জেনারেল রাইটিং - সমস্যা, সমস্যা এবং সমস্যা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, সমস্যা বুঝতে না পারা।

একবার ভাবুন তো, আপনি একটি কাজ করছেন, কিন্তু সফল হতে পারছেন না। আপনি নিশ্চিত কোথাও না কোথাও একটু ভুল হয়েছে। কিন্তু সেই ভুলটি কি, সমস্যাটি কি, কিংবা কোথায় তা আপনি বুঝতে পারছেন না। ওই অবস্থায় সেই ভুলটির চেয়ে বড় সমস্যা হচ্ছে সমস্যা কি সেটা বুঝতে না পারা।
সমস্যা না জানা বা সমস্যা কোথায় তা বুঝতে না পারা, খুবই বড় একটি সমস্যা। কারণ আপনি যদি সে সম্পর্কে ধারণাই না রাখেন তাহলে, এ থেকে সমাধানের উপায় বের খুবই দুঃসাধ্য বিষয়। সমস্যা সমাধানের পূর্ব শর্ত হচ্ছে সমস্যা সম্পর্কে জানা। সমস্যার সম্পর্কে জানা থাকলে সেখান থেকে কিভাবে উত্তোরন করা যায় তার বেশ কয়েকটি সমাধান আমরা নিজেরাই বের করতে পারি। নিজে না জানলে জানালোকেরা এর সমাধান বের করে দিতে পারবে। কিন্তু সে সম্পর্কে যদি ধারণা না থাকে, তখনো পরিস্থিতি বেশ জটিল এবং ঘোলাটে হয়ে যায়।
এ কারণেই বলা হয় সমস্যা সমাধানের পথ খোজার আগে সমস্যা খোজো। সমস্যা সম্পর্কে যত বেশি আমরা জানতে পারবো, তত সহজেই তার সমাধানও আমাদের হাতে চলে আসবে। এ কারণেই ডাক্তাররা রোগীর রোগের উপসর্গ সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করে। প্রয়োজনে নানা রকমের টেস্ট দিয়ে থাকে। ক্রিকেট খেলায় আউটের সময়, নানা রকম অ্যাঙ্গেল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। এটি হচ্ছে অধিকতর যাচাই। যাতে যত বড় সমস্যা মনে হয়, সমাধান যেন তত সহজ হয়। এ কারণেই সমস্যা সম্পর্কে জানা বেশি জরুরি, সমস্যা সমাধানের উপায়ের চেয়ে।
তাই এখন থেকে আমাদের উচিত, যেকোনো সমস্যা সমাধানের উপায় খোঁজার আগে সমস্যার সম্পর্কে বিস্তারিত জানা। এটি সবচেয়ে কার্যকর এবং মোক্ষম উপায় যেকোনো সমস্যা থেকে উত্তরণের জন্য। কারণ সমস্যা না জানাটাই সবচেয়ে বড় সমস্যা।
