"আমার বাংলা ব্লগের" ইউজার @maksudakawsar আপুর সাথে কিছু সময় অতিবাহিত করলাম।

in আমার বাংলা ব্লগlast month


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৯ ই নভেম্বর, রবিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000238892.jpg

Pixabay




আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকদিন হলো জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করা হয় না। আমি সাধারণত ভ্রমণ পোস্ট সবথেকে বেশি শেয়ার করে থাকি। শুধু যে, ভ্রমণ পর শেয়ার করি তা নয় ভ্রমণ পোস্টের পাশাপাশি ফটোগ্রাফি পোস্টগুলো শেয়ার করি। আসলে ভ্রমণ এবং ফটোগ্রাফির উপর আমার পোস্ট করতে ভীষণ ভালো লাগে। অনেকদিন পরে আজকে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ইউজার @maksudakawasr আপুর সাথে আজকে দেখা হয়েছিল এবং আমরা অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।



আপনারা হয়তো অনেকেই জানেন যে, আমার বাংলা ব্লকের ভেরিফাইড ইউজার @maksudakawsar আপু ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে কর্মরত রয়েছে। গত বছরে যখন আমার ডান হাতের আঙ্গুলে একটা সমস্যা হয়েছিল সেজন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমি ডাক্তার দেখায় এসে আমার বাংলা ব্লগে পোস্ট শেয়ার করেছিলাম। তারপর সেই পোস্ট দেখে আপু আমাকে মেসেজ করেছিলে এবং ফোন দিয়ে কথা বলেছিল।

আপু যে সেখানে কর্মরত আছে তখন জানতে পেরেছিলাম। তারপর থেকে আর কখনো হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যাওয়া হয়নি। গত ২-৩ দিন ধরে "আমার বাংলা ব্লগের" অনেক পুরনো ইউজার আমার বন্ধু রাহুল হাই ব্লাড প্রেসার এর জন্য একটু অসুস্থতা বোধ করছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে, বন্ধু রাহুলের রেফারেন্সে আমি আমার বাংলা ব্লগে জয়েন করেছিলাম। আর সেজন্য আমি আমার বন্ধুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো।

যাইহোক বন্ধুরা অসুস্থতার কথা জানতে পেরে আমি আর সুমন ভাই সাজেস্ট করলাম যে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে। সুমন ভাই অবশ্য জানতো যে, আপু এখানে জব করে। তারপর আমি ভাইকে বললাম যে, তাহলে আপুকে ফোন করি আর বিস্তারিত ঘটনা বলি। তখন আমি আপুকে ফোন করে বন্ধু রাহুলের অসুস্থতা সম্পর্কে বললাম। আপু আমাদেরকে বলল যে, আগামী কালকে অর্থাৎ আজকে সকাল ৯ টার পরে আসতে।

আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার বন্ধু রাহুল বাইক নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ গিয়ছ আপুকে ফোন করলাম। তারপর আপু আমাদেরকে রিসিভ করে তার অফিস রুমে নিয়ে গেল। আমার বাংলা ব্লগে কাজ করার সুবাদে আপুর সাথে অনেক দিনের পরিচয় যদিও দেখা এবারই প্রথমবার। আপু আমাদেরকে সকালে চা নাস্তা করালো তারপর আমাদেরকে নিয়ে ডাক্তারের কাছে গেল।

বন্ধুরা রাহুলের জন্য প্রথমে একটা মেডিসিনের ডাক্তার দেখানো হলো কিন্তু আপুর মন মত না হওয়াতে আপু আরও একজন ডাক্তারকে দেখালো। আমাদের উপর আপুর কেয়ারনেসটা সত্যিই অসাধারণ ছিল। তারপর ডাক্তার কয়েকটা টেস্ট দিল তখন আপু নিজেই আমাদেরকে সাথে নিয়ে সরকারিভাবে টেস্টের জন্য স্যাম্পল রুমে নিয়ে গেল। যেহেতু ব্লাড প্রেসার বেশি তাই বেশ কয়েকটা রক্তের টেস্ট দিয়েছিল।

রক্তের টেস্টের স্যাম্পল গুলো দেয়ার পরে আপু বলল যে, আগামীকালকে রিপোর্ট দেবে আপনারা আবার আগামী পরশুদিন ডাক্তার দেখাতে আসবেন। আপু অবশ্য আগামীকালকে রিপোর্টগুলো নিজের কাছে নিয়ে রাখবে। এখন আমরা আবার পরশুদিন ডাক্তার দেখাতে যাবো। ডাক্তার দেখানো শেষ করে আমরা আবার আপুর অফিসে গেলাম। আপু আমাদেরকে সকালের নাস্তা করালো। তারপর অনেকটা সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বললাম। সত্যি বলতে আপুর সাথে কাটানো সময়টা অনেক চমৎকার ছিল।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৯ ই নভেম্বর ২০২৫ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif