শৈশবের ফেলে আসা দিনগুলির স্মৃতি - ছেলেবেলার আনন্দ বউচি খেলা

in আমার বাংলা ব্লগ13 hours ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় ও সহযাত্রী সকল ভাই ও বোনেরা। আশা করি সবাই অনেক ভালো আছেন।আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সবার অতি নিকটে। ফেলে আশা অনেক স্মৃতির মাঝ থেকে কিছু স্মৃতি নিয়ে। আমাদের চলার পথে জীবনে সুখ দুঃখ কতো স্মৃতি জড়িয়ে আছে।সেই শৈশব থেকে শুরু করে মৃতুর আগ পর্যন্ত স্মৃতিগুলো যেন চোখে ও মনের মনি কোঠায় ভেসে বেড়ায়। আর তার মধ্যে জীবনে এমন অনেক ঘটনা থাকে যা কখনও ভোলা যায় না। যাইহোক আজ কয়েকদিন ধরে একটু শীত শীত ভাব মনে হচ্ছে। আর এমন অবস্থা দেখে ছেলেবেলার শীত কে ঘিরে অনেক স্মৃতি মনে পরে গেল। আসলে শীত কে ঘিরে আমাদের সবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর সেই থেকে আমারও কিছু স্মৃতি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলুন পড়ে আসি আজ আমার শৈশবের শীতকালের কিছু কথা শেয়ার করি।


image.png

প্রতিটি মানুষের জীবনে ছেলেবেলা হলো একটি স্বর্ণযুগ। আমরা কেউ কিন্তু আমাদের ছেলেবেলাকে ভুলতে পারি না।জীবনের প্রতিটি পদে পদে আমাদের কাছে আমাদের ছেলেবেলা ধরা দেয় স্মৃতি হয়ে। ছেলেবেলার সেই আনন্দঘন দিনগুলো আমাদের জীবনে মাঝে মাঝে মধুর স্মৃতি বিলিয়ে দেয়। নিয়ে যায় সেই শৈশবের কিছু সুন্দর মূহূর্তে। যেখান থেকে ফিরে আসাটাই বেশ মুশকিল। তবুও আমরা ফিরে আসি। আমাদের কে ফিরে আসতে হয়। তাই তো আজ আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার সেই ছেলেবেলার আরও কিছু স্মৃতি ভাগাভাগি করে নেওয়ার জন্য।

ছেলেবেলার খেলার মাঝে বউচি ছিল আমার সবচেয়ে প্রিয় এবং জনপ্রিয় খেলা। যেহেতু সরকারী কোয়াটারে থাকতাম তাই সেখানে দিনগুলো বেশ মজার ছিল। আর মজার দিন গুলোতে শৈশবে আমরা নান রকমের খেলা খেলতাম। এই যেমন গোল্লাছোট, কুতকুত আর কত রকমের খেলা যে আমরা খেলতাম তার কোন হিসাব নেই। খেলতে খেলতে হাপিয়ে যেতাম। আর তো মাঝে মাঝে মারামারি লেগে যেতাম খেলা নিয়ে। কত যে মজা আর আনন্দের দিন ছিল সেই দিনগুলো।

বিশেষ করে বউচি খেলা। যে খেলাটা ছিল বেশ আনন্দের। খেলতাম আর মাঝে মাঝে চুরি করতাম। আমরা দুই দলে বিভক্ত হয়ে খেলাটি খেলতাম। প্রতি দলে থাকতো ৫-৬ জন করে। যার মধ্যে একজন কে বউ বানিয়ে দাড়ঁ করিয়ে রাখা হতো। আর অপজিট দলের সবাই একেঁ একেঁ এসে বউ কে ছুঁতে হতো। কোন কোন সময় বউ কে ছু দিয়ে নিয়ে যেত। আর যে দল বউ কে নিয়ে যেতে পারতো তারাই গেইনার হতো।

আর যারা কিনা বউ কে ছুতে এসে নিজেরাই ধরা খেত তারা হেরে যেত। ঐ যে চুরির কথা বললাম সেটা হলো এখানে দম নেওয়ার কথা ছিল। মানে যারা নাকি বউ কে ছুতে আসতো তারা জোরে জোরে দম নিয়ে কোন একটি সুরে সুরে বউ কে ধরতে চাইতো। যদি দম ছেড়ে দিত তাহলে সে ডিসকলিফাইড হতো। তো আমি আবার চুরি করে দম ছাড়তাম আর দম নিতাম। কেউ বুঝতে পারতো না। হি হি হি। আর এমন করে এই খেলাটি আমরা খেলতাম। আর ছেলেবেলার বউচি খেলার এই স্মৃতিগুলো আজও আমাদের মনে বাজে।

জানিনা কেমন লাগলো আমার আজকের টপিকটি। আশা করি আপনাদের কাছে আজকের পোষ্টটি বেশ ভালা লাগলো। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন।

আশা করি আমার আজকের পোস্টটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ আর নয়। আল্লাহ্ হাফেজ। ভালো থাকবেন সবাই।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png