কিছু কৃত্রিম ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 months ago

বর্তমান সময়ে আসল নকল চেনা বড় দায় আমরা এমন একটা যুগে এসে বসবাস করছি যে সবকিছু কৃত্রিম তৈরি করা সম্ভব হয়ে উঠেছে সেখানে আসল বা নকল পরিচর্যা পাচ্ছি না খুবই কষ্টকর।

1000476285.jpg

সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজ আবার আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লক নিয়ে হাজির হব চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

মানুষ এখন এতটা সুন্দর ভাবে কৃত্রিম জিনিস তৈরি করে রাখছে যেটা চেনা বড় দায়ী করে আপনি ধরতেই পারবেন না যে এটা আসল নাকি নকল আমি একটি রুমে কাজে গিয়েছিলাম রুমের সামনে দেখলাম যে অনেকগুলো ফুল গাছ যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগে যায় আমি প্রথমে বুঝতে পারি নাই যে এটা আসলে তৈরি করা বা কৃত্রিম।

1000471195.jpg

একটু দূর থেকে কোন ভাবে বোঝার মতো পরিবেশ ছিল না যখন কাছে গিয়ে ফটোগ্রাফি করার জন্য প্রস্তুত নিয়েছে তখন দেখি যে না আসলে এটা আসল না এটা কৃত্রিম মানুষের তৈরি কৃত। তারপরও চিন্তা করলাম যে না কিছু ফটোগ্রাফি ধারণ করে কারণ খুবই সুন্দর দেখা যাচ্ছিল এবং ফটোগ্রাফিতে আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে।

পৃথিবীর এই ভিড়ের ভেতর বোঝা বড় দায় প্রাকৃতিক জিনিসও এত সুন্দর ভাবে কৃত্রিম করে তৈরি করে রেখেছে উপরে দেখে বোঝার ক্ষমতা নেই যে না এটা প্রাকৃতিক সৌন্দর্য না এটা কৃত্তিম সৌন্দর্য। তবে হয়তোবা তার মনের আশা পূরণ করার জন্য সে এমন ধরনের জিনিস তৈরি করে রেখেছে বা তার মনের ভেতরে কিছুটা হলেও প্রাকৃতির প্রতি ভালোবাসা আছে তা না হলে কেনই বাসে টাকা খরচ করে স্থাপন করে রাখবে।

1000471194.jpg

1000471197.jpg

1000471196.jpg

1000471193.jpg

আমি দীর্ঘদিন যাবত বাহিরে কাজে যাওয়ার সুযোগ পাচ্ছে না তবে মাঝেমধ্যে যখনই বাহিরে কাজের জন্য যায় চেষ্টা করে ভালো কিছু ফটোগ্রাফি সংগ্রহ করা এবং সেগুলো আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য এর জন্য এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

প্রাকৃতিক সৌন্দর্য সবাই ভালোবাসে আমি নিজেও প্রাকৃতিক কে মন থেকে ভালবাসি তবে এটাও কিন্তু প্রাকৃতিক থেকে কোন অংশে কম ছিল না সাধারণভাবে ফটোগ্রাফিতে দেখে হুব করে কেউ বুঝতে পারবে না যে এটা প্রাকৃতিক সৌন্দর্য না এটা কৃত্রিম সৌন্দর্য।।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 2 months ago 
 2 months ago 

1000476317.jpg