ভোর দেখবো।তবে তা আর হলোনা।সেজন্য অনেকটা খারাপ লাগছে।
তারপর উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম।তারপর প্রাইভেট গেলাম।ওখান থেকে এসে বাসায় বসে আছি এর মাঝে একটা ট্রেনিং সেন্টার থেকে আমাকে ফোন দিলো কম্পিউটার শেখার জন্য সেখানে যাবো বলে প্রস্তুতি নিলাম।প্রস্তুতি নেওয়া শেষে ওখানে যাওয়ার জন্য অনেক ডকুমেন্টস লাগবে।সেগুলো রেডি করেই গেলাম।
তারপর যাওয়ার পর আমার ছবি তোলা হয়নাই।তাই কম্পিউটার এর দোকানে গিয়ে ছবি তুললাম।ওনার সাথে অনেক কথা বললাম।ওনার নাম সোলাইমান।বয়স হবে ২৪ বছর।উনি অর্নাস করছে ম্যানেজমেন্ট নিয়ে।পাশাপাশি স্টুডিও চালাচ্ছে।ওনাকে জিজ্ঞেস করলাম সামনের প্লান কি?উনি বললো ব্যবসাটাই আমি বড় করতে চাই,এটাতেই সব সময় ব্যায় করতে চাই।আনন্দের সাথে টাইম পার করতে চাই।শুনে আমার মাঝেও অনুপ্রেরণা আসলো কারণ কোন কাজ ছোটনা আর তিনি তার পেশাটাকে অদ্ভুত ভালোবাসে।
তারপর ওখান থেকে কাজ শেষে করে অফিসে গিয়ে সব জমা দেই।ওনাদের সাথেও ভালো পরিচয় হয়।এলাকার অনেক বড় ভাই ছিলো তাই আরও সুবিধা হলো।
ওখান থেকে বের হয়ে আমি আর আমার ফ্রেন্ড মিলে হোটেল এ গিয়ে নাস্তা করলাম।যেহেতু প্রায় দিনটা ওখানেই থাকা আমাদের তাই দুপুরের খাবার খেতে পারিনাই।তাই হালকা নাস্তা করলাম।
আসার সময় ভ্যানে আসলাম।আসার পথে ভ্যান ওয়ালার সাথে অনেক কথা বললাম।উনি বললো লক ডাউন সব খেয়ে গেলো।ওনার নাকি ক্যাশ টাকা ১ লাখ শেষ হইছে।তাহলে ভেবে দেখেন একজন ভ্যান ওয়ালা ৪-৫ মাসে ১ লাখ টাকা শেষ!তাহলে দিন আর সময় কীভাবে পার হচ্ছে মানুষের।আমরা ভাবছি সবাই ঠিক আছে।আসলে কেউ ঠিক নাই।সবি এখন আল্লাহর উপর।
গল্প করতে করতে কখন যে চলে আসলাম।ভ্যান থেকে নেমে ওনাকে টাকা দিয়ে বাসার দিকে গেলাম।বাসায় যেয়ে ফ্রেশ হলাম।ফ্রেশ হওয়ার পর শুয়ে পড়লাম।তারপর হালকা একটা ঘুম দিলাম।ঘুম থেকে উঠে খেয়ে আবার ঘুম আসছি।
ভালো থাকবেন,
ভালোবাসা অবিরাম🖤-
আপনার লেখা ঠিক আছে৷ তবে চেষ্টা করবেন লেখার সাথে মিল রেখে ছবি গুলো দেওয়ার।
You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
We Love Contests
One Percent For Everyone
Also join LUCKY 10S