জেনারেল রাইটিং-আসছে ছুটির ঘন্টা।

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আসছে ছুটির ঘন্টা এই টপিক নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


আসছে ছুটির ঘন্টা:


hourglass-1703330_1280.jpg

Source

ছুটির ঘন্টা নামটি বড়ই অদ্ভুত তাই না।আগে ছুটির ঘন্টার কথা শুনলে খুবই আনন্দ হতো।এখন এই নামটি শুনলেই বুক কেঁপে উঠে।কি যে একটা যন্ত্রণা দেয় এই শব্দটি এখন অথচ আগে এটির নাম শুনলেই আনন্দে নেচে উঠতাম। ভালো লাগতো স্কুলের ছুটির ঘন্টা বাজলে।কখন দৌড়ে ছুটে বাড়ি যাবো।সেই ছুটির ঘন্টা পড়ার সাথে সাথে।


এখন ভাবী জীবনে যদি ছুটির ঘন্টা না আসতো তাহলে খুব ভালো হতো।যত সময় যাচ্ছে ততই যেন ছুটির সময় সামনে আসছে।যখন বাসায় এসেছিলাম কি যে আনন্দ ছিল মনে তা বলে বুঝাইতে পারবো না।এখন সকলের থেকে যখনই ভাবছি দূরে চলে যাবো তখন ভীষণ কষ্ট হচ্ছে।কিছুই ভালো লাগে না তখন আর।


একেকটা দিন যাচ্ছে আর আমার থাকার সময় ফুরিয়ে আসছে।সবাইকে ছেড়ে যাওয়ার কথা মনে এলেই দুচোখ জুড়ে অশ্রু ঝড়ছে।কত ভালো সময় পার করেছি বাবা মা ও ভাই বোনদের সাথে। সবাই মিলে ভীষণ মজা করেছিলাম যে কয়েকটা দিন ছিলাম।খুব হইহুল্লোড় করে কেটেছিল সময় গুলো।


জীবনের সুন্দর সময় গুলো হয়তো এইভাবেই ফুরিয়ে যায়।আর স্মৃতি হয়ে যায় সব কিছু।এসেছিল সবাই পূজার ছুটিতে।কিন্তু ছুটি শেষে যেতে হবে সবাই কে। একে একে সবাই চলে যাবে নিজের স্থানে।থাকবে শুধু বাবা মা। কোনদিন আবার সবার সাথে দেখা হবে জানি না।তবে ছুটির ঘন্টা সামনে সময় বড্ড কম।যেতে হবে সবাইকে ছেড়ে।কষ্ট হবে জানি তবু যেতে হবে। তবে দ্রুত আনন্দের ছুটির ঘন্টা বাজুক সবার আবারও বাড়ি ফেরার এই প্রত্যাশা শুধু আমার।ভালো থেকো সবাই।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।