আজ মাছ ধরার কিছু মূহূর্ত
দীর্ঘ দুই মাস পর আমি আমার ভাইদের সাথে মাছ ধরতে গিয়েছিলাম আজ। মাছ ধরা এমনই একটা নেশা যত দূরেই হোক না কেন সেখানে যেতে ভালো লাগে কারণ সেখানে মাছ পাওয়া যাবে এই আশা নিয়েই আমরা গিয়েছিলাম কারণ আমাদের মাছ ধরা খুবই পছন্দের।
![]() |
|---|
সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি।
বরাবরের মতো আজ আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে হাজির হলাম আমি মাছ ধরতে পারি না তবে আমার দেখতে ভালো লাগে যার জন্য আমি আমার ভাইদের সাথে গিয়েছিলাম এর আগেও আমি যাইতাম তবে এখান থেকে অনেক দূর এবং পাহাড়ের ভিতর হেঁটে যেতে হয় যার ফলে উঠে আসার সময় খুবই কষ্টকর হয়ে যায়।
আজ আমার ভায়েরা আমার কাছে জিজ্ঞেস করছিল তুমি কি যাবা? অনেকদিন যাবত তুমি যাওনা এবং সেখানে গিয়ে কিছু ফটোগ্রাফিও করতে পারবা আমিও চিন্তা করলাম যে আসলে খুবই ভালো কথা বলেছে মাছ ধরাও দেখতে পাবো এবং সাথে সাথে কিছু ফটোগ্রাফি সংগ্রহ করতে পারবো।
কারণ সেগুলো জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে হয় আমাদের এখান থেকে মোটামুটি প্রায় দুই কিলোমিটার দূরে তবে সম্পূর্ণ জঙ্গলের ভেতর পাহাড়ের ভিতর দিয়ে যেতে হয় তবে আমার কাছে ভালো লাগে আবার মনের ভিতর কিছুটা ভয় ভীতি কাজ করে যেহেতু আমরা তিনজন বা চারজন যায় এজন্য ততটা বেশি ভয় করে না আজ আমরা তিনি ভাই গিয়েছিলাম।
আমি উপরে বসে থাকি কারণ পানিতে নামতে আমার খুবই ভয় করে এগুলো সাধারণত পানের ড্রেন তবে একটু বড় আমার মনে হয় নদীর সাথে সংযুক্ত আছে তা না হলে কিভাবে এত বড় মাছ পাওয়া যায় তো যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে এজন্য ততটা বেশি আশঙ্কাও থাকে না কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই মাছ ধরতে যাওয়ার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
এই জায়গায় ওই দিকটা খুবই ভালো নিরিবিলি পরিবেশ চারিপাশে গাছ গাছালি জঙ্গল তার ভিতর হাঁটা পথ আছে আমরা সেই পথ গুলো পেয়ে যাই আমি জাল মারতে পারি না আমি সাধারণত মাছগুলো বালতিতে রাখার জন্য বালতিটা ধরার জন্য যায় এবং তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য যেহেতু অনেক দূরের পথ।
প্রাকৃতির একটা স্পর্শ আছে সেখানে আমার কাছে খুবই ভালো লাগে এমন পরিবেশ চারিপাশে পাখিদের কলর ব আর যেন মনে হয় জঙ্গলের ভিতর থেকে ঝিঝি পোকা ঝেঝে করে সর্বক্ষণ যে দিকে তাকানো হয় সেদিকে সবুজ শ্যামলে ধরা দেখতে ভালই লাগে আর তার সাথে লেগে থাকে মাছ ধরার দৃশ্য।
সেখান থেকে আমি কিছু ফটোগ্রাফির সংগ্রহ করেছি সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।









My Twitter Link
https://x.com/aburihan2017/status/1977033125936128410
https://x.com/aburihan2017/status/1977763730873311666?t=3lOFvl86x5AJIuuclt8brw&s=19