"কৃষ্ণসায়র ফুলমেলা"(কাপড়ের তৈরি কিছু গহনার ফটোগ্রাফি পর্ব : 44)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
কাপড়ের তৈরি কিছু গহনার ফটোগ্রাফি পর্ব : 44
আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তবে এর পাশাপাশি আবার বিভিন্ন দোকান বসেছিলো।যেখানে পোশাক, মূর্তি,কাঠের আসবাবপত্র,আর্টিফিশিয়াল জিনিসপত্র আর কসমেটিকস এর নানা রকমারী জিনিসের দোকানপাট বসেছিলো।তো আমি আজ শেয়ার করবো কিছু কাপড়ের তৈরি গহনার ফটোগ্রাফি।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
কাপড়ের তৈরি কিছু গহনার ফটোগ্রাফি:
এটি হচ্ছে সুতা আর কড়ি দিয়ে তৈরি গলার হার।আর এর প্রত্যেকটি ডিজাইন একই রকমের হলেও কালারের ভিন্নতা রয়েছে।আর প্রত্যেকটি হারের সঙ্গে কানের দুলও রয়েছে।যেটি শাড়ির সঙ্গে পড়লে দারুণ মানানসই হবে।
এখানে রয়েছে সুতা ও কাপড়ের তৈরি গলার হার আর সঙ্গে কানের দুল।এখানে বেশ ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে।কুলার তৈরি গলার হার,ফুলের ডিজাইন আর রয়েছে ধাপে ধাপে সাজানো কাপড় দিয়ে তৈরি গলার হার।বেশ নিপুনতার সঙ্গে তৈরি প্রত্যেকটি ডিজাইন।
এখানে গলার হারের বেশ কিছু ডিজাইন রয়েছে।যেখানে অক্সিডাইসের সঙ্গে পুঁতি যুক্ত করে যেমন তৈরি করা হয়েছে,তেমনি আবার ছোট ছোট ঝিনুক ও কড়ি দিয়েও ডিজাইন করা হয়েছে।যেগুলো জামা-প্যান্ট ,কাপড় সবকিছুর সঙ্গে পড়লেই মানাবে।
কাপড় বা সুতা দিয়ে ডিজাইন করা কানের দুল ও গলার হারের এখন বেশ চল।একটা সময় ছিল যখন মানুষ সোনা বা রুপা ছাড়া অন্য কোনো গহনা পরিধান করতো না।কিন্তু এখন বিকল্প হিসেবে এগুলোর জুড়ি নেই।আর এগুলো বেশ মানানসইও মানুষের পছন্দ অনুযায়ী।
শুধু কাপড়ের বা কড়ি-ঝিনুক দিয়ে তৈরি গলার হার বা কানের দুলের মধ্যে সীমাবদ্ধ নেই।হাতের চুড়ি ,আংটি ইত্যাদিও কাপড় ও কড়ি দিয়ে তৈরি হয়।যেগুলো খুবই আকর্ষণীয়।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|









টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1979920005874569262?t=yPruNt9zREEHGAMe1gz88Q&s=19
https://x.com/green0156/status/1979920570583028100?t=flEyg_7jtptmlkqCmb9aPw&s=19