সময়ের সাথে মানুষের বদলে যায়

আশাকরি “আমার বাংলা ব্লগ” পরিবারের সবাই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি চিন্তাভাবনামূলক লেখা শেয়ার করতে চাই “সময়ের সাথে মানুষ বদলে যায়।”


1509.jpg

Image link

এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে সময়ের সাথে বদলায় না। আমরা সবাই পরিবর্তন হই কেউ ভালো দিকের দিকে, আবার কেউ খারাপের দিকে। কিন্তু পরিবর্তনটাই একমাত্র ধ্রুব সত্য। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা, অনুভূতি, সম্পর্ক, এমনকি ভালোবাসার রঙও ধীরে ধীরে বদলে যায়।

শুরুর দিকে যে মানুষটি আমাদের হাসির কারণ ছিল, সময়ের সাথে সে মানুষটিই হয়তো একদিন চোখের জলের কারণ হয়ে যায়। তখন আমরা ভাবি “ও তো এমন ছিল না!” কিন্তু আসলে, মানুষ একই থাকে না। জীবন তাকে নতুন নতুন অভিজ্ঞতা দেয়, নতুন মানুষ চিনতে শেখায়, নতুন কষ্ট দেয়, আর এই অভিজ্ঞতাগুলোই তাকে ধীরে ধীরে বদলে দেয়।

অনেক সময় আমরা দেখি, কেউ আগে খুব মিষ্টি ব্যবহার করতো, এখন সে ঠান্ডা হয়ে গেছে। কেউ আগে সহজে ভালোবাসতে পারতো, এখন বিশ্বাস করতেই ভয় পায়। এসবই সময়ের খেলা। সময় মানুষকে শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়; কার জন্য কাঁদতে হয়, কার জন্য নয়।

তবে একথাও সত্য যে, মানুষ বদলে যাওয়া সবসময় খারাপ নয়। কখনও কখনও এই বদলে যাওয়াই তাকে আরও শক্ত করে তোলে, আরও সচেতন করে তোলে, যেন আর কেউ তাকে সহজে ভাঙতে না পারে। কিন্তু তবুও মনটা কোথাও না কোথাও সেই আগের দিনগুলোকে খোঁজে, যেখানে মানুষগুলো ছিল সরল, ভালোবাসাগুলো ছিল নিঃস্বার্থ।

আজকাল সবাই এত ব্যস্ত, এত হিসেবি কেউ আর আগের মতো করে অনুভব করতে চায় না। সম্পর্কগুলো এখন যেন একটা সময়সীমা পেরোলেই মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। অথচ সত্যিকারের ভালোবাসা বা বন্ধুত্ব তো সময়ের সঙ্গে আরও গভীর হওয়ার কথা ছিল, তাই না?

তাই আজ একটা কথাই বলব, যদি কোনো মানুষ সময়ের সাথে বদলে যায়, তাকে দোষ দেওয়ার আগে একটু ভাববেন। হয়তো সে কষ্ট পেয়েছে, হয়তো ভেঙে গেছে। আবার যদি দেখেন কেউ এখনো আগের মতোই আছে যতই সময় পেরিয়ে যাক, তবুও একইরকম যত্নশীল, একইরকম ভালোবাসাপূর্ণ তাহলে তাকে আগলে রাখবেন, কারণ এমন মানুষ এই পৃথিবীতে সত্যিই বিরল।

সময় মানুষকে বদলায়, কিন্তু ভালোবাসা ও মানবতার মূল্য যারা বোঝে তারা কখনো সম্পূর্ণ বদলে যায় না, শুধু একটু নিঃশব্দ হয়ে যায়।

আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।


9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328DKeuowwHCZtig3JD7racUkSk26FtAN8287v3yJYSQ2VcwxVU42jLgpHU4KGwDs9f6fqQQQVYrNXUfr1pQTc9T4NPUnnGHKKjyYJ.png

লিংক