সঙ্গ দোষে লোহা ভাসে।

in আমার বাংলা ব্লগ15 days ago

image.png

image source

একটি প্রবাদ আমরা কম বেশি সবাই শুনেছি যে "সঙ্গ দোষে লোহা ভাসে" ।উক্তিটি কিন্তু সত্যি। কেননা , মানুষ যাদের সাথে চলে আস্তে আস্তে করে তাদের মতোই হতে শুরু করে। হোক সেটা ভালো অথবা খারাপ। সঙ্গ যদি খারাপ হয় তাহলে সেও আস্তে আস্তে খারাপ হতে থাকে আবার সঙ্গ যদি ভালো হয় তাহলে সেও দিন দিন সেই সঙ্গর মতো স্বভাব চরিত্র পেতে থাকে। আর এই উপরিউক্ত উক্তিটিতে এটাই বুঝানো হয়েছে , আমরা সবাই জানি যে লোহা কখনো পানিতে ভাসতে পারে না কিন্তু তার সঙ্গে যদি একটা কাঠ হয় অথবা এমন একটা পদার্থ হয় যেটা কিনা পানির মধ্যে ভেসে থাকতে পারে সেটা অবশ্যই সেই লোহাটিকে ভাসিয়ে রাখবে।

অর্থাৎ আমরা যদি মনে করি যে এটা ওর দ্বারা সম্ভব না কিন্তু ওর সঙ্গ বা ও যার সাথে চলা ফেরা করে তাদের জন্য সে সেই অসম্ভব কাজ তার জন্য করা সহজও হয়ে যেতে পারে। কেননা তার সঙ্গ তাকে উৎসাহিত করবে সেইসব কাজের মধ্যে জড়িয়ে যেতে যেগুলা তারা করে বেড়ায়। মানুষ আসলে তার আসে পাশের পরিবেশ দ্বারা অনেক ভাবে প্রভাবিত হয়। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের প্রতিটা মানুষই আমাদের জীবনেকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। তাই দেখেই আপনি যখন কোনো ধনী বা উদার মনের মানুষদের লেখা কোনো বই পড়বেন সেখানে উনারা আপনার সমাজ এবং সঙ্গ নিয়ে অবস্যই কথা বলবে।

আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম , সেখানে একটা খেলোয়াড় জীবনের কিছু গুরুত্বও পূর্ণ জিনিস আমাদের সামনে তুলে ধরা হয়েছিল। একজন বাস্কেটবল খেলোয়াড় তার ইউনিভার্সিটি লাইফএ একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলে। ইউনিভার্সিটি তে তাকে ২ টা চয়েস দেয়া হয়েছিল , সে যদি জুনিওরদেড় সাথে থাকে তাহলে সে পড়াশুনার পাশাপাশি বাস্কেটবল খেলতে পারবে আর যদি সে সিনিয়র প্লেয়ারদের সাথে থাকে তাহলে সে সেখানে খেলতে পারবে না। কিন্তু সেই মেয়েটি সিদ্ধান্ত নেয় সে সিনিয়র প্লেয়ারদেড় সাথেই থাকবে। কেননা সে জানতো , সে সিনিয়রদের সাথে না খেলতে পারলেও তাদের থেকে অনেক কিছু শিখতে পারবে যেটা সে জুনিয়রদের সাথে থেকে কোনোদিনও পারবে না।

তাই আমরা সব সময় চেষ্টা করবো যাতে আমাদের থেকে উন্নত মানুষদের সাথে চলা ফেরা করতে। যাতে আমরা উনাদের থেকে অনেক কিছু শিখতে পারি। এবং আমরা যাতে উন্নত মানসিকতার অধিকারী হতে পারি। আজকে এই পর্যন্তই , ধন্যবাদ আপনাদের সবাইকে।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 15 days ago 

খুবই সঠিক ও বাস্তবধর্মী একটি পোস্ট করেছেন আসলে এই কথাটি শত ভাগ সঠিক যে সংঘ দোষে লোহা ভাসে, কারন আমরা যে কাজই করি না কেন কাউকে অনুসরণ করি ।কোন ভাল কাজ করতে গেলে দেখি আমার থেকে এই কাজ কে ভালো করেছে তাকে অনুসরণ করি ,তাই আমাদের প্রতিটা মানুষের উচিত ভাল গুণসমৃদ্ধ মানুষকে অনুসরণ করা, এবং ভালো মনের মানুষ কে অনুসরণ করা। কারণ সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ ,সঙ্গ যদি ভালো হয় তাহলে সবকিছু ভালো হয়। আর সংঘ খারাপ হলে সর্বনাশী হয়। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

জ্ঞানীর সাথে চলাফেরা করলে কিন্তু কিছু না কিছু জ্ঞান অবশ্যই অর্জন করা যায়। আর যদি মূর্খের সাথে চলাফেরা করি,তাহলে কিন্তু কিছুই শিখতে পারবো না। বরং নিজে যতটুকু জানি,ততটুকু ভুলতে শুরু করবো। তাই অবশ্যই বুঝেশুনে মানুষের সাথে চলতে হয়। তাছাড়া খারাপের সঙ্গে কখনোই চলা যাবে না। কারণ খারাপের সাথে চললে একসময় নিজেও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67808.48
ETH 3831.14
USDT 1.00
SBD 3.55