ট্রাভেল-চিড়িয়াখানা ভ্রমণ (পর্ব ৩)||
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে।আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি চিড়িয়াখানা ভ্রমণ (পর্ব ৩) অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।
চিড়িয়াখানা ভ্রমণ (পর্ব ৩)
Device-XANON-X20
Location
ভ্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে। ভ্রমণ করতে আমি ভীষণ পছন্দ করি। কোন জায়গায় ঘুরতে গেলে আমার ভীষণ আনন্দ হয়।আমার খুবই ভালো লাগে যখন আমি কোথাও ঘুরতে যাই।কিন্তু এইবার আমি ভিন্ন ধরনের একটি ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি।আজকে আমি আপনাদের সাথে চিড়িয়াখানা ভ্রমণ (পর্ব ৩) নিয়েই আলোচনা করতে যাচ্ছি।
Device-XANON-X20
Location
ময়ূর দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি হয়।ময়ূর দেখতে সবাই ভালোবাসে। আমার অনেক ভালো লাগে ময়ূর যখন পেখম মেলে। তখন দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এরপর আমরা চলে যাই আর একটু সামনে।সেখানে যাওয়ার পথে কিউট একটি কাঠবিড়ালি দেখতে পাই।কাঠ বিড়াল টি খুব সুন্দরভাবে পাউরুটি খাচ্ছিল। তা দেখে আমার বেশ ছিল। খুবই কিউট ভাবে খাবার খাচ্ছিল।
Device-XANON-X20
Location
অনেকদিন থেকে কাঠ বিড়ালি দেখা হয়নি।তবে অনেকদিন পর কাঠবিড়ালি দেখতে পেয়ে আমার বেশ ভালো লাগছিল। কাঠবিড়ালি দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বেশ কিছুদূর।সেখানে গিয়ে অনেক দূরে থাকা একটি ক্যাঙ্গারু দেখতে পাই। যদিও দূর থেকে দেখতে হয়েছিল। খুব কাছ থেকে দেখতে পারিনি। তবে আমার মেয়ে এই প্রাণীটি দেখে ভীষণ খুশি হয়েছিল।
Device-XANON-X20
Location
ক্যাঙ্গারু সম্পর্কে সবাই অনেক কিছু জানি।ক্যাঙ্গারু সব প্রাণীর থেকে আলাদা ।সে নিজে সন্তানকে নিজের থলির ভিতরে আবার রেখে দিতে পারে। ব্যাপারটা সত্যি অনেক সুন্দর।এরপর চলে যায় আমার মেয়ে খুব পছন্দের একটি প্রাণী জিরাফের কাছে। জিরাফ দেখে প্রথমে সে ভীষণ ভয় পেয়েছিল।এরপর যখন তার ভালো লাগতে শুরু করে সে কিছুতেই ওইখান থেকে অন্যদিকে আসতে চাচ্ছিল না।
Device-XANON-X20
Location
বাচ্চার এমন আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। আর বাচ্চাদের এসব জিনিস দেখালে তারা খুবই খুশি হয়।এরপর আমরা খুবই কমন একটি প্রাণী দেখতে পাই। যেটি সচরাচর সব জায়গায় দেখা যায় না। তবে নামটি সবার জানা।তার নাম হচ্ছে গাধা। আর গাধা সবাই চিনে। যদিও দেখতে সে অনেক সুন্দর কিন্তু নামটি কেন এমন তা জানিনা। যাই হোক হেঁটে হেঁটে অনেক পশুপাখি দেখে ফেলেছি।এরপর আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই।আর সেখানে গিয়ে কি কি দেখেছিলাম সেটা দেখতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।আজ এ পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।






ডেইলি টাস্ক:
https://x.com/i/status/2011820621504922116
https://x.com/i/status/2011820944227172815
https://x.com/i/status/2011822644635795945