বেশ কিছুদিন যাবত খুব খারাপ একটা সময় অতিক্রম করছি

in আমার বাংলা ব্লগlast month

নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে মনের কাছে কোন কিছু ভালো লাগে না কারণ স্বাস্থ্যের উপর ভিত্তি করে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয় বেশ কিছুদিন যাবত আমার শরীরটা ততটা বেশি ভালো না যার ফলে কোন কাজেই সঠিকভাবে মন স্থির হচ্ছে না।

1000486102.jpg

সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও কিছুটা এখন সুস্থ ভালো আছি।

1000476966.jpg

1000476965.jpg

1000476964.jpg

1000476963.jpg

1000476961.jpg

1000476962.jpg

বেশ কিছুদিন যাবৎ আমি সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়েছি এই ধরনের সর্দি কাশি জ্বর এর আগে কখনো আমি আক্রান্ত হয় নাই অনেকের মুখে শুনছি এটা নাকি ভাইরাসজনিত যার ফলে চিকিৎসা নিচ্ছে তারপরও ততটা বেশি উন্নতি দেখা যাচ্ছে না।

শুধু আমি একা আক্রান্ত হই নাই আমার রুমের সকল সদস্য আক্রান্ত হয়েছে তবে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে আমার ছোট ভাই এটা বিদেশের মাটি এখানে দেখার মতো তেমন কেউ নাই সৃষ্টিকর্তার অশেষ রহমত ওর পাশে আজ আমি আছি বা আমার পাশে আছে যখন প্রথমে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন আমার যতটুকু খোঁজখবর নেওয়ার দরকার ও নিয়েছিল যতটুকু সেবা যত্ন করার দরকারও করেছে।

কাজের ভেতর দিয়ে এসে কয়েকবার করে জিজ্ঞেস করতে হয় খাওয়া দাওয়া করেছিস শরীরের অবস্থা কি আর জ্বর হওয়ার ফলে মাথায় পানি দেওয়া লাগে এসে এসে বারবার মাথায় পানি দিয়ে চলে যেত কারণ ওরও কাজ করা লাগবে এটা প্রবাস।

আমি যখনই একটু সুস্থ হয়ে উঠেছি ও তখনই রোগে আক্রান্ত হয়ে পড়েছে আর ওর যখন জ্বর বা এই ধরনের সমস্যা হয় তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয় অনেকগুলো লেপ বা কম্বল দিয়েও চেপে রাখলে কাজ হয় না প্রচন্ড আকারে ঠান্ডা লাগে এখান থেকে তিন বছর আগে যখন প্রথম মালয়েশিয়া এসেছিল তখন এই সমস্যায় পড়েছিল ঠিক তেমনি এখনই এই সমস্যা আক্রান্ত হয়েছে।

চোখের সামনে আপন ছোট ভাইয়ের যখন এমন অবস্থা দেখি তখন কলিজা ফেটে যায় তারপরও কিছু করার থাকে না তবে এবার অতটা সমস্যা হতে দেয়নি যখনই বুঝতে পেরেছি যে ও আক্রান্ত হয়ে পড়েছে কোন ওর সাথে ওর কাজ করে না গতবার একটা ক্লিনিক নিয়ে গিয়ে ইনজেকশন লাইন আরো অন্যান্য চিকিৎসা দেওয়ার ফলে সুস্থ হয়ে ওঠে ছিল এবার ঠিক তখনই চিন্তা করলাম যে ওই ক্লিনিকে ওর নিয়ে যায় আমার এখান থেকে একটু দূর তারপরও চিন্তা করলাম ভাই ভাই যদি সুস্থ হয়ে ওঠে তাহলে কোন সমস্যা নেই।

বিদেশের মাটিতে পাসপোর্ট এর গুরুত্ব আছে বা কাগজপত্র সাথে সাথে একটা পরিচিত মানুষেরও প্রয়োজন আছে বা আপনজন আমার ভাইয়ের আমি ছিলাম হয়তোবা ওর জন্য অনেক সুবিধা হয়েছে আমি সাথে সাথে নিয়ে গিয়ে সেখানে যাওয়ার পর স্যালাইন বা অন্যান্য চিকিৎসা দেওয়ার পর সাথে সাথে সুস্থ হয়ে উঠেছে।

তবে এখনো পর্যন্ত ততটা বেশি সুস্থ না কারণ একটা মানুষ যখন জোয়ার বা শ্রদ্ধে কাশিতে আক্রান্ত হয় তার শরীরে কোন প্রকার শক্তি থাকে না খাওয়ার প্রতি কোনো রশি থাকে না সেটা ঠিক হতে বেশ কিছুদিন সময় লাগে তবে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।

আজো পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শুধু আমাদের জন্য সকল প্রবাসীর জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যেন সকলকে ভাল ও সুস্থ রাখে।

Sort:  
 last month 

1000486103.jpg

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin