মোবাইল কেনার উদ্দেশ্য আমরা একটু বাহিরে হলাম।

in আমার বাংলা ব্লগlast month

বেশ কিছুদিন যাবত অনেক অসুস্থ ছিলাম যার কারণে বাহিরে ততটা বেশি বাহির হয় না কারণ শরীর ভালো না থাকলে কোন কিছু ভালো লাগে না ঠিক এমত অবস্থায় আমার এক সহকর্মী আমাকে বলে উঠলো আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে একটি মোবাইল কেনার জন্য বাহিরে যাওয়া লাগতো বেশ কিছুদিন যাবো তুমি তো বাহির হও না চলো আমাদের সাথে একটু বাহিরের পরিবেশ দেখলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে।

1000502106.jpg

সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করে সবাই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আবার আমি আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লক নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

আপনি একাকীত্ব সময় অতিক্রম করছেন মনের কাছে কোন কিছু ভালো লাগছে না যদি পারেন প্রাকৃতির মাঝে বা একটু ভ্রমণের স্বাদ গ্রহণ করেন অবশ্যই আপনার মন শরীর সবকিছু ভালো হয়ে যাবে এটা আমার কথা না ভালো হলো চিকিৎসাবিদদের কথা।

1000486843.jpg

1000486836.jpg

1000486833.jpg

Uploading image #5...

1000486841.jpg

1000486842.jpg

আমাদের ভ্রমণ বলতে তেমন কিছু নাই হয়তোবা খুবই ইমার্জেন্সি বা গুরুতর কোন প্রয়োজন ছাড়া আমরা ততটা বেশি বাহিরে যায় না অনেক মানুষ পরবাসে থাকার পরও হয়তোবা তাদের জীবনটাকে তারা অনেক বেশি উপভোগ করছে কিন্তু আমরা সেই ধরনের না আমরা বেশিরভাগ সময় কাজের ভিতরে থাকার চেষ্টা করি এবং কাজ বাদে রুমে বসে থাকতে ভালো লাগে কারণ যত বেশি বাহিরে যাব তত বেশি অর্থ অপচয় হবে শুধু কি তাই বিভিন্ন সমস্যার সম্মুখেও হতে হয় এজন্য আমরা এখন ততটা বেশি বাহিরে যায় না।

যাই হোক যে কথা সেই কাজ আমরা মোবাইল কেনার উদ্দেশ্য বাহিরে যাই এবং এ জায়গার সবথেকে বড় শপিং মল বা শপিং সেন্টার সেখানে যায় কারণ সেখানে বিভিন্ন ধরনের মোবাইলের শোরুম আছে আমি আগে প্রথমে জিজ্ঞেস করি তোমার বাজেট কেমন আছে এবং কি কোম্পানির মোবাইল কিনতে চাও সে আমাকে বলে oppo কোম্পানির মোবাইল হলে ভালো হয় কারন আমি দীর্ঘদিন যাবত oppo কোম্পানির মোবাইল ব্যবহার করছি এবং অনেক ভালো সার্ভিস দিয়ে এসেছে সে এটা দেখার পরে বলে আমিও এই কোম্পানির মোবাইল কিনতে চাই।

আমরা তিনজন একত্রিতভাবে এবং আরো একটি বাংলাদেশের ড্রাইভার সাথে নিয়ে গিয়েছিলাম সে মোটামুটি মোবাইল সম্পর্ক ভালো বলে এবং সেই শপিংমল সম্পর্ক ভালো ধারণা রাখে যাওয়ার পরে আমরা আমাদের পছন্দ সহিত মোবাইল কেনার পর চলে আসি।

আসলে মোবাইল এতটা প্রয়োজনীয় হয়ে উঠেছে একদিন যদি নষ্ট হয়ে যায় বা কাছে না থাকে যেন নিজেকে অনেক একাকীত্ব লাগে এজন্য এখন বর্তমান জমানায় মোবাইল কম্পিউটার এবং আরো বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তির যন্ত্রপাতি ছাড়া আমাদের জীবন যেন অচল হয়ে উঠেছে।

যাইহোক বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Sort:  
 last month 

1000502107.jpg

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin