যশোরে ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ19 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি ভ্রমণ পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। অনেক অনেক ভ্রমণ পোস্ট মোবাইলে জমা হয়ে আছে। সেগুলো সময় মতো দেখতে পাচ্ছি না তাই আজ ভাবলাম গত বছরে যশোরে ঘুরতে যাওয়া নিয়ে আপনাদের মাঝে অনেকগুলো পর্ব ভ্রমণ পোস্ট শেয়ার করব।

image.png

কারণ যশোরে এতটা সময় কাটিয়েছি আর এত আনন্দ করেছি যা ১০০ ২০০ পর্ব লেখলেও শেষ হবে না। তারপরও আমি চেষ্টা করব আমার এই যশোরের ভ্রমণ পোস্টগুলো শর্টকাটে কয়েক পর্বের মাঝে শেষ করে দাওয়ার জন্য।আশা করি আপনাদের সবার কাছে আমার যশোরে ঘুরতে যাওয়ার আজকের প্রথম পরবর্তী অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার ভ্রমণ পোস্ট দেখে আসি কেমন হয়েছে। আজ আমার ভ্রমণ পোষ্টের এর বিষয় হলো যশোরে ভ্রমণ করার দ্বিতীয় পর্ব ।


image.png

image.png

এরপর প্রথম পর্বে বলেছিলাম ট্রেন থেকে শীতের কুয়াশা ভোর দেখতে দেখতে নানু বাড়ি কাছাকাছি চলে এলাম আর ট্রেনের কিন্তু জানোনা খোলা হয়নি শুধু মাঝে মাঝে খোলা হয়েছিল আর যতটুকু জানালা খুলতে পেরেছি ততটুকুই বাইরে প্রকৃতি সুন্দর অপরূপ দৃশ্য উপভোগ করতে পেরেছি আর কিছু ভিডিও ও ফটোগ্রাফি করতে পেরেছি এর আগের বার যখন গিয়েছিলাম তখন কিন্তু জানালা খোলা রেখে আমরা গিয়েছিলাম তবে এবার আমাদের সাথে যে সকল যাত্রীরা ছিল তারা বলেছিল জানালা না যতটা পাওয়া যায় বন্ধ রাখার জন্য তাই পাশের যাত্রী সুবিধা অনুযায়ী আমিও তাদের সাথে যেতে লাগলাম কারণ আমার পাশে যদি একজন যাত্রী আমার কারনে কোন ডিস্টার্ব ফিল করে তাহলে এটা আমার নিজের কাছেও খারাপ লাগবে তাই যতটুকু সম্ভব তাদের সাথে সহযোগিতা করে যেতে লাগলাম।

image.png

image.png

এরপর এই স্টেশন তো ওই স্টেশন ট্রেন থেমে থেমে সকল স্টেশনে যাত্রী তাদের কাঙ্ক্ষিত স্টেশনে নামিয়ে দিয়ে আমাদের স্টেশনের দিকে আমাদের নিয়ে এগোতে লাগলো এরপর অবশেষে আমরাও আমাদের কাঙ্খিত স্টেশনে পৌঁছে গেলাম নানুবাড়ি যশোর যাওয়ার পরে যখন ট্রেনটি আমাদের ঝিকরগাছা স্টেশনে থামে তখন কেন যেন আমার অনেক ভালো লাগে আমি ওই মুহূর্তটির জন্য অপেক্ষা করি।

image.png


image.png

কারণ ঝিকরগিছা স্টেশনটি আমার কাছে অনেক ভালো লাগে আমি জানিনা আপনারা কখনো কেউ ঝিকরগাছা স্টেশনে গিয়েছেন কিনা ঝিকরগাছা স্টেশনের শীতের সকালের মুহূর্তটা সত্যি অপূর্ব এরপর যখন ঝিকরগাছা স্টেশনে আমাদের ট্রেনটি থামলো আমরা একে একে সকল যাত্রী নেমে গেলাম আর আমরাও আমাদের সবকিছু নরমাল ঠিক আছে কিনা গুছিয়ে নেমে গেলাম। এবং ট্রেন থেকে নেমে দেখলাম শীতের ভোরের হালকা শীতের কুয়াশা ঘেরা স্টেশনের অপরূপ দৃশ্য। এরপর স্টেশনে নামার পর ঝিকর গাছা স্টেশনের কয়েকটা ছবি তুলে নিলাম। আর মনের খুশিতে খালার বাড়ির দিকে বসে থাকলাম কারণ আমার তো নানা নানি বেঁচে নেই তাই আমরা গিয়ে খালার বাসায় সবসময় উঠি বলে না মা বোন খালা মায়ের মত আর আমার খালারাও অনেক ভালো তাই খালার আদর পাওয়ার জন্য মনে হচ্ছিল কখন খাবার বাসায় যাব ও খালাকে জড়িয়ে ধরবো


image.png

এরপর আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঔ খালার বাড়ির দিকে রওনা দিলাম এত ভোরের দিকে কোন গাড়ি পাচ্ছিলাম না আর তখন এতটা কুয়াশা না দেখা গেলেও মোটামুটি কিন্তু ঠান্ডা ভালোই ছিল তাই হয়তো এত ভোরে কোন রিক্সা বা গাড়ি পাওয়া যাচ্ছিল না। তাই স্টেশন থেকে একটু হেঁটে হেঁটে খালার বাড়ি যাচ্ছিলাম। আরে ভোরের রাস্তাটা আমার হাতে অনেক ভালই লাগছিল। আর রাস্তা রাস্তা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন কিছু ফটোগ্রাফি করছিলাম। এরপর যখন মেন রাস্তায় উঠলাম তখনও দেখলাম রাস্তায় অনেকটাই খালি। আর আমরাও খালার বাড়িতে যাওয়ার সময় তাদের না বলে গিয়েছি। কারণ খালাদের সারপ্রাইজ দিবো বলে। তারা যদি আগে জানতে পেতো যে আমরা যাচ্ছি তাহলে হয়তো আমাদের নেয়ার জন্য স্টেশনে কেউ না কেউ আসতো। এরপর যখন মেন রাস্তায় উঠে গেলাম তখন একটা রিক্সা পেয়ে গেলাম। আর সেই রিক্সা দিয়েই হালকা কুয়াশা ঘেরা শীতের প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে দেখতে খালার বাড়ির কাছে পৌঁছে গেলাম।


image.png

যাইহোক আজকের মত আবারো আমার এই ভ্রমণ পোস্টটি এখানেই শেষ করলাম। আশা করছি আমার আজকের এই যশোরের ভ্রমণ দ্বিতীয় পর্ব ও আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লেগেছে। এরপর সামনে আরো যশোরে কাটানো সুন্দর স্মৃতি গুলো আপনাদের মাঝে এক এক করে আমার পোস্টের মাধ্যমে শেয়ার করব। যশোরে কাটানো সুন্দর স্মৃতি গুলো আজ আমার হৃদয়ে গেছে আছে। তাই আপনারা সবাই আমার ভ্রমণ পোষ্টের সুন্দর স্মৃতিগুলো আগামী পর্ব পড়ার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।


image.png

কেমন হয়েছে আজ আমার যশোরে ভ্রমণ পর্ব পোস্টটি? আশা করছি আপনাদের সবার কাছে আমার পোস্টটি পড়েও অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আগামীতে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহাফেজ।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png