জ্ঞান কে কখনও ছোট করে দেখতে নেই
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো " খুব কাছের মানুষগুলোই একসময়ে রং বদলে স্বার্থপর হয়ে উঠে।"

আমাদের জীবনে এমন অনেক সময় আসে, যখন আমরা ভাবি, কোন একটি বিষয়ে জানলে কী হয় আর না জানলেই বা কি হবে? আবার হয়তো ভাবী যে অন্যরা শুধু বইপত্র পড়ে বইয়ের জ্ঞান নিয়েই চলছে, কিন্তু বাস্তবতা নিয়ে তাদের তেমন কোন জ্ঞানই নেই। আর এই ধরনের চিন্তা আমাদের সমাজে খুবই সাধারণ। কিন্তু সত্যি কথা হলো, জ্ঞান কে কখনোই ছোট করে দেখা উচিত নয়। হউক না সেটা পুথিঁগত বা বাস্তববাদী। কারণ জ্ঞানই মানুষকে মানুষ করে তোলে, গড়ে তোলে চরিত্র, উন্নয়ন করে সমাজ, এবং খোলে নতুন সম্ভাবনার দরজা।
জ্ঞান মানে কেবল বই পড়া নয়। জ্ঞান মানে হলো জানার ইচ্ছা, শেখার আকাঙ্ক্ষা, এবং সেই শেখা কাজে লাগানোর দক্ষতা। কেউ হয়তো পিএইচডি ডিগ্রিধারী, আবার কেউ হয়তো চাষবাস জানে। দুজনের জ্ঞানই মূল্যবান। কিন্তু একে অন্যের চেয়ে কম নয়। জ্ঞানকে অবহেলা করা মানে নিজেকে পিছিয়ে রাখা। অনেকেই ভাবে, জানা না জানার কী আসে যায়? কিন্তু এই ভাবনাই মানুষকে অন্ধকারে রাখে। যারা শেখে না, তারা সময়ের সাথে তাল মেলাতে পারে না। সমাজের অগ্রগতিতে পিছিয়ে পড়ে। সবচেয়ে বড় কথা আমরা যা জানি, তা-ই আমাদের শক্তি। আর যা জানি না, তা-ই আমাদের দুর্বলতা।
জ্ঞান আমাদেরকে ভাবতে শেখায়। যখন আমরা কিছু জানি, তখন আমরা প্রশ্ন তুলতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, নিজে ভাবতে পারি। অন্ধবিশ্বাসে ভাসি না। জ্ঞান আমাদের শেখায় সমস্যাকে বিশ্লেষণ করে সমাধান খুঁজে বের করতে। জ্ঞান ছাড়া সমাধান কল্পনা করাও কঠিন। জ্ঞান মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। সমাজে যারা বড় পরিবর্তন এনেছেন, তারা সবসময়ই ছিলেন জ্ঞানে সমৃদ্ধ। তাঁরা জানতেন, বুঝতেন এবং সাহসী সিদ্ধান্ত নিতে পারতেন।
যে মানুষ মনে করে “আমি সব জানি”, সে আসলে কিছুই শেখে না। জ্ঞানী মানুষ কখনোই অহংকার করে না। বরং সে জানে, শেখার কোনো শেষ নেই। প্রতিদিন নতুন কিছু শেখা যায় — ছোটদের কাছ থেকেও। বৃদ্ধদের কাছ থেকেও, এমনকি জীবনের কঠিন সময় থেকেও। মনে রাখতে হবে নম্রতা না থাকলে শেখা থেমে যায়। আর শেখা থেমে গেলেই জীবন থেমে যায়।
অনেকেই ভাবে যে বেশী জ্ঞানে লাভ কি? কিন্তু এসব মানুষ জানেই না যে এমন চিন্তা ধারাগুলো একেবারেই ভুল। সময় বদলায়, কিন্তু জ্ঞান তার গুরুত্ব কখনো হারায় না। নতুন পরিস্থিতিতে পুরনো জ্ঞান নতুন আলো দেয়। আর প্রতিদিন নতুন কিছু শেখা মানেই নিজেকে আরও উন্নত করা।মনে রাখতে হবে,জ্ঞান মানেই আলো, সম্ভাবনার, প্রগতি। তাই জ্ঞান কে কখনও তুচ্ছ ভাবা চলবে না। যে মানুষ শেখে, সে জীবনে এগোয়। আর যে শেখা বন্ধ করে দেয়, সে থেমে যায়। আমরা যদি একটি সুন্দর সমাজ চাই, তাহলে আমাদের প্রয়োজন শেখার আগ্রহ, অন্যের জ্ঞানকে সম্মান, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে শেখার মানসিকতা। “জ্ঞান অর্জন করলে সম্পদ বাড়ে না, কিন্তু মানুষ বড় হয়। আর বড় মানুষই গড়ে তোলে বড় সমাজ।”
বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের লেখাগুলো? আশা করবো প্রতিদিনের মত করে আজও আপনারা আমার লেখা পড়ে মুগ্ধ হয়েছেন। আশা করবো মন্তব্যের মাধ্যমে জানাবেন।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
