আমার গেমিং ভিডিও এডিটিং
আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি । আমি একজন ইউটিউবার হওয়ায় আমাকে প্রায় সময় ভিডিও এডিট করতে হয়, ভিডিও এডিটিং এর জন্য আমি বর্তমানে ক্যাপকাট ব্যবহার করলেও ভিএন এডিটিং সফটওয়্যার আমি মাঝে মাঝে ব্যবহার করি । ক্যাপকাট একটা সময় ফ্রি হলেও এখন এটার মধ্যে প্রো ভার্শন না নিলে তেমন ভালো এডিট করা যায় না । যারা ভিডিও এডিটিং কর্মজীবন হিসেবে নিতে চান তাদেরকে একটা না একটা সময় পিসিতে শিফট হতেই হবে কেননা ফোনের মধ্যে আপনি তেমন ভালো ধরনের এডিটিং করতে পারবেন না । তবে আমার মত ব্যবহারকারীদের জন্য ক্যাপকাট একটা ভালো প্লাটফর্ম, আমার ভিডিওতে আহামরি কোন ধরনের এডিটিং থাকেনা যার কারণে আমার জন্য ক্যাপকাট দিয়েই হয়ে যায় । ক্যাপকাট দিয়ে এডিটিং করা অনেক সহজ কেননা ক্যাপকাট এর মধ্যে অনেক ফিচার্স আগে থেকেই করা থাকে, যেমন আপনি যদি কোন এনিমেশন ব্যবহার করতে চান তাহলে আপনি অনিমেশন অপশনে গিয়ে অনেক ধরনের এনিমেশন পেয়ে যাবেন অথবা আপনি যদি কোন প্রকার ইফেক্ট চান সেগুলো বেশিরভাগ রেডিমেড করা থাকে যার কারনে ক্যাপকাট এর মধ্যে এডিট করতে হলে তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হয় না । আজকে আমি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করব, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও কিভাবে এডিট করি সেটা আপনারা এই পোস্টের মাধ্যমে দেখতে পারবেন ।
আমি যেহেতু একজন গেমার তাই আমার ভিডিও গুলো গেম সংক্রান্ত হয়, আর আমি মাল্টিপল গেমিং নিয়ে কাজ করছি যার কারণে আমার গেমিং কনটেন্ট মাল্টিপল । অর্থাৎ আমি পাবজি, ফ্রী ফায়ার, ডেল্টা ফোর্স, আরেনা ব্রেক আউট, আইজিআই ইত্যাদি গেমপ্লে আমার চ্যানেলের মধ্যে আপলোড করি । আর আজকে আমি যেই ভিডিওটা এডিট করবো সেটা হলো পাবজি মোবাইল, তো আমি প্রথম থেকেই শুরু করি । এই ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আমাকে এই গেমটা খেলার সময় স্ক্রিন রেকর্ড চালু করতে হয়েছিল আর মোবাইলে স্ক্রিন রেকর্ড করার সময় অটোমেটিক ভিডিও কোয়ালিটি টা একটু ডিক্রিস হয়ে যায় । তাই ভিডিও এডিটিং করার সময় কোয়ালিটি একটু বাড়ানোর জন্য ফিল্টারে গিয়ে এডজাস্টটা একটু আপ-ডাউন করলেই কোয়ালিটি ইনক্রিস হয়ে যায় । এই প্রক্রিয়াটি একবার করার পর পুনরায় আবার করলে কোয়ালিটি আরো একটু ইনক্রিজ হয়, তাই আমি দুইবার এডজাস্ট করি ।
এর পরবর্তীতে আমি পুরো ভিডিওটাকে ভাল করে দেখি এবং সেখান থেকে তিন থেকে চারটার মত বেস্ট ক্লিপ বের করি আর এই বেস্ট ক্লিপগুলো আমি ভিডিওর শুরুতে দেই যাতে করে ওডিয়েন্স ভিডিওটাকে দেখার জন্য আগ্রহী হয় । আর এই ভিডিও ক্লিপগুলোর উপর আপকামিং টেক্সট স্ক্রিনে লিখে দেই । এই ক্লিপগুলো শেষ হওয়ার পর আমার চ্যানেলের নিজস্ব ইন্ট্রো দেই, এতেকরে আমার চ্যানেলের ব্র্যান্ডিং হয়ে যায় এবং জিনিসটা সুন্দর দেখায় ।
আমি যখন গেমপ্লে করি তখন ভিডিওটা অনেক বড় হয় আর পুরো ভিডিওটা বড় হওয়ার কারনে ওডিয়েন্স এর কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে তাই আমি ভিডিওটার মধ্যে থেকে বেস্ট পার্টগুলো বা আমি যেই অংশে ফানি কিছু করেছি অথবা কিল করেছি সেগুলোকে কেটে রাখি । আমার এই ভিডিওটি ৩৫ মিনিটের ছিল আমি সেই ভিডিওটা কে কেটে কেটে প্রায় সাড়ে ১৫ মিনিটের মধ্যে নিয়ে এসেছি ।
আমি যখন ভিডিও এর ক্লিপ গুলো কেটেছি তখন আমার গেমের ক্যারেক্টার এক জায়গা থেকে অন্য জায়গায় হঠাৎ শিফট হয়ে গিয়েছে, আর এই শিফট হয়ে যাওয়াটাকে সুন্দর করে দেখানোর জন্য নিচে আমি wooshes সাউন্ড ইফেক্ট ব্যবহার করেছি । আর সাউন্ড ইফেক্ট এর সাথে সাথে আমি এনিমেশন ব্যবহার করেছি যাতে করে ওডিয়েন্স বুঝতে পারে যে আমি এই জায়গা কেটে দিয়েছি ।
আমি কোনো টক্সিক গেমার না, যার কারণে গেমগুলো খেলার সময় ভালো মেজাজেই থাকি এবং গেমগুলো উপভোগ করি । আর আমি গেমটাকে বেশ ফানিভাবে খেলার চেষ্টা করি যার কারণে আমার গেমের মধ্যে বেশ কিছু ফানি মোমেন্ট ধরা পড়ে আর এই ফানি মোমেন্টগুলোকে আরও মশলা লাগানোর জন্য আমি বেশ কিছু মিম টেমপ্লেট ব্যবহার করি । এতেকরে আমার ভিডিও বোরিং না হয়ে বিনোদন মূলক হয়ে যায়, আর একজন প্রকৃত গেমার হিসেবে আমার চাওয়াও এটাই ।
এইসব কিছুর পর আমি ভিডিওটাকে 50 fps আর 1080p রেজোল্যুশনে ভিডিওটাকে এক্সপোর্ট করি । আমার ভিডিও এডিটিং এত ভালো করে করতে হয় না, কোনোরকম ভাবে করলেই হয় তবে আমি ইনশাআল্লাহ আমার এই স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করবো যাতে আগামীতে আরও সুন্দরকরে এডিট করতে পারি । আজকের মতো এই পর্যন্তই, আাশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী কোনো পোস্টে আবার দেখা হবে । আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের পছন্দের জিনিস, আমি আমার এই ভিডিও এর লিংক নিচে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন ।






















Twitter
https://x.com/i/status/1999844556997795950
https://x.com/i/status/1999717254729195985
https://x.com/i/status/1999847522668548368