বর্তমানে মালয়েশিয়ায় আবস্তা খুবই খারাপ
সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি।

বন্ধুরা আজ আবার আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে হাজারবার চেষ্টা করছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখান থেকে তিন দিন আগে আমি মেডিকেল করে এসেছি।

[SteemX Image #3](Loading... 100%)
যাদের পাসপোর্ট বা ভিসা আছে তারা অনেকে হয়তো জানেন ভিসা প্রসেসিং এর জন্য মেডিকেলের প্রয়োজন হয় আগে আমাদের তিন বছরে একবার মেডিকেল করা লাগতো কিন্তু এখন প্রতিবছর মেডিকেল করা লাগে। আমি গত ১০ বছরে একবারও মেডিকেল করি নাই সব ক্রয় করে নিয়েছিলাম কারণ আমার ইনজেকশন এর প্রতি ভয় ছিল ইনজেকশন দেখলেই আমার কেমন জানি ভয় ভয় লাগত।
কিন্তু এখন বর্তমানে মালয়েশিয়ায় নিয়ম তৈরি করে দিয়েছে মেডিকেল ক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ যাই হোক আমি যেইদিন মেডিকেলে গিয়েছিলাম ঐদিন রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনো পর্যন্ত বৃষ্টি ধরণ নাই বর্তমানে এখন মালয়েশিয়া বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে।
মালয়েশিয়ায় কিন্তু এখান থেকে চার বছর আগে একবার বন্যা হয়েছিল তবে এর আগে কখনো এরকম দেখা যায় নাই কিন্তু এখন একটু বৃষ্টি বৃদ্ধি হলেই যেন মনে হয় বন্যায় ভেসে যাচ্ছে আসলে কোথায় কি সমস্যা সৃষ্টি কর্তা সেই জানে। মেডিকেলের জন্য আমার এপারমেন্ট নেওয়া ছিল এজন্য সকালবেলা আমি মেডিকেলের উদ্দেশ্য চলে যায় মনে করছিলাম হয়তো বা কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর থেমে যাবে কারণ এরকম বৃষ্টি এর আগেও হয়েছে এবং হয়।

কিন্তু দুপুর একটা বেজে যায় আমার মেডিকেল করা শেষ হয়ে গেছে তখনও দেখে বৃষ্টির ধরন কোন পরিবর্তন নাই তখন আমি কিছুটা বুঝতে পারি যে অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে কারণ মালয়েশিয়ায় প্রায় ১২ বছর অতিক্রম করলাম কিছুটা হলেও তো ধারণা আছে।
আসার পথে রাস্তায় দেখি গাড়ি ঘোড়া বা অনেক যানজট শুরু হয়ে গেছে রাস্তার উপর পানি উঠে আসছে তখন আমি ড্রাইভারকে বললাম বেশি জোরে দাড়ি চালানোর কোন প্রয়োজন নেই ধীরে ধীরে এবং নির্দিষ্ট সাইড দিয়ে গাড়ি চালাতে থাকেন সৃষ্টিকর্তার অসমতা ভালোভাবে রুমে এসে পৌঁছে ছিলাম। হয়তোবা যদি ঐদিন নির্দিষ্ট সময়তে যদি রুমে এসে পৌঁছাতে না পারতাম তাহলে কি হতো কেনা সেটা সৃষ্টিকর্তা সেই ভালো জানে কিন্তু সেই এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে।
আসলে কখন কি হবে এটা কিন্তু কেউ বলতে পারে না অনেকে হয়তো জানেন মালেএশিয়ার শাহ আলম এলাকায় প্রচুর পরিমাণে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে আর আমিও কিন্তু সেই জায়গায় মেডিকেল করতে গিয়েছিলাম হয়তো বা সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ভালোভাবে রুমে এসে পৌঁছাতে পেরেছি তবে আমি সকলের প্রতি অনুরোধ করব সবাই সচেতন থাকবেন সুরক্ষিত জায়গায় থাকার চেষ্টা করবেন কারণ বৃষ্টি কখন কি রূপ ধারণ করবে কেউ বলতে পারে না।
আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
My Twitter Link
https://x.com/AbuRiha123/status/1994300889331585347?s=20