মূল কথা।
সেদিন দাদু বাড়ি যাওয়ার পথে মরা করতোয়ার পাশে খানিকটা সময় দাঁড়িয়ে ছিলাম। ইচ্ছে করেই এর নাম দিয়েছি মরা করতোয়া। কেননা মানব সাদৃশ্যের কিছু কীটপতঙ্গ নদীটাকে চুষে খেয়ে প্রায় মৃত করে ফেলেছে।
নতুন করে এর আর রূপ যৌবন উথলায় না, হয় না আগের মতো নদী কেন্দ্রিক জীবন-জীবিকা , বলতে গেলে সব শেষ। এখন যা হয় তা মূলত নিঃশেষ করার প্রতিযোগিতা। স্থানীয় এলাকায় নদী নামক যে কোন কিছুর ছিটেফোঁটা টিকে আছে, সেটাই তো অনেক।
কার কাছে প্রশ্ন রাখবেন, কার কাছে জবাব চাইবেন, কেইবা রাখবে এসব খোঁজ, সব তো চোর। এরা জানে বোঝে, তারপরেও পরিবেশ প্রকৃতির টুটি চিপে মেরে ফেলতে প্রস্তুত। এদের না আছে মানবিকতা, না আছে বিবেক কিংবা মনুষ্যত্ব। শুধু সবাই অযৌক্তিক ব্যাখ্যা দেওয়া নিয়ে ব্যস্ত, একদল আগে খেয়েছে এখন আমরা খাবো। কি সব দুর্গন্ধযুক্ত উত্তর।
পরিবেশ প্রকৃতি নিয়ে যে কেউ একটুও গভীর ভাবে ভাববে সেই বোধ আর কারো উদয় হয় না। এতো গেল শুধু নদীর বালু উত্তোলনের বিষয়।
তাছাড়া এখন যেখানটায় থাকি, সেখানকার অনেক জায়গায় প্রতিনিয়ত মাটি কাটা হচ্ছে আর সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে দানবাকৃতির ড্রাম ট্রাকে করে। ড্রাম ট্রাকের চাপে পিষ্ট গ্রামীণ সরু সড়কগুলোর দিকে যখন তাকাই , তখন যেন ভেতরটা হাহাকার করে ওঠে। ইস্ কিভাবে নির্যাতন করা হয়েছে সড়ক গুলোর উপরে ।
খুব গভীরভাবে কান পাতলেই, মাঝে মাঝে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। ব্যাপারটা অনেকটা এরকম, নিজেদের জন্যই যেন কবর খোঁড়া হচ্ছে, আর তাতে সম্মতি জানাচ্ছে বেহায়া গুলো।
সব থেকে বেশি হাস্যকর লাগে, সোশ্যাল মিডিয়া খুললেই পিশাচ গুলোর মুখ দেখে। ভাবতেই অবাক লাগে, এদেরকে নাকি আবার মানুষ জনপ্রতিনিধি বানাবে।
আসলে এই বাঙ্গুল্যান্ডে সবই সম্ভব। পিশাচ হবে জনপ্রতিনিধি, বেহায়া গুলো হবে সম্মানিত ব্যক্তি আর প্রতিবাদী গুলোর মেরুদন্ড আগেও যেমন ভাঙ্গা হয়েছে, এখনো তেমন ভাঙ্গা হবে।
এই হচ্ছে মূল কথা।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR






এই পিশাচ এবং বেহায়া গুলোর পিছনে কিছু চামচা সবসময়ই থাকে টাকার লোভে। এতে করে তাদের দল ভারী হয় এবং যেকোনো ধরনের কুকর্ম করতে পারে। আজব এক দেশে বসবাস করি আমরা। এই দেশে সৎ এবং প্রতিবাদী মানুষের জায়গা নেই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ ভাই আপনাকে।