জেনারেল রাইটিং-ব্যস্ততার মধ্যে কাটালাম দুইদিন।

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


ব্যস্ততার মধ্যে কাটালাম দুইদিন:


woman-2609247_1280.jpg

Source


গত দুইদিন থেকে বেশ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছিলাম।যদিও ব্যস্ততা থাকার কথা ছিল না। হঠাৎ করেই ব্যস্ত হয়ে পড়ি। কারণ আমার ছোট বোন বাসা থেকে বেশ অনেকটা দূরে পড়াশোনা করতে গিয়েছে। তার বৃহস্পতিবারে আসার কথা ছিল। কিন্তু সে না আসায় আমার মেয়ে খুবই কান্না করছিল। তাই আমি এবং বড় বোন মনিরা আপু সেখানে যাওয়ার জন্য পরিকল্পনা করি।


যদিও সকাল অবদি কোন পরিকল্পনা ছিল না।দুপুরের দিকে সবকিছু ঠিক হয়।তাই বারোটার মধ্যে মেয়েকে নিয়ে রেডি হয়ে বের হয়ে যায় মনির আপুর বাসায় উদ্দেশ্যে।সেখান থেকে আমরা ট্রেনে করে কিছুটা পথ যাই।এরপর একটি অটো রিক্সা নিয়ে সোজা ছোট বোনের বাসায় যাই। যাওয়ার পর আমার মেয়ে তার মাম কে পেয়ে ভীষণ খুশি।সে তার মাম কে ভীষণ ভালোবাসে কিন্তু আমাকে পেলে তার আমাকেও প্রয়োজন হয় না।


আমার ছোট বোন তো আমার মেয়েকে বিয়ে খুবই আনন্দিত দুজনে একদম খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল একদম।ছোট বোন কে অনেকদিন পর দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল।এরপর আমরা একটু বাহিরে ঘুরতে যাই সন্ধ্যের দিকে।আমি মনিরা আপু,ছোট বোন, মেয়ে ও আমার মামাতো বোন সহ বাহিরে যায় একটু ঘুরাঘুরি করতে।বাহিরে গিয়ে সকলে মিলে পছন্দের ফুচকা খাই।আর ফুচকা মেয়েদের খুবই একটি পছন্দের খাবার যেটা থেকে লাভ সামলানো মুশকিল।


আমিতো ফুচকা দেখলে নিজেকে কখনোই সামলাতে পারি না। আমার খুবই পছন্দের একটি খাবার।শুধু যে আমার পছন্দ তা নয় আমি মনে করি প্রতিটা মেয়ের এটি একটি ভালোবাসা।এরপর রাতে খাওয়া-দাওয়া করে বাসায় আসি আমরা।পরের দিন সকালে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ি।এভাবে কেটে যায় দুটো দিন।ব্যস্ততা ও সময়ের অভাবে আপনাদের সাথে কোন পোস্ট শেয়ার করতে পারেনি।ব্যস্ততম দিনের অনুভূতিগুলো শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।