মনে আকাঁ প্রতিচ্ছবির মতই rex-sumon ভাই
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।
প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
.png)
বেশ আগের কথা। আমি তখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন ইউজার। তখনও ভেরিফাইড হয়নি। অফিস থেকে বাসায় ফিরছি। হঠাৎ স্টিমিটে ঢুকলাম। দেখলাম আমাকে সাময়িকভাবে মাটাড করা হয়েছে। সঙ্গে সঙ্গে ডিসকোড চ্যানেলে যেয়ে টিকেট কাটলাম। আমাকে কিছু সময় অপেক্ষা করতে বলা হলো । কিছু সময় পর এডমিন প্যানেল হতে একজন আসলো যার নাম @rex-sumon । উনি আমাকে আমার সমস্যা জানিয়ে দিল। আমি বেশ সুন্দর করে ক্ষমা চেয়ে নিলাম। এবং এ ও প্রতীজ্ঞা করলাম যে আগামী আমার দ্বারা এমন অপরাধ আর হবে না।

এই যে আমি সংশোধন হলাম আর এমন ভুল আমার দ্বারা হলো না। কিন্তু সেই থেকে আমি rex-sumon ভাই কে একটু ভয়ই পেতাম। কখন আবার কোন পোস্টে কপি রাইট ক্লেম করে বসে। বললে ভুল হবে না আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন এবং মডারেটর দের কে বেশ ভয় পেতাম। একদম স্কুলের শিক্ষকদের মত করে। কখন যে কোন ভুল ধরে বসে আল্লাহ্ জানেন। যাই হোক এমন করেই সময় চলে যেতে লাগলো । ধীরে ধীরে আমার বাংলা ব্লগ হয়ে উঠলো একটি ভালোবাসার জায়গা। আমার কাছে মনে হতে লাগলো যেন প্রতিটি ইউজার,এডমিন আর মডারেটর সবাই বেশ আপন।

এরই মধ্যে rex-sumon ভাই এর সাথে কোন এক ভাবে যোগাযোগ হয়ে গেল। তাও আবার আমার বাংলা ব্লগ যখন ভাঙ্গনের দ্বার প্রান্তে। ভাইয়া প্রায় বলে ঢাকায় আসলে দেখা করবে। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম। এমন একজন বড় মানুষের সাথে সামনা সামনি দেখা। ভিতরে ভিতরে বেশ ভয় কাজ করছিল। তবে ভেবেছিলাম প্রিয় এডমিন ভাইয়ের সাথে দেখাটা হবে একটু অন্য ভাবে। হয়তো আমার বাসায় মেহমান হয়ে, বা কোন রেস্টুরেন্টে। কিন্তু ভাগ্য বলে কথা। এমন একজন বড় মাপের মানুষের সাথে আমার দেখা হলো, তাও আমার অফিসে।

মানে rex-sumon ভাইয়ের ছোট ভাই শাওন বেশ কিছুদিন যাবৎ অসুস্থ্য ছিল। ডাক্তার দেখিয়েও কোন কাজ হচিছলো না। একদিন ভাইয়া ফোন করে বললো ঢাকায় আসবে আমার অফিসে ডাক্তার দেখাতে। যদিও বেশ কিছুদিন ব্যস্ততার পর একটু ছুটি নিয়েছিলাম অফিস থেকে , কিন্তু rex-sumon ভাইয়ের ফোন পেয়েই ছুটি ক্যান্সেল করে দিলাম। শত হলেও এডমিন বলে কথা। অতঃপর অপেক্ষা আর দেখা। একটি কথা না বললেই নয়। আমরা সবাই কিন্তু কেউ কাউ কে চিনিনা। তবে আমাদের মনের মাঝে ভাচুয়াল পরিচিত মানুষগুলোর জন্য কল্পনায় প্রতিচ্ছবি আকাঁ থাকে। ঠিক তেমনি ছিল সুমন ভাইয়ের জন্য আমার মনে। বেশ অবাক করা বিষয় হলো ভাইয়াকে সামনা সামনি দেখে কিন্তু আমি হতবাক। আমার কল্পনার মতই ছিল বড় ভাই।

পরপর দু দিনই দেখা হলো মানে শাওন কে দু বার ডাক্তার দেখানো হলো। আর দু দিনই আমরা ডাক্তার দেখানোর পর কিছু খেতে গেলাম। শেখানো কিন্তু ভাইয়া শিক্ষক আর ছাত্রীর মত করলো। মানে আমাদের বুদ্ধিমান rex-sumon ভাই প্রতিবারই বিকাশের দুহাই দিয়ে বিল পরিশোধ করে দিলো। আমি বার বার চেষ্টা করেও কিন্তু ভাইয়ার আগে বিল দিতে পারলাম না। কিন্তু মনের মাঝে সেই অতৃপ্ত বাসনা রয়েই গেল যে ভাইয়াকে ট্রিট দিবো। কত রকমের খাবার যে ভাইয়া সেদিন আমাদের জন্য নিয়েছিল সেটা আপনারা দেখলেই বুঝবেন। অবশ্য সেই সময়টাকে আরও আনন্দে ভরে দিয়েছিল দুই পিচ্চি ভাই @aongkon ও @rahul । তাদের দুষ্টামীতে সেই সময়টুকু হয়ে উঠেছিল আনন্দঘন।
সব মিলিয়ে rex-sumon ভাই একজন প্রানোবন্ত মানুষ। সেই সাথে মনের দিক থেকে একজন সাদা মনের মানুষ। একজন এডমিন হওয়ার পরও তার ব্যবহারে আমি মুগ্ধ। আমার মত এমন ক্ষদ্র একজন মানুষ যে এত বড়মাপের মানুষের সানিধ্যে যেতে পেরেছে সেটাই বা কম কিসে। ধন্যবাদ ভাইয়া আপনার শিশু সুলভ ব্যবহারে আমি মুগ্ধ। এমন করেই সাদা মনের মানুষ হয়ে থাকবেন চিরজীবন।

যাই হোক আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা মানে আমাদের শ্রদ্বেয় @rme দাদা কিন্তু সত্যি আমাদের কে অনেক কিছু দিয়েছে। দিয়েছে কিছু ভালো মনের মানুষের সন্ধ্যান। যাদের সাথে কিছু সময় কথা বললেই হয়তো আনন্দে ভরে উঠে মন। তাই তো আজও আশায় মন বাধিঁ । হয়তো নতুন করে নতুন ভাবে আমরা সবাই আবার এক হবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



আপনার সাথে দেখা করে আমিও অনেক খুশি। ভিষণ ভালো মনের একজন মানুষ আপনি৷ আপনার সাথে সাক্ষাৎ করতে পেরে আমারো অনেক ভালো লেগেছে। আপনার সাথে যারা বাস্তবে দেখা করেছেন তারাই হয়তো আপনি কেমন সেটা বুঝতে পেরেছে। তাছাড়া আপনি আমার জন্য যতটুকু করেছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার মত সাদা মনের মানুষ এখন খুব কমই আছে।