ভ্রমণ।। ওয়ান্ডারল্যান্ড পার্কে কাটানো সুন্দর মুহূর্ত।।10% beneficiary to @sht
বাসা থেকে প্রথমে মতিঝিল গেলাম রিকশা করে। সেখানে গিয়ে বাসের ভাড়া দেখে আমি একটি উবার নিয়ে সোজা চলে গেলাম ওয়ান্ডারল্যান্ড এর গেইটে। এখানে পার্কের লোকেশন এবং টিকেট সম্পর্কে কিছু বলে নেই। মতিঝিল থেকে যদি কেউ যায় তাহলে একটি এ সি বাস আছে মতিঝিল পেট্রোল পাম্পের সামনে থেকে ছাড়ে। পার পারসন ভাড়া ৯০ টাকা ভাটারা থানা পর্যন্ত। ভাটারা নেমে রিকশা নিলে ১০০ ফিট রাস্তা ধরে পার্কের গেটে নামিয়ে দিবে । ৪০ টাকা ভাড়া নিবে । যেখান থেকেই আসুন ১০০ ফিট রাস্তা হয়ে আসলেই সুবিধা। আমি টিকেট কেটে নিলাম। টিকেট জন প্রতি ১০০ টাকা করে। আর ৩ বছরের ছোট বাচ্চা হলে এন্ট্রি ফ্রি।
ভিতরে ঢুকার আগে কিছু চিপস, স্ন্যাকস, সফট ড্রিংকস কিন নিয়েছি। ও হ্যা উনাদের জিজ্ঞেস করেছি খাবার নেয়া যাবে কিনা । তারা বললেন নেয়া যাবে। সবকিছু নিয়ে সোজা গেইট দিয়ে ঢুকে গেলাম। ঢুকেই ঝর্না পড়ছে এরকম দৃশ্য দেখে ভালো লাগল। ঢুকার পর বাম পাশে তাদের অফিস রুম যেখানে কোন সমস্যা হলে জানাতে পারে। ঢুকার পর ডান এবং বাম পাশে দুটি দোকান আছে যেখানে বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়।
তারপর ঝর্না ক্রস করে ডানপাশ এবং বামপাশ দুদিক দিয়েই যাওয়া যায়। ঝর্না ক্রস করতেই আরো কিছু সুন্দর দৃশ্য দেখতে পেলাম। মাঝখান দিয়ে গাছ সারিবদ্ধভাবে লাগিয়ে রেখেছে যা দেখতে খুব সুন্দর লাগছিল। এই যোন এ ঢুকে ডানপাশে একটি গেমস এর যোন দেখা যাচ্ছে কিন্তু এটি এখনো নির্মানাধীন।
বাম পাশে গেলেই বাচ্চাদের খুব সুন্দর গেম যোন দেখা যায়। এই যোন বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় যোন। যেকোন বাচ্চা এখানে আসলে আর যেতে চাইবে না।আমার মেয়ে তেমন কিছু বুঝে না তাও তাকে জোর করেও আনা যাচ্ছিল না। এখানে শুটিং গেম, ফ্রুট নিনজা কাটার গেম, ডল পিকিং, বাস্কেট বল থ্রো আরো অনেক গুলো গেম আছে। আমি গেমগুলো সম্পর্কে ছোট করে বলছি। এই গেমগুলো কয়েন ঢুকিয়ে খেলতে হয়। মিনিমাম কয়েন প্রাইস ৫০ টাকা করে তবে ১০০ টাকার কয়েন ই বেশি।
উপরের ছবিটি হচ্ছে ফ্রুট নিনজা কাটার গেমের। এই গেম ছোট বড় সকলেই মোবাইলে খেলে থাকে। মোবাইলে আমরা খেলি হাত দিয়ে এখানে খেলতে হয় পা দিয়ে। আমি যখন ছবি তুলছিলাম একটি ছেলে পা দিয়ে ফ্রুট কাটছিল।
উপরের ছবিতে যে গেম দেখা যাচ্ছে এটি হচ্ছে ফিস কেচিং গেম। যে হ্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ফিস ধরতে হয়। আমার মেয়ে এমনি এমনি এগুলো ঘুরিয়ে মজা পাচ্ছিল, হা হা হা।
উপরের যে গেম দেখা যাচ্ছে এটি হচ্ছে শুটিং গেম। হ্যান্ডেল ধরে ডান বাম করে শুট করতে হয়। শুট করলে গেমের ভিলেন এর গায়ে পড়লে পয়েন্টস। ছেলেটি খুব মনের আনন্দে খেলছিল।
এই গেমের নাম হচ্ছে বাস্কেট বল থ্রো গেম। বাস্কেট বল করে বাস্কেট এ ফেলতে হবে। ফেলতে পারলে পুরস্কার আছে।
| ডিভাইস | অপ্পো এ ৫৪ |
|---|---|
| বিষয় | ভ্রমণ |
| ক্রেডিট | @miratek |
| what3words location | https://what3words.com/rebounded.dame.wiring |
আশা করি আমার ওয়ান্ডারল্যান্ড এ ভ্রমণের পোস্ট আপনাদের ভাল লেগেছে। পরবর্তী পর্ব নিয়ে আবার আসব । ধন্যবাদ।











ওয়ান্ডারল্যান্ড পার্কে খুব সুন্দর সময় অতিক্রম করেছেন ভাইয়া।
খুব সুন্দর ভাবে আপনি বর্ণনা করেছেন পার্কটির। প্রথমের ঝর্ণাটি বেশি সুন্দর। বাচ্চাদের এন্ট্রি ফ্রি ভালোই হয়েছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাইয়া ।
একটা সময় ফেভারিট গেম ছিল ফ্রুট নিঞ্জা।খুব ভালো লাগতো।ওভাবে পা দিয়ে খেলতে দেখে বেশ ভালোই লাগলো😊।সুন্দর এবং যুগোপযোগী একটা অভিজ্ঞতা।
ছবিগুলো সুন্দর ছিল,ভালো সময় কাটিয়েছেন। শুভ কামনা রইলো।
ফ্রুট নিনজা আমিও অনেক খেলেছি। এখানে দেখে পুরনো কথা মনে পরে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়ান্ডারল্যান্ড পার্কে খুব সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। অনেক দিন হলো ইচ্ছে যে এই পার্কে একটু ঘুরে আসবো। কয়েকবার পরিকল্পনা করেছিলাম কিন্তু কোন কারণে যাওয়া হয়নি। আপনি সুন্দর ভাবে বিস্তারিত বর্ণনা করেছেন এই জন্য নতুন দের জন্য যাওয়া খুব সুবিধা হবে আশা করি। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু মূহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়ান্ডারল্যান্ড পার্কে খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগল। আসলে মাঝে মাঝে এভাবে বাইরে ঘুরতে গেলে অনেক ভালো লাগে আবার কিছু শিক্ষার থাকে।আপনার বাচ্চা তো ছোট তাই হয়তো গেমস সম্বন্ধে, তেমন আকর্ষণ নেই। যাইহোক আপনার ঘোরাঘুরির সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার ওয়ান্ডারল্যান্ড পোষ্ট পড়ে ভালই লাগলো। কখনো গেলে তথ্য গুলো কাজে লাগবে। জায়গাটা মোটামুটি বড়ই। যতটুকু দেখলাম বাচ্ছাদের আনন্দ আর খেলনার জিনিষ বেশি। আপনার মেয়ে তো ছোট আরেকটু বড় হলে তখন খেলে মজা পাবে। ধন্যবাদ ভাইয়া।