লাইফ-স্টাইল ।। গোধূলি বিকেলে উপভোগ করার কিছু সময়।।

in আমার বাংলা ব্লগ19 days ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১৪/০৫/২০২৪) রোজ: মঙ্গলবার।

IMG20240512175920.jpg

💞 শুভ রাত্রি 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি।আমি @biplob89 প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি লাইফ-স্টাইল ।। গোধূলি বিকেলে উপভোগ করার কিছু সময়।। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240512175619.jpg

IMG20240512175750.jpg

প্রতিদিনই বিকেল বেলা একটু অন্যরকম ভাবে আমি কাটাতে চাই। তবে মাঝেমধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয় আবার মাঝে মধ্যে কোথাও হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে। এইতো গতকালকে আছরের নামাজ শেষে সন্ধ্যার কিছু আগ মুহূর্তে হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে গেলাম। আপনার এখন জানেন যে এখন হচ্ছে ধানের সময়। ফসলে ভরা মাঠ ধান কাটতে কৃষক ব্যস্ত হয়ে পড়েছে। চারদিকে শুধু ব্যস্ত নয় খালি কাজের ছায়া ছবি। কালকে বিকেলের আকাশের আবহাওয়াটা ছিল একটু নরম সাথে বাতাস বইয়ে ছিল। তাই ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। তবে এই সময় মাঠে গেলে যে দৃশ্য গুলো দেখা যায় সেগুলো সত্যি বেশ ভালো লাগে দেখতে। রাস্তার পাশে যখন যাচ্ছিলাম তখন দেখতে ছিলাম মাঠের মধ্যে বিচুলি গুলো পালা দেওয়া। এমনকি ওই সময় দেখতে ছিলাম একজন বিচুলীগুলো খুব সুন্দর করে পালা দিচ্ছে কারণ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। ধান কেটে মাড়াই ঝাড়াই করে ধান বাড়িতে নিয়ে এসে যে আরো একটি কাজ বাকি থাকে সেটা হচ্ছে বিচুলী বা খড় শুকানো। কারণ এই ধানগুলো গাছ কাচা থাকতেই কাঁটা হয়ে থাকে। তাই ফসল বাড়িতে নিয়ে আসার পরেই গবাদি পশু খাওয়ানোর জন্যই খড়গুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হয়। আর এখন সব সময় মনে হচ্ছে মেঘ হচ্ছে কোন সময় বৃষ্টি নামে তা তো আর জানা নাই। হঠাৎ মেঘ হয়ে বৃষ্টি হলেই দেখা যাবে সব নিমিষেই শেষ। কারণ কৃষকরা যে এ রোদের তাপে কত কষ্ট করে বিচুলী গুলো শুকাই তা আমি দেখেছিলাম। আসলে এগুলো গবাদি পশু খাওয়ার জন্যই মূলত শুকানো হয়ে থাকে। এগুলো শুকিয়ে গেলে মাঠে দেখি এগুলো খুব সুন্দর করে পালা দিয়ে কিছুদিন রেখে দেয়। পরবর্তীতে সব কাজ শেষ হলেই সেগুলো বাড়িতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে। এমন সময় আমি মাঠে গিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন খড়গুলো খুব সুন্দর করে রোদে শুকিয়ে বেশ দারুন ভাবে পালা দিয়েছে।

IMG20240512175920.jpg

গোধূলি এই বিকেলটা ছিল সত্যিই বেশ সৌন্দর্য। আকাশের দিকে চেয়ে থেকে ভালোলাগার সাথে সাথেই উপরের ফটোগ্রাফিটি আমি ধারণ করি। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন গোধূলি বিকেলের সূর্য অস্তের কিছু আগ মুহূর্তে এই ফটোগ্রাফিটি করা হয়েছে তাই দেখতে লাগছে আকাশটা অসাধারণ সুন্দর। আসলে এমন দৃশ্য দেখে ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না।

IMG20240512175926.jpg

গোধূলি বিকেলে সন্ধ্যার কিছু আগ মুহূর্তে মাঠে গিয়ে দেখতে পেলাম ফসলে ভরা মাঠের প্রায় অর্ধেকাংশ কাঁটা শেষ হয়েছে এবং বাকি অর্ধেকগুলোও কাটা হচ্ছে। আসলে ফসলে ভরা মাঠ যখন এক নজরে দেখা যায় দেখতে খুবই ভালো লাগে। আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন যে কিছু অংশ ধান কাটা শেষ করে ফাঁকা হয়ে গেছে এবং সামনের অনেকাংশই সোনালী ধানে মাঠ ফসলে ভরে গিয়েছে। ফসলে ভরা মাঠ দেখতে আমার খুবই ভালো লাগে। এইতো কয়েক দিনের ব্যবধানেই অনেক ধান কাটা শেষ হয়েছে এবং আরো কিছু অংশ ফসল আছে মাঠে গিয়ে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আর বাতাসে যখন ধানগুলো দোল খাচ্ছিলো তখন তো একদম মনটা ভরে গিয়েছিল।

টেবিল.১টেবিল.২
পোস্ট তৈরি@biplob89
ডিভাইসOPPO A15

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  
 19 days ago 

বর্তমান সময় চলছে কৃষকদের আনন্দের মৌসম। কেননা প্রত্যেক কৃষক এখন নতুন ধান কেটে বাসায় তুলবে। আবারো কৃষকদের মনে আনন্দের জোয়ার বইবে। বিচুলি এরকমভাবে শুকানোর মূল উদ্দেশ্য বাসায় গবাদি পশুর খাবারের জন্য। তবে সুন্দর কিছু ফটোগ্রাফি কিন্তু শেয়ার করেছেন ভাইয়া। গোধূলির এরকম বিকেলগুলো সত্যিই অসম্ভব ভালো লাগে।ধন্যবাদ।

 18 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ।

 19 days ago 

গোধূলীলগ্নের উপভোগ্য সময় নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। সুন্দর হয়েছে পোস্টটি। এই সময় ইরি-বোর ধান ঘরে উঠছে। কৃষকরা ব্যস্ত হলেও মুখে চওরা হাসি। কষ্টের ফসল ধান ঘরে উঠছে। আপনার লাইফস্টাইল পোস্টের ধানের গাদাসহ প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে। আপনি গোধূলীলগ্নের সময়টা উপভোগ করেছেন। আসলেই সময়টা উপভোগের। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 18 days ago 

আপু এটা ধানের গাদা নয় এটা হচ্ছে খড়ের পালা।

 19 days ago 

প্রতিদিন বিকালে আমিও একটু ঘোরাঘুরি চেষ্টা করি। গোধূলি বিকালে উপভোগ করতে ভীষণ ভালো লাগে। অত্যন্ত সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে। আপনি বেশ দারুণভাবে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 18 days ago 

তাহলে তো খুবই ভালো ভাইয়া। আর সুন্দর পরিবেশ আমার ও ভালো লাগে ধন্যবাদ।

 19 days ago 

বিকেলের সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইজান। মাঝেমধ্যে মন ফ্রেশ রাখতে এমন বিকেল মুহূর্তে ঘোরাঘুরি করতে আমিও খুব পছন্দ করি ফটো ধারণ করতে ভালো লাগে। অনেক সুন্দর একটি বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই খুশি হলাম। ফসলের মাঠের চিত্রগুলো দেখে অনেক ভালো লেগেছে।

 18 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া মন ফ্রেশ করার অন্য একটা মাধ্যম হচ্ছে ঘুরাঘুরি করা।

 19 days ago 

আসলে কথাগুলো সত্যিই কারণ কৃষকেরও এই রোদে যে পরিশ্রম করে সেটা চোখে দেখেই যেন কেমন লাগে । তবুও তাদের এটা পেশা এই জন্য তারা তাদের কাজগুলোকে সহজ করে নিয়েছে যাই হোক ‌। আপনি আপনার গোধূলি বিকেল বেলার সুন্দর মুহূর্ত গুলোর মধ্যে একটি অংশ আমাদের মধ্যে শেয়ার করেছেন যেটা উপভোগ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি ধন্যবাদ আপনাকে।

 18 days ago 

গঠনমূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 19 days ago 

অনেক সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনারে বিকেল মুহুর্তে ফসলের মাঠের সুন্দর সুন্দর ফটো ধারণ করতে দেখে অনেক ভালো লাগলো আমার। আমিও কিছুদিন আগে আমাদের পুকুরপাড়ে উপস্থিত হয়েছিলাম যাওয়ার পথে অনেকগুলো ফটো ধারণ করেছি।

 18 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67659.51
ETH 3800.90
USDT 1.00
SBD 3.55