গতকালকের কিছু অনুভূতির কথা।

in আমার বাংলা ব্লগ28 days ago

দীর্ঘদিন যাবৎ আমি মালয়েশিয়ায় আছি আমার পারমিট আছে তবে আমি কখনো মেডিকেল বা ফমীমা করি নাই। হয়তোবা আমার মনের ভেতরে অন্য ধরনের একটা ভয় কাজ করতো যার জন্য আমি কখনোই করি নাই গতকাল আমি সেটা সাহস করে করেছি।

1000489111.jpg

সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি।

বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা ততটা বেশি ভালো না অনেকে হয়তো জানেন বেশ কিছুদিন আগে আমি সর্দি কাশির জ্বরে আক্রান্ত হয়েছিলাম এবং আরো বিশেষ কিছু কারণে মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েছিলাম তার সাথে যুক্ত হয়েছিল আমার পারমিটের মেডিকেল সব মিলিয়ে যেন মনে হচ্ছিল সবকিছুই একত্রিত হয়ে যাচ্ছে কিভাবে কি করব বুঝতে পারছিলাম না।

1000488968.jpg

1000488958.jpg

1000488953.jpg

Uploading image #5...

1000488952.jpg

বিশেষ করে মালয়েশিয়ার বর্তমান অবস্থা অনেক খারাপ যাদের পারমিট নেই বা ভিসা নেই তাদের জন্য অনেক বেশী খারাপ অবস্থা তৈরি হচ্ছে শুধু কি তাই বর্তমানে মেডিকেল করলে বেশিরভাগই আনফিট দেখিয়ে দিয়েছে এটাও একটা ভয়ের বিষয় হয়তো বা সরকারের কোন না কোন তথ্য এখানে কাজ করছে।

১০০ জন মেডিকেল করলে বর্তমানে ৫০ জন আনফিট দেখিয়ে দিচ্ছে কি সমস্যা সেটা জানিনা তবে আমি এর আগে কখনো মেডিকেল করি নাই আমার ইনজেকশন দেখলে অনেক বেশি ভয় লাগে আর এইবার অনেক সাহস নিয়ে বলেছিলাম যে মেডিকেল করব এবং এবার না করার মত কোন বিকল্প পথ ছিল না এজন্য হয়তোবা সাহসটা জোগাতে হয়েছে।

বেশি সমস্যা হয় প্রেসার হাই আমার সহপাঠী বা আমার ভাই ছোট ভাই যারা আছে তাদের বেশিরভাগই এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় এবং সেটার জন্য প্রতিবার দুই তিনবার করে মেডিকেল করতে যাওয়া লাগে আমিও একটা দুশ্চিন্তায় ছিলাম যে মানসিকভাবে আমি ততটা বেশি প্রস্তুত না এখনই মেডিকেল করার আর এই মুহূর্তে আমার মেডিকেল পড়েছে কি হবে সেটা নিয়ে অনেক দুশ্চিন্তা করছিলাম হঠাৎ করে মনে পড়ল যত বেশি দুশ্চিন্তা করব তত বেশি প্রেসার হাই হয়ে যাবে।

আমার খালাতো ভাইয়ের আমার সাথে মেডিকেল পড়েছে তার গত দুবার হাই প্রেসার দেখা দিয়েছে সে আমাকে বারবার বলছিল তুই চিন্তা করিস না তোর কোন সমস্যা হবে না সকালবেলা বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল তারপরও সবকিছু অতিক্রম করে ক্লিনিকে চলে যায় যাওয়ার পরে আমার ভাইয়া দেখে আমার জন্য একটা ডাব নিয়ে এসেছে সে আমাকে বলল ডাবের পানিটা আগে স্ত্রীর ভাবে খেয়ে নেয় তারপর একটু অপেক্ষা করি তারপরে গিয়ে আমরা মেডিকেল করব।

যে কথা সেই কাজ ওইভাবে কিছু কোন অপেক্ষা করলাম এবং নিজের মনকে একটু স্থির রাখলাম কিছুক্ষণ পরে গিয়েই আমরা মেডিকেলের জন্য দাঁড়িয়ে যাই ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষা করে এবং প্রেসার চেক করার পরে বলে তোমার প্রেসার ঠিক আছে কিন্তু আমার ভাইয়ের প্রেসার অনেক বেশি হাই হয়ে গেছে আমি তো দেখে অবাক কারণ আমি চিন্তা করছিলাম বেশি কিন্তু তার বিপরীত হয়ে গেল।

যাই হোক সেখানে এক্সরে করতে হয়েছে এবং রক্ত দেওয়ার সময় সবথেকে ভয়ের ব্যাপার ছিল ঠিক সেটাই হয়েছে সবার একবার ইনজেকশন দিয়ে রক্ত উঠিয়েছে আমার দুইবার রিলেশন দেওয়া লেগেছে আমার নাকি সেরা ছিল না যার ফলে দুই জায়গায় ইনজেকশন ফুটিয়ে রক্ত নিয়েছে।

সর্বশেষ সব কিছু অতিক্রম করতে পেরেছি এবং ভালোভাবে অতিক্রম হয়েছে এটাই আমার কাছে অনেক ভালো লাগছিল আর সবাই দোয়া করবেন ভালোভাবে যেন আমার মেডিকেল টা বা তার রিপোর্টটা হাতে পেয়ে যায়।

আজও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin