হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে জীবন অতিক্রম করতে হয়

in আমার বাংলা ব্লগ3 days ago

ব্যস্ততায় এমনই একটা জিনিস যেটার কোন ব্যাখ্যা দেওয়া যায় না তবে হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের দিন অতিক্রম করতে হয় এটাই বাস্তবতা।
1000502105.jpg

সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম এবং এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে বা জীবনে খুবই পরিচিত একটি শব্দ ব্যস্ততা।

হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে জীবন অতিক্রম করতে হয় তবে সব কিছুর মধ্যেও সবকিছু মানিয়ে নিতে হয় যেমন আমি একজন প্রবাসী এখানে হাজারো ব্যস্ততা এখানে নিজের ডিউটি নিজের রানা ভাড়া খাওয়া-দাওয়া এবং আরো সঙ্গে কিছু কাজ আছে আবার যদি কোন অনুষ্ঠান থাকে সেটাও মানিয়ে নিতে হয় তবে এই সবকিছুর মধ্যে দিয়েও বাংলাদেশে কিন্তু পরিবার-পরিজন আত্মীয়-স্বজন সবকিছু নিতে হয়।

হয়তোবা পরিবারের মানুষের একবার বোঝানো যায় দুইবার বোঝানো যায় কিন্তু বারবার কখনো বোঝানো যায় না আর তারা যেহেতু নিজের চোখে দেখছে না তারা হয়তো সেটা বিশ্বাস করতে চায় না আমরা যদি ফোন করে পরিবার বা কোন বন্ধু সম্পর্ক মানুষের বলি আমি খুবই ব্যস্ত আছি হয়তোবা সে মনে করে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে আসলে আমাদের বাস্তবতা কখনো বোঝার চেষ্টা করেনা।

আমি নিজে অনেক পরীক্ষিত সকাল ৮ টায় ডিউটিতে জয়েন হতে হয় এবং বিকেল পাঁচটায় ডিউটি শেষ এর ভিতরে যদি কেউ ফোন দিয়ে বিরক্ত করে তাহলে খুবই খারাপ লাগে কারণ আমরা সেই সময়টা ডিউটির মধ্যে অতিক্রম করি যেহেতু প্রবাসী জীবন এখানে ডিউটির জন্য আগে বেশি তারপরে সবকিছু তবে সবারই ব্যক্তিগত কিছু ব্যক্তি স্বাধীনতা থাকে সেটার উপর হস্তক্ষেপ করা উচিত না।

তবে যারা বিদেশ সম্পর্কে বা প্রবাস সম্পর্কে ধারণা রাখে তাদেরকে খুব সহজে বুঝানো যায় আবার এমন মানুষ আছে যারা প্রবাস সম্পর্কে কোন প্রকারের কোন ধারণা নেই তাদেরকে বোঝানো খুবই কষ্টকর অনেকে মনে করে তোমরা শুধু বিদেশ করো আর অন্য কেউ বিদেশ করে না তোমরা শুধু প্রতিনিয়ত ব্যস্ততা দেখাও আসলে আমি যে ব্যস্ততার মধ্যে অতিক্রম করছি এটা কখনো বোঝাতে পারিনা।

বাংলা একটা প্রবাদ আছে যার কষ্ট সে বলবে অন্য কিন্তু কখনো বোঝার চেষ্টা করেনা যাইহোক সবকিছু মিলেই আমাদের জীবন আর এই জীবন পরিচালনা করার দায়িত্ব কিন্তু আপনারই আপনার জীবন আপনি কিভাবে ঘোষণা করবেন সেটা আপনি ভালো জানেন আমি যত সম্মান চেষ্টা করি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার কখনো কাউকে বুঝতে দেই না মুখে হাসি নিয়ে মনের ভিতর হাজার কষ্ট নিয়েও কিন্তু মানুষের সাথে এসে কথা বলা লাগে এটাই মানুষের বাস্তবতার জীবন।

আজে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Posted using SteemX

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg