অনুগল্প- কল্পনার রাজ্যে||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। অনুগল্প লিখতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে অনুগল্প লিখি। আজ আমি চমৎকার একটি অনুগল্প সবার মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের অনুগল্প পড়ে নেওয়া যাক।

অনুগল্প:কল্পনার রাজ্যে


sunset-7762468_1280.jpg

source


গভীর ঘুম ভাঙ্গার পর নিস্তব্ধ হয়ে বসে আছে মোনালিসা। মোনালিসা খুব সুন্দর একটি স্বপ্ন দেখেছে। স্বপ্নে সে একজন মানুষকে ভালোবেসেছে। স্বপ্নের মাঝেই সে তার স্বপ্নের মানুষের সাথে ঘর বাধার স্বপ্ন দেখেছে। মোনালিসা অনেক ভালো মেয়ে। দেখতে শুনতে অনেক ভালো। এখন সে বড় হয়েছে। বাবা মায়ের চিন্তা বেড়েছে। তার জন্য ছেলে দেখা হচ্ছে। কিন্তু মোনালিসা মনের মতো কাউকে পাচ্ছে না।

মোনালিসার মন সেই স্বপ্নের মাঝে আটকে আছে। স্বপ্নে দেখা সেই মানুষটিকে সে খুজবে। খুঁজে পাওয়ার উপায় খুঁজতে থাকে। কিছুতেই তাকে ভুলতে পারেনা। মোনালিসা একদিন অবাক হয়ে যায় একটি ছেলেকে দেখে। সে দেখতে অনেকটাই তার স্বপ্ন দেখা প্রিয় মানুষটির মতো। মোনালিসা বুঝতে পারছিলোনা তার সাথে কি করে কথা বলবে। কারণ তার আর মোনালিসার মাঝে অনেক দূরত্ব। তার সাথে যোগাযোগ করার মাধ্যম ছিল না। শুধু একবার দেখেছিল মাত্র।

মোনালিসা মনে মনে সেই লোকটিকে আবারো খুঁজতে থাকে। সে ভিড়ের মাঝে লোকটিকে হারিয়ে ফেলেছিল ঠিকই কিন্তু তার চেহারাটা মনে রেখেছিল। কারণ সে ওই লোকের চেহারার মাঝে তার স্বপ্নে হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে মোনালিসার জন্য ছেলে দেখা শুরু হয়। মোনালিসা মন খারাপ করে থাকলেও অবশেষে বিয়ের জন্য রাজি হয়ে যায়। স্বপ্নের রাজ্য থেকে বেরিয়ে বাস্তবতায় ফিরে।

ধুমধাম করে মোনালিসার বিয়ে হয়ে যায়। বিয়েতে তার কোন আনন্দই ছিল না। কারণ সে যে মনে মনে সেই মানুষটিকে ভালোবাসতো। বিয়ের পর মোনালিসা তার স্বামীকে দেখে অবাক হয়ে যায়। কারণ সেই লোকটি ছিল তার কল্পনার রাজ্যের ভালোবাসার মানুষটির প্রতিচ্ছবি। যাকে সে এর আগে বাস্তবে দেখেছিল এবং কল্পনার সেই ভালোবাসার মানুষটির অস্তিত্ব খুঁজে পেয়েছিল। মোনালিসা নিজের কল্পনার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।