জেনারেল রাইটিং:-হৃদয়ের চাপা কান্না গুলো হৃদয়েই থেকে যায়
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

মানুষ সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষের মাঝে রয়েছে মানবতা। সেই সাথে রয়েছে আবেগ আর অনুভূতি। সেই আবেগ আর অনুভূতিগুলো কিন্তু মানুষের নিজের একান্ত। প্রতিটি মানুষের মাঝেই আছে নিজের কিছু একান্ত কথা বা কিছু একান্ত অনুভূতি। যা কিনা কাউকেই দেখানো বা বুঝানো যায় না। বা বলার মত এমন কোন বিশ্বস্থ বন্ধুও পায় না। এর কারন হলো নিজের ভিতরের ভয়। কারন পাছে মানুষটি অন্যদের কাছে ছোট হয়ে যায়।
আর এমন কিছু কারনেই আমাদের চারপাশের কিছু মানুষ তাদের ভিতরে লুকিয়ে থাকা হতাশা দুঃখ আর বেদনা কে সাথে করে নিয়েই পার করে দেয় বছরের পর বছর। হয়তো সেই দুঃখ আর বেদনা এক সময় কোথাও না কোথাও ঝড়ে পড়ে বৃষ্টি হয়ে, আর নয়তো বা রাতের আধাঁরে হারিয়ে যায় চিরদিনের মত করে। আর সেই অসহায় মানুষটি পৃথিবীর বুকে রয়ে যায় একজন সুখী মানুষ হয়ে।
নিজের ভিতরে দুঃখকে সঙ্গী করে যারা চলতে পারে আমার মতে তারা মহান। কারন এমন মানুষগুলো নিজের কষ্ট কে কারও কাছে বিক্রি করে না। আবার কারও কাছে নিজেকে ছোটও করে না। নিজের মাঝের কষ্ট গুলো কে নিয়ে সুন্দর একটি ঘর সাজিয়ে থেকে যায় দিনের পর দিন। পৃথিবীর কেউ বুঝতেও পারে না তাদের বুকের ভিতরে কতটা কষ্ট আর কতটাই বা না বলা কথা। বুঝতে পারে না এমন মানুষগুলো চিরটা কাল হাসির ভিতরে কষ্ট নিয়ে বয়ে বেড়ায় দিনের পর দিন।
ভালো থাকুক এমন কষ্ট বয়ে নিয়ে চলা মানুষগুলো দিনের পর দিন। মুছে যাক তাদের ভিতরের হাজারও ক্লান্তি আর বেদনার অবসাদ। পৃথিবী তাদের এমন কষ্ট গুলো কে একটি সুখের স্বর্গ তৈরি করে দিয়ে তাদের মনের ভিতরে নিয়ে আসুক আনন্দের বারতা এমন টাই আশা ।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



