সময় কারো জন্য অপেক্ষা করে না
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ভালো থাকার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। তো এই মুহুর্তে অনেকেই হয়তো ভালো নেই! কারণ আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে! ইতোমধ্যে শীতের শৈত্য প্রবাহ শুরু হয়েছে। গরম থেকে শীতের সাথে খাপ খাওয়াতে এখন আমাদের মোটামোটি সমস্যা হচ্ছে। স্পেশালি জ্বর সর্দি ঠান্ডার সবারই লেগে আছে। আর এ সময়টাতে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে শিশু ও বয়স্ক যারা আছে তাদের এ মুহুর্তে সতর্ক থাকা জরুরি! তো আমার নিজেরও কয়েকদিন ধরে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি। যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে, তাই নরমাল একটা প্রবলেম। তো দেখতে দেখতে সময়টাও চলে যাচ্ছে! কিছুদিন আগেই তো গরম ছিল! আর এখন শীতেী ছোয়া! আমাদের জীবন থেকে এভাবেই একটি বছর, মাস, দিন হারিয়ে যায়।
কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়! আমাদের প্রধান সমস্যা হলো বর্তমান নিয়ে ভাবতে চাই না। হয় অতীত নিয়ে ভাবী, না হয় ভবিষ্যৎ নিয়েই ভাবী। কিন্তু কথা হলো যে সময় জীবন থেকে একবার হারিয়ে যায় সেটা কি আর ফিরে পাওয়া সম্ভব! সেটা কোনোভাবেই ফিরে সম্ভব না। এই যে ধরুন দুই মিনিট আগের কথা। সেটাও কিন্তু শেষ আপনার জীবন থেকে। কিন্তু কথা হল আমরা সময়টাকে সঠিক মূল্যায়ন করতে পারি না! অতীতে হয়তো কোনো ভুল করেছিলাম সেটা নিয়ে ভাবতেই থাকি। কিন্তু কথা হলো সেটা ভেবেই কি এখন আর লাভ আছে!! হয়কি আমাদেরই ক্ষতি হয়। অতীতের শোকাবহ স্মৃতি থাকে যেগুলো আমাদের কাদাঁয়। কিন্তু সে শোকাবহ স্মৃতির কারণে আমাদের জীবন কি থেমে থাকে!
জীবনের ঘড়ি চলতেই থাকে। এটা থামবে না তবে আপনি যেদিন মারা যাবেন সেদিনই আপনার জীবন ঘড়ি থেমে যাবে। আবার অনেকেই ভবিষ্যৎ নিয়ে টেনশন করে! সে জীবনে ভালো কিছু করতে পারবে কি না! বিশেষ করে শিক্ষার্থীরা যারা পড়াশোনা নিয়ে অনেক টেনশনে থাকে! ভবিষ্যৎ নিয়ে টেনশনে থাকার কারণে হয় কি তাদের আর পড়াশোনাটা হয় না ঠিকমতো! যারফলে পরীক্ষায় ভালোও করতে পারে না। অনেক স্টুডেন্ট আছে যারা এডমিশনের সময় চিন্তা করে যদি তাদের চান্স না হয় তখন কি হবে? কথা হলো এই টেনশন করলে কি কোনো কাজে আসবে। বরং বর্তমান সময়টাকে কাজে লাগানো যাবে না। আর বর্তমান সময়টাকে কাজে লাগাতে না পারলে এডমিশনে সফলতাও আসবে। এজন্য অতিরিক্ত ভবিষ্যৎ নিয়ে না ভেবে বরং বর্তমান নিয়ে বাচাঁ!
আসলে সময় কারো জন্যই অপেক্ষা করবে না, তবে আমাদের জীবন কয়েকমূহুর্তের জন্য অপেক্ষা করতে পারে। একটু আলো, একটা দীর্ঘশ্বাস এর জন্য। বর্তমানকে বুঝতে হলে অতীতকে ভুলে যেতে হবে এবং ভবিষ্যৎ এ কি হবে সেটারও ভয় করা যাবে না! তবেই বর্তমান সময়টাকে উপভোগ করা যাবে। এই ছোট্র জীবনো এতো টেনশন না করে বরং বর্তমান সময়টাকে নিয়ে বাচাঁ। আর সেটাই বুদ্ধি মানের কাজ!
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।



ভাইয়া আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনি ঠিক বলছেন সময় কারো জন্য থেমে থাকে না। তবে আমাদের সবার উচিত ভবিষ্যতে কি হবে না হবে, এটা ভয় না করে বর্তমানকে নিয়ে বাঁচা।যাইহোক আপনার পুরো পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।