ভালোবাসার সাত রং |

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি অনুগল্প সবার মাঝে শেয়ার করব। অনেকদিন পর আজকে একটি গল্প লিখব। তো বন্ধুরা চলুন আজকের অনুগল্প পড়ে নেওয়া যাক।

ভালোবাসার সাত রং:

people-2565564_1280.jpg

source


সুস্মিতা আর সজীব দুজন দুজনের মুখোমুখি বসে গল্প করছে। সজীব মনে মনে ভাবছে এই মেয়েটির জন্য সে কত কিছুই না করেছে। অবশেষে তার ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছে। সজীব সুস্মিতাকে মনে মনে ভীষণ ভালোবাসতো। কিন্তু কখনো বলতে পারেনি। সুস্মিতা আর সজীব ছোটবেলা থেকেই ভালো বন্ধু ছিল। তাই তো ভালোবাসার কথা বলতে পারেনি।

বড় হওয়ার পর সেই বন্ধুত্ব টাই ভালোবাসায় রূপ নিয়েছে। তবে সেটা ছিল একতরফা ভালোবাসা। সজীব সুস্মিতাকে ভীষণ ভালোবাসত। কিন্তু সুস্মিতা সেভাবে কখনো কিছু প্রকাশ করেনি। একদিন হঠাৎ করে সজিব দেখলো সুস্মিতা একটি ছেলের সাথে মাঝে মাঝেই কথা বলে। ছেলেটি তাদের সিনিয়র। সুস্মিতার সাথে ছেলেটিকে মাঝে মাঝে ঘোরাফেরা করতে দেখা যায়। এই বিষয়টি সজীবের খুবই খারাপ লেগেছে।

সজিব সুস্মিতাকে বিভিন্নভাবে বোঝাতে লাগে সে তাকে পছন্দ করে। আর সে যেন ওই ছেলেটির সাথে কথা না বলে এজন্য অনুরোধ করে। কিন্তু সুস্মিতার মনে তেমন কিছু ছিল না। সে কিছু নোটস নেওয়ার জন্যই ওই ছেলেটির সাথে কথা বলতো। এর বেশি কিছু ছিল না। কিন্তু সজিব সুস্মিতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। সে ভেবেছিল হয়তো সে তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলবে।

অন্যদিকে সুস্মিতাও মনে মনে সজলকে ভালোবাসতো। সেও অপেক্ষা করছিল সজল যেন তাকে প্রপোজ করে। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটে। সজল সুস্মিতাকে প্রপোজ করে। এরপর দুজনের বাড়ির সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। অবশেষে ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। এখন দুজন দুজনের জীবনের ভালোবাসার রং খুঁজে পেয়েছে।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।