কিছু জানেন কি?
কাদা ছোড়াছুড়ি যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তা সত্যিই চিন্তার বাইরে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো, সত্যকে ধামাচাপা দেওয়া কিংবা নতুন করে নাটক সাজানো—সবই চলছে এখানে। অস্তিত্বের অবস্থাকে চিড়েচ্যাপ্টা বানানো হচ্ছে; আতসকাচের সাহায্যে সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা করে তার মধ্যেও আবার খুঁত ধরা হচ্ছে।
একটার পর একটা বিকৃত সংবাদ ছড়িয়ে মিডিয়া গরম করার পরিবেশ তৈরি করা হচ্ছে, আর তারথেকেও বড় সত্য হলো—মিডিয়াকে সূক্ষ্মভাবে অন্যদিকে পরিচালনা করার চেষ্টাও অব্যাহত।
কতজনের কলম থেমে যাচ্ছে কিছু সুবিধা কিংবা কাগজের নোটের লোভে। বিবেক, মনুষ্যত্ব—সবকিছু বিকিয়ে যাচ্ছে। এসব ভাষণ, বক্তৃতা কিংবা আগুনঝরা কণ্ঠ—সবই আইওয়াশ।
কে কোন দিকে চক্কর দিচ্ছে, তা একটু মনোযোগ দিলেই বোঝা যায়। মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আরও ব্যস্ত গিনিপিগগুলো। ওই যে মহাশয় যা বলেছেন, সেটাকেই বিভিন্ন ডিজাইনে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য সবাই হামলে পড়েছে।
যাদের কলম চলার কথা, তাদের কলমই থেমে আছে, কিংবা অযৌক্তিক কাজে বড্ড কলম চলছে। সেখানে আমজনতার কলম বা মুখ কেমন করে চলবে—সেটাই তো ভাবনার বিষয়।
একটা অপ্রিয় সত্য বলি—এ শহরে যেমন কলম বিক্রি হয়ে যায়, তেমনি বিক্রি হয় মানুষ-সাদৃশ্য কীটপতঙ্গগুলোও। আর আমজনতার সরলতা, দুর্বলতা কিংবা বিশ্বাস নিয়ে আগেও খেলা হয়েছে এবং এখনও তা চলমান।
আচ্ছা, কবে থামবে এসব?
কিছু জানেন কি?
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






ভাই কাগজের নোটের লোভেই তো আমাদের দেশের বেশিরভাগ মানুষ মনুষ্যত্বকে বিক্রি করে দিচ্ছে। বিবেক বলতে তাদের কিছু নেই। তাইতো দেশটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। মাঝেমধ্যে ইচ্ছে করে দেশ ছেড়ে বাহিরে গিয়ে সেটেল্ড হয়ে যাই। আবার কিসের যেনো মায়া কাজ করে দেশের প্রতি। আর সেই মায়ার কারণেই অনেক কিছু করতে পারি না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
যা বলেছেন ভাই, তা একদম যৌক্তিক। ধন্যবাদ আপনাকে।