অনু-কবিতা: স্বরচিত একগুচ্ছ অনু-কবিতা
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
|---|
আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটি অনু কবিতা নিয়ে। এই ছোট ছোট পঙ্ক্তিগুলোতে আমি আমার ভেতরের কিছু ভাবনা, কিছু অনুভূতি ধরে রাখার চেষ্টা করেছি। জীবনের ছোট ছোট মুহূর্ত, প্রকৃতির রূপ, কিংবা মনের গভীরের কথা এই সবকিছুই যেন মুহূর্তের জন্য উঁকি দিয়ে যায় কবিতার ভাষায়। আশা করি এই ভাবনার ঝলকানি আপনাদেরও সামান্য হলেও স্পর্শ করবে।কবিতা লেখা আমার জন্য শুধুই মনের খেয়াল নয়, এটি অন্তরের ডাক। যখনই বিষণ্ণতা, আনন্দ বা কোনো তীব্র আবেগ আমাকে ছুঁয়ে যায়, তখনই কলমে মিশে যায় শব্দের রং। আজ তাই লিখে ফেললাম কিছু অনু কবিতা সংক্ষিপ্ত, কিন্তু গভীর।
লেখক আমি আবু বকর সিদ্দিক
অনু-কবিতা :১
হাওয়া ভোরে জেগে ওঠে
ফুলের গন্ধ মনে লুটে।
সূর্য হাসে পাহাড় চূড়ায়
তোমায় ভাবি নীরব মূর্ছনায়।
অনু-কবিতা :২
চাঁদের আলো জানালায়,
চুপচাপ ঢুকে তোমায় চায়।
মনটা আমায় ফিসফিস বলে
তুমি কাছে থাকো প্রতি কলে।
অনু-কবিতা :৩
বৃষ্টির ফোঁটা জানে কথা,
ভেজা রাস্তায় মেশে ব্যথা।
হেঁটে গেলে মনে পড়ে,
সেই দিনের হাসি ভেসে ঝরে।
অনু-কবিতা :৪
তারার নিচে বসে আমি,
হারাই ছোট ছোট নামি।
স্বপ্নেরা সব তোমায় চায়,
চেতনাহীন রাত্রি গায়।
অনু-কবিতা :৫
পাতা ঝরার শব্দগুলো,
নিয়ে আসে নীরব ভুলগুলো।
মনের কোণে জমে থাকা,
সব স্মৃতি আজ ছুঁয়ে দেখা।
এই অনু কবিতাগুলো হয়তো খুব ছোট, কিন্তু এদের প্রতিটির মধ্যে লুকিয়ে আছে একটি গল্প, একটি প্রশ্ন বা একটি নিষ্পাপ অনুভূতি। কবিতা লিখতে গেলে বড় হওয়ার দরকার নেই, দরকার শুধু মনের গভীরে ডুব দেওয়ার সাহস।এই অনু কবিতাগুলো রচনার সময় আমি অনুভব করেছি -কবিতা আসলে কোনো বিশেষণ নয়,এটি একটি ক্রিয়া,একটি শ্বাস-প্রশ্বাসের মতো প্রাকৃতিক প্রক্রিয়া।আপনিও চাইলে লিখে ফেলতে পারেন আপনার মনের কথা-একটি লাইন, দুটি লাইন,কিংবা শুধুই একটি শব্দ যা আপনাকে স্পর্শ করে গেছে।
"কবিতা হলো নিঃশব্দের ভাষা,
যে ভাষা সবাই বোঝে কিন্তু কেউ বলে না।"
আল্লাহ্ হাফেজ
| Device | Motorola g34 5g |
|---|---|
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness












X-promotion
আরে বাহ্, আপনি তো দেখছি অনেক সুন্দর করে বেশকিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা অনেক বেশি সুন্দর হয়েছে। এই ধরনের সুন্দর সুন্দর অনু কবিতা গুলো যতই পড়ি ততই ভালো লাগে। আপনি যদি এভাবে প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর অনু কবিতা লিখতে পারবেন।
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আজকের অনু কবিতাগুলো পড়ে খুব ভালো লাগলো।
ভালো লাগে অনু কবিতাগুলো পড়তে। আজকে আপনি খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। প্রতিটা অনু কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আর অনু কবিতা হচ্ছে এক একটা গল্প। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।