আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৪৮ || ABB Weekly Hangout Report-148

in আমার বাংলা ব্লগ14 days ago

Hangout Format 148.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭৬০২ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৯২। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৭৭জন।

হ্যাংআউট-১৪৮

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন, খুব একটা ভালো আছি সেটা বলা যাবে না। কারন গরমের অনুভূতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অসুস্থতাও বেড়ে যাচ্ছে। শুভ ভাইয়ের বাচ্চা অসুস্থ, চারপাশের অনেক শিশুই অসুস্থ, সবাইকে সবার জায়গা হতে আরো বেশী সচেতন হওয়ার পরামর্শ দেন। হ্যাংআউট নিয়ে কথা বলেন, পুরো সপ্তাহের আপডেট শেয়ার করা হয়, এন্টারটোইনমেন্ট এর ব্যবস্থা করা হয়েছে, একটু চঞ্চলতা ফিরিয়ে আনার জন্য সকল আয়োজন। এরপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৪৮তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রথমেই গেষ্ট ব্লগারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, এই মুহুর্তে মোট ১৬জন গেষ্ট ব্লগারের তালিকা আছে আমার কাছে, এর মাঝে একজনের কিউরেশন অফ রাখা হয়েছে ইউটনেস ভোট না দেয়ার কারনে, ৪জন ইনএ্যাকটিভ আছেন এবং বাকি ১১জনের কোয়ালিটি সম্পন্ন পোষ্ট কিউরেশন করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু আপনাদেরকে ভেরিফাইড মেম্বারদের মতো এনগেজমেন্ট করতে হয় না এবং অনেক বিষয়ে আপনাদের ছাড় দেয়া হচ্ছে, সেহেতু পোষ্ট কোয়ালিটির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তাহলে সপ্তাহে দুটো সাপোর্ট পাবেন।

এছাড়া যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস খুব একটা ভালো ছিলো না। তেমন প্রতিযোগিতাও ছিলো না তাদের মাঝে। দুই একজন বাদে বাকিদের ডিসকর্ড এনগেজমেন্টও সন্তোষজনক ছিলো না। একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদিও ইতিপূর্বে এই বিষয়ে অনেক কথা বলা হয়েছে, ভেরিফাইড মেম্বারদের অনেকের পোষ্টে দেখা যাচ্ছে ২০-২৫টা কমেন্ট থাকছে কিন্তু ভোট থাকছে ১-২টা, যা খুবই দৃষ্টিকটু এবং হতাশাজনক। ভেরিফাইড মেম্বারদের পোষ্টে এমন দৃশ্য আমাদেরকেও লজ্জা দেয়। সুতরাং সবাইকে অনুরোধ করবো, কমেন্ট করার পাশাপাশি ১-৫% হলেও আপভোট দেয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার তার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস মোটামুটি ঠিক ছিলো কিন্তু ডিসকর্ড এনগেজম্নেট খুবই খারাপ ছিলো। তবে একটা বিষয় দেখলাম যারা বেষ্ট ব্লগার হওয়ার জন্য চেষ্টা করছেন, তারাই সব জায়গায় এনগেজমেন্ট রাখছেন আর বাকিদের তেমন আগ্রহ নেই । যার কারনে ডিসকর্ডসহ এনগেজমেন্ট খারাপ করার কারনে পয়েন্ট তালিকা থেকে নাম্বার কাটা যেতে পারে। আর যারা ডাই পোষ্ট করছেন তারা বেশ বানান ভুল করছেন, একটা নির্দিষ্ট শব্দের বিষয়ে কথা বলেন সবাইকে বুঝানোর জন্য। এরপর হতে আর এই বিষয়ে সতর্ক করা হবে না, সুপার এ্যাকটিভ তালিকা করার সময় নাম্বার কাটা করা হবে। আর বাকি সব কিছু ঠিকঠাক আছে।

Untitled-001.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata দিদি, এই সপ্তাহে এ্যাকটিভ লিষ্ট হতে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন, তাদের এ্যাক্টিভিটিস তুলনামূলক অনেক কম ছিলো। তাদের মধ্যে @fatema001 আপনি আর্ট পোষ্টগুলো একদম শিশুসুলভ করছেন সেই দিকটা একটু খেয়াল রাখবেন। @ashik333 আপনার পোষ্ট সবগুলো জেনারেল রাইটিং হয়ে যাচ্ছে, একটু ভেরিয়েশন আনার চেষ্টা করবেন। আর কমেন্ট মনিটরিং রিপোর্টে বানান ভুলের জন্য অনেকের পয়েন্ট কমে গেছে, সেদিকটা একটু খেয়াল রাখার অনুরোধ করেন সকলের প্রতি। ব্লগার অব দ্যা উইক এর জন্য এবার কিছু ইউজার ছিলো কিন্তু কোয়ালিটি একদম খারাপ হয়ে গেছে সেদিকটা একটু বৃদ্ধি করার অনুরোধ করেন। ধন্যবাদ।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @maria47 আপনাকে এবার টায়ারে রাখতে পারিনি শুধুমাত্র স্লট খালি ছিল না সে কারণে। তাছাড়া আপনার একটিভিটিস অনেক বেশি ভাল ছিল। অর্থাৎ বাদ পড়েছেন শুধুমাত্র পয়েন্ট সামথিং এর জন্য। তাই এটা আমি এখনই ক্লিয়ার করে বলে দিলাম। কারণ এবার আমার টায়ারের ইউজারদের অ্যাক্টিভিটিজ অনেক বেশি ভালো ছিল এবং আমাদের স্লট লিমিটেড। আমরা একটা লিমিটেড নাম্বারের বেশি ইউজার টায়ারে দিতে পারিনা। তাই আপনি যদি টিকেট কেটে জিজ্ঞেস করেন যে আপনার কোথায় ভুল ছিল। তাহলে আসলে এটার কোনো উত্তর দিতে পারবো না। কারণ আপনার কোথাও কোনো ভুল ছিলো না। শুধুমাত্র স্লট লিমিটেড এজন্য আপনাকে টায়ারে রাখতে পারিনি। এভাবেই কাজ করে যান।

আর @emranhasan ভাই আপনার একটিভিটিস মোটামুটি ছিল কিন্তু ডিসকোর্ড এনগেজমেন্ট এবং কমেন্ট এর সংখ্যা দুটোই কম থাকার কারণে আপনাকে টায়ারে রাখতে পারিনি। একই ব্যাপারটা @haideremtiaz আপনার ক্ষেত্রেও। সে সাথে @tanjima আপনার নাম বেস্ট ব্লগারের লিস্টে চেয়েও দিতে পারেনি স্লট সল্পতার কারণে। তাও আমি বেস্ট ব্লগারের জন্য এক্সট্রা আপনার নামটি দিয়েছিলাম। কোনো স্লট খালি ছিলো না বলেই রাখতে পারেনি। এ ছাড়া আপনার এ সপ্তাহের কাজ খুব ই ভালো ছিলো।আপনি এভাবেই কাজ করে যান, অবশ্যই বেস্ট ব্লগারে নাম চলে আসবে আপনার। আসলে এখন ইউজারদের প্রেসারটা খুবই বেশি।

তাই জাস্ট পয়েন্ট সামথিং এর জন্যেই বাদ পরে গিয়েছিলেন। যার জন্যে দুঃখিত। আর ওভারঅল আমার এবারের লিস্টের ইউজারদের একটিভিটিস খুবই ভালো ছিলো। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা হলে অবশ্যই আমাকে ডিএম করবেন,আমি যথাসাধ্য চেষ্টা করবো সাহায্য করার।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, সবার উদ্দেশে বলেন যখন কোন এাডমিন অথবা মডরেটর কমেন্ট করবে তখন সেটায় রেসপন্স করবেন দ্রুত, দুই তিন আগে একজনেকে কমেন্ট করেছি কিন্তু কোন রেসপন্স নেই, এই বিসয়ে খেয়াল রাখার অনুরোধ করেন। এই প্রসঙ্গে একজন ইউজারের নাম বলেন, দুই-তিন আগে কমেন্ট করা হলেও এখনো কোন রেসপন্স পাওয়া যায় নি। এগুলো মিস করলে সমস্যা আপনাদেরই হবে। তারপর ফিচারড পোষ্ট নিয়ে কথা বলেন, এই সম্পর্কে তার অভিমত তুলে ধরেন, পর্ব পোষ্টগুলো ফিচারড করা ঠিক না, সে বিষয়ে ব্যাখ্যাও তুলে ধরেন, এই ক্ষেত্রে কোয়ালটি ভালো থাকলেও আমরা সেই পোষ্টগুলো নির্বাচন করতে পারি না। বিষয়টি নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, তাই বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেন এবং কারণটি উপস্থাপন করেন।

এরপর বলেন, অনেক দিন ধরে আমরা এ বিষয়ে বলছি সেটা হলো পোষ্টের শব্দ সংখ্যা। একটা পোষ্ট নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন যেখানে ৫০০ শব্দ ছিলো কিন্ত প্রায় অর্ধেকের বেশী শব্দ ছিলো ভূমিকা নিয়ে, যেগুলোর কোন ভেল্যূ নেই, এই ক্ষেত্রে সেই পোষ্টগুলো কিউরেশনে দেয়ার কোন প্রশ্নই আসে না বরং সেই পোষ্টগুলো দেখলে রাগ হয়। এ প্রসঙ্গে অন্য কমিউনিটির উদহারণ টানেন, তাদের পোষ্টের কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যায়, খুবই ভালো পোষ্ট করেন কিন্তু মাত্র দুই এক ডলারের সাপোর্ট পান তারা, নিজের সামর্থ থাকলে আমি সেখানে গিয়ে ভালো সাপোর্ট দিয়ে আসতাম, কারন খুবই সুন্দর পোষ্ট । কিন্তু আমাদের কমিউনিটিতে অনেকের পোষ্টের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, এ প্রসঙ্গে একটা ভিডিও পোষ্টের অনুভূতি শেয়ার করেন। কমিউনিটির রুলস এর সুবিধা নিয়ে কোন মতে একশ শব্দ লিখেই পার পেয়ে যাচ্ছেন। তবে কিছু ভালো মানের পোষ্টও হচ্ছে। তাদেরকে আরো একটু ভালো পোষ্ট করার চেষ্টা করতে বলেন। এছাড়া পাওয়ার আপ পোষ্ট করা হয়েছে, কারো সমস্যা থাকলে সেটা বলতে বলেন এবং কমিউনিটির অবস্থা বেশ ভালো ছিলো এই সপ্তাহে।

Untitled-0012.png

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই এসবিডি নিয়ে কথা বলেন, HTX (Huobi) এ এসবিডি লিষ্টটেড হয়েছে। এসবিডির ক্ষেত্রে আরো একটা অপশন যোগ হয়েছেন এখন, আমরা চাইলে সেখানে একাউন্ট খুলতে পারবো ইমেইল দিয়ে, তারপর চাইলে সেখানে গিয়েও এসবিডি সেল করতে পারবো মার্কেট রেট এ। এর আগে ইন্টারনাল মার্কেটে খুব একটা ভালো রেট পাওয়া যেতো না এবং খুব বেশী পরিমানে সেল করাও যেতো না। আমাদের পরিচিত কোরিয়ান একজন ডেভেলপার আছেন, যার নিজের বট ছিলো এবং ইন্টারনাল মাকেটে এসবিডি সেল করার একটা অপশন তৈরী করেছিলেন যদিও সেখানেও বড় এমাউন্ট সেল দেয়া কঠিন ছিলো। তারপর Huobi সম্পর্কে নিজের অভিমত তুলে ধরেন। এরপর সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, ইউজর সংখ্যা বেশী, তাই চাপও একটু বেশী, নিশ্চিত দুটো ভোট পাওয়ার সুযোগ খুবই কম এখন।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, যারা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আছেন তারা খুবই ভালো কাজ করছেন। এই সপ্তাহে ২৬জন কাংখিত ইউজার পেছিলাম, টুইটার অব দ্যা ইউক এর জন্য। তুলনামূলকভাবে এবার ইউজার সংখ্যা অনেক বেশী ছিলো, যারা টুইটারে এ্যাকটিভ ছিলেন। তাই সবাইকে কাংখিত প্রতিযোগিতা করতে বলেন তবে অসুস্থ কিছু না করতে অনুরোধ কারেন। কারন ২৬জন ইউজার এর সব কিছু চেক করে ১জন বিজয়ী করা খুবই কষ্টকর। তবুও আমার সহকর্মীদের সাথে আলোচনা করবো এই বিষয়ে, ভবিষ্যতে যদি সাপোর্ট বৃদ্ধি করার সুযোগ থাকে সেটা নিয়ে। তারপর কমিউনিটির সকল আপডেট টুইটারে শেয়ার করা হচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন করেন এবং সবাইকে সেগুলো দেখে রিটুইট করতে অনুরোধ করেন। তার আগে সবাই যে পরামর্শগুলো দিয়েছে সেগুলোকে মেনে চলার আহবান জানান।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, প্রথমেই লেভেল ৩ সম্পর্কে কিছু কথা বলতে চাই। যারা লেভেল ৩ পাস করে গেছেন তারা আগে তুলনায় একটু এক্টটিভ হাওয়ার চেষ্টা করছেন, তবে এটা যথেষ্ট নয়। আপনাদেরকে আরো অ্যাক্টিভিটিস বজায় রাখতে হবে। আপনাদের পোস্টে ছোট ছোট কিছু ভুল হচ্ছে যা কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেস্টা করছি তবে অনেকেই কমেন্টের উত্তর ও দেন না। কমেন্ট মনিটরিং নিয়ে দুটি কথা বলতে চাই। এবার আমার লিস্টে যারা ছিলেন তাদের বানান বেশ কিছু ভুল দেখেছি। এছাড়াও অ্যাক্টিভিটিস গুলো একটু অন্যরকম ছিল যেগুলো গতবারও বলা হয়েছে। এবার রিপোর্টটি দেখলেও আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র কমেন্টের সংখ্যা বাড়িয়ে বেশি নাম্বার নেওয়াটা সম্ভব নয়, তাই আপনারা কোয়ালিটির দিকে বেশি লক্ষ্য রাখবেন, ধন্যবাদ।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে তিনজন মেম্বার রয়েছেন। তাদের ভেতর দুজনের একটিভিটিস মোটামুটি ভালোই। আর একজন ছুটিতে আছেন। তবে আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা আপনাদের পোস্টের কোয়ালিটি আরো ভালো করার চেষ্টা করুন। আর পোস্টের টপিক এ কিছুটা বৈচিত্র আনার চেষ্টা করুন। একটু চিন্তা-ভাবনা করলেই পোস্ট করার মত অনেক টপিক পেয়ে যাবেন।

এখন লেভেল ফোরে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনাদের যখন আমি লেভেল ফোরের ক্লাস করায় তখন কিছু বিষয়ের উপর একটু বেশি জোর দিই। কিন্তু পরীক্ষার সময় দেখা যায় আপনারা সেই বিষয়গুলো ভুলে বসে আছেন। এই ব্যাপারটা আমার জন্য খুবই হতাশা জনক। কারণ যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়গুলোতে ক্লাসে জোর দিয়ে থাকি। যদি পরীক্ষার সময় আপনারা সেই বিষয়গুলো ভুলে যান তাহলে এটা আসলেই খারাপ লাগে।

আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এ সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের ভেতর বেশিরভাগই অনেক কমেন্ট করেছিলেন। অনেকের কমেন্টের মান ও আগের থেকে ইমপ্রুভ করেছে। তবে কিছু কিছু মেম্বারকে দেখেছি যারা একই পোস্টে একাধিক কমেন্ট করেছেন। এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। না হলে এরপর থেকে আপনাদের পয়েন্ট কাটা হবে।

Untitled-00123.png

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার! শুরুতে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে কথা বলবো। এ সপ্তাহে দুজন সদস্যর সব এক্টিভিটি বিবেচনা করে তাদের এক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। বাকিরা যারা যেতে পারলেন না তাদের আমি বলবো, আপনাদের প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো দিকে কমতি থেকে যাচ্ছে। আপনারা সব দিকের অ্যাক্টিভিটিস ঠিক করুন। লেভেল ২ এ দুজন লিখিত পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে একজন পাস করেছেন। যিনি পাস করেননি তাকে টিকিট কাটার জন্য মেনশন করা হয়েছে। আশা করছি উনি অনলাইনে আসলেই টিকিট কাটবেন। যারা আমার বাংলা ব্লগের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন তাদের অতিসত্বর লেভেল ১ এর ক্লাস করানো হবে। আপনারা অবশ্যই এনাউন্সমেন্টের দিকে নজর রাখবেন।

আমার বাংলা ব্লগ এবারে ৫৮তম প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছে। আমাদের দেশে গরমে নানান ফল দেখতে পাওয়া যায়। সেই দিক বিচার করে এবারে প্রতিযোগিতার বিষয় হিসেবে রাখা হয়েছে ফ্রুট ডেজার্ট। টপিকের ভাবনা রূপক দার। আশা করছি আপনাদের থেকে ভালো ভালো কিছু ফ্রুট ডেজার্ট এর পোস্ট আমরা দেখতে পাবো। ধন্যবাদ

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেরই দেখলাম ছোটখাটো ভুলের পরিমাণ অনেক বেশি রয়েছে, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক রয়েছে।এবার abb-fun-all নিয়ে একটি কথা বলতে চাচ্ছি। এখানে অনেকেই দেখছি টাইটেলটি বেশি বড় করে দিচ্ছেন। টাইটেল বড় হলে পোস্ট করা যায় না। এক্ষেত্রে কারো প্রশ্ন ভালো লাগলেও নিতে পারছি না। আশা করছি এ ব্যাপারে একটু খেয়াল রাখবেন। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে কথা বলেন, আমার বাংলা ব্লগ সাবসক্রাইভ করতে হবে, উইটনেস ভোট দিতে হবে, প্রক্সি সেট করতে হবে, তিনটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং এটা সবাইকে মানতে হবে সেটাও বলেন। তারপর কারা কারা প্রক্সি ভোট সেট করেছেন সেটা জানতে চান । এরপর যথারীতি প্রমোশনাল কথাবার্তা শুরু করেন। এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে, যত দিন এবিবি স্কুলে থাকবেন । এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে এবিবি কিউরেটশন সাপোর্ট দেয় না সেটাও স্মরণ করিয়ে দেন।

তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এবিবি চ্যারিটির নিয়ম প্রসঙ্গে বলেন, কমিউনিটির কো ফাউন্ডার সেগুলো তৈরী করেছেন । তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে। এরপর চলামন ফান্ড রাইজিং পোষ্ট নিয়ে কথা বলেন, যদিও গত সপ্তাহে দাদা এবং আরিফ ভাই এ সম্পর্কে বিস্তারিত বলেছেন। তারপর শুভ ভাই এবিবি পিনড পোষ্ট নিয়ে কথা বলেন, অনেক নতুন ইউজার আসছেন বিশেষ করে যারা গেস্ট ব্লগার আছেন তাদের উদ্দেশ্যে, পিনড পোষ্টগুলো চেক করে কমিউনিটির অনেক রুলস এর বিষয়ে সেখান হতে আইডিয়া নিতে পারেন। তারপর এবিবি ফিচারড পোষ্ট নিয়ে কথা বলেন, সবাইকে হাইলাইট করার চেষ্টা করছি এবং অতিরিক্ত সাপোর্ট দেয়ার চেষ্টা করছি। কারা কারা ফিচারড পোষ্টে সুযোগ পেয়েছেন এবং অতিরিক্ত সাপোর্ট পাচ্ছেন তাদের দেখতে চান।

এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো। কারা কারা ফান করে আর্ন করছেন সেটা জানতে চান। নতুনরা এখান হতে ফ্রি ডেলিগেশন নিতে পারবেন যদি এনগেজমেন্ট করতে কোন সমস্যা হয় তাহলে। এ বিষয়ে বিস্তারিতভাবে বলেন এবং প্রয়োজন ক্ষেত্রে টিকেট কাটার কিংবা আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন, তানজিরা ম্যাডামের পরামর্শ মেনে প্রশ্ন দেয়ার অনুরোধ করেন। এবিবি আড্ডা নিয়ে কথা বলেন, সব দিক হতে সুবিধা আর সুবিধা, সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান। সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন, সোমবার হতে রবিবার। তারপর চলমান প্রতিযোগিতায় সবাইকে অংশগ্রহণের আহবান জানান।

Untitled-00.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন। দাদা নিজেও অসুস্থ এবং বাড়ির সবাই কমবেশী অসুস্থ বলে জানান । তারপর দাদা শুরুতেই এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @ronggin, @mohinahmed এবং @monira999। এছাড়াও ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @Polash123। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @mahbubul.lemon। ডাই প্রতিযোগিতার বিজয়ী হলেন @ronggin। পরবর্তীতে বিজয়ীর পোষ্ট লিংক শেয়ার করা হবে বলে জানান দাদা।

এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, কিছু ভোট মিস গিয়েছে, প্রতিবারই এ বিষয়ে বলা হয়, কাউকে মেনশন করা লাগবে না, লিংক ড্রপ করলেই হয়ে যাবে, তারপর ভোট পড়ে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে ডিএম করা, কাউকে মেনশন করা, বার বার এসব করা যাবে না, আবার সাপোর্ট এ কথা বলার চেষ্টা করা, সবই নিষেধ করেন। এরপর এমন করলে সেই পোষ্টে আর ভোট দেয়া হবে না বলে দাদা সতর্ক করেন। এটা একমাত্র ফিচার সারা স্টিমিটে আর কোথায় নেই, বার বার মেনশন করা লাগবে না, পোষ্ট পে আউট এর আগেই ভোট দেয়া হবে, এতো উতালা হওয়ার কিছু নেই। অন্য একটা আইডি হতে সেম এমাউন্ট এর ভোট দেয়া হবে।

এসবিডি নিয়ে কথা বলেন, এখন হতে মার্কেটে এ যে রেট থাকবে ঠিক সেই রেটে সেল করতে পারবেন। HTX এ একাউন্ট ওপেন করে ভেরিফাই করে নিতে বলেন দাদা। সেখানে সরাসরি এসবিডি নিতে পারবেন এবং সরাসরি সেল করতে পারবেন। দাদা একটু আগে ১০৪৩ এসবিডি সেল করেছেন, একদমই সেম রেটে, যেটা আগে পাওয়া খুবই কঠিন ছিলো। ইন্টারনাল মার্কেটে সেল করা বেশ কষ্টকর ছিলো। তারপর ইউজারদের একে অন্যের পোষ্ট এ ভোট না দেয়ার বিষয়টি নিয়ে কথা বরেন দাদা, যদি আপনারা ভোট না দেন তাহলে এটা একটা ব্যর্থ কমিউনিটি! শুধুমাত্র কমেন্ট করেন তাও জোর করা হয় বলে। পয়েন্ট দেয়া না হলে কমেন্টও করতেন না, কমেন্ট মনিটরিং টীম আছে বলে। ভোট দেন না কেন? কারণ টা কি? ১%, ২%, ৩% হোক কিন্তু তবুও ভোট দিতে হবে। এই জন্য দাদা আরো একটা সিস্টেম চালু করবেন, কারা ভোট দেন আর কারা ভোট দেন না সেটা দেখার জন্য।

যারা ভোট দেন না তাদের পোষ্ট স্কিপ করা হবে নমিনেটেড হলেও। দাদা বার বার এ বিষয়ে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সব পোষ্টে ভোট দেয়া লাগবে না, দশ-বারোটা পোষ্টে ভোট দিন, অল্প হলেও ভোট দেয়ার প্রাকটিস করতে বলেন। ভোট দেয়ার ব্যাপারে খুবই অনীহা আপনাদের। এ জিনিষটা পরিবর্তন করতে বলেন। তারপর এ প্রসঙ্গে আরিফ ভাইও বলেন এবিবি কিউরেশন নিয়ে, খুব কম সময়ের জন্য আমাদের ভোট মিস গিয়েছে, মাঝে মাঝে এমনটা হতে পারে, এটা অন্যান্য সাপোর্ট এর মতো না, অন্যদের ভোট মিস গেলে সেটা আর দেয়া হয় না। আমরা তো অনেক কাজের মাঝে সার্ভিসটি রান করেছি, সব কিছু করতে হয়, মাঝে মাঝে একটু সমস্যা হলে জাস্ট লিংকটা ড্রপ করলেই হবে, আর কিছু করা লাগবে না। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত এটা চালুর রাখার জন্য। হিরোইজম এর ক্ষেত্রেও সেম। এরপর দাদা বলেন, দাদা খুবই ব্যস্ত সময় পার করছেন, নতুন কোম্পানী রেজিষ্ট্রেশন, আরো একটা কোম্পানী নেয়া হয়েছে, এই সময়ে এতো কিছু সামলানো কঠিন, তাই বার বার মেনশন না করার অনুরোধ করেন। ব্লকচেইন কোম্পানী খুলতেছেন দাদা, এখনো ১০-১২ দিন লাগবে সব কাজ শেষ করতে।

এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে চারটি কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীদের সাথে সাথে রিওয়ার্ডস দেয়া হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিত পরামর্শ দেন।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই আসরে একে একে @tuhin002 গান, @saymaakter কবিতা আবৃত্তি, @bristychaki গান, @mahbubul.lemon গান এবং সবশেষে @parvez45 গান পরিবেশন করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Sort:  
 14 days ago 

এবারের হ্যাংআউটে অনেক নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল। সেই তথ্যগুলো অনেক চমৎকার ভাবেই আপনি আপনার রিপোর্টে উল্লেখ করেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে খুব সুন্দর সাবলিল ভাবে আমরা আপনার করা হ্যাং আউট রিপোর্ট টা পেলাম। এবং এটা পেয়ে খুবই ভালো লাগলো পুরো বিষয় আবারো জানতে পারলাম।খুব গুছিয়ে বরাবরের মতো সব কিছু উল্লেখ করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 14 days ago 

প্রতিবারের মতো এই সপ্তাহেও পুরো হ্যাঙআউট রিপোর্ট তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। প্রতি সপ্তাহে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। নিজেদের সকল কাজকর্মের ভালো খারাপ দিকগুলো জানতে পারি। এমনকি কুইজ, বিনোদন এইসব পর্বগুলোতে অনেক এনজয় করি। পুরো বিষয়গুলো এভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 14 days ago 

১৪৮ তম হ্যাংআউটের রিপোর্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলোম আসলে এই রিপোর্টটির মাধ্যমে আপনি খুবই সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন। আমি উপস্থিত ছিলাম, সকল বিষয়ে জানতে পেরেছি। তবে যেগুলো মিস হয়েছে আমার নেটওয়ার্কের কারণে, সেগুলো আপনার রিপোর্ট পড়ে আরো ভালোভাবে জানতে পারলাম।

 14 days ago 

এই হ্যাংআউট অনুষ্ঠানটা দারুন হয়েছে। HTX সাইট এর ব্যাপারে জানতে পারলাম। এটা আগে জানা ছিলো না। তাছাড়া দাদার ব্লকচেইন কোম্পানীর বিষয়ে জানলাম। কাজ শেষ হলে পুরোটা জানতে পারবো। সব মিলিয়ে হ্যাংআউট অনুষ্ঠানটি অনেক ভাালো লেগেছে। ধন্যবাদ।

 14 days ago 

বরাবরের মতো হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। তবে হ্যাংআউট এ উপস্থিত ছিলাম ঠিক কিন্তু মেয়ের পরিক্ষার জন্য মনযোগ দিয়ে শুনতে পারিনি। তবে আপনার পোস্ট পড়ে সকল কিছু সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 14 days ago 

প্রত্যেক সপ্তাহের মতো বেশ দারুন একটি
হাংআউট রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন রিপোর্টটিপড়ে অনেক ভালো লাগলো।
কারণ এই রিপোর্টের মাধ্যমে হ্যাংআউটের কোন কিছু মিসটেক হলে তা পুনরায় জানার আবার সুযোগ রয়েছে।বিনোদন পর্বগুলো খুব ইনজয় করি। হ্যাং আউটের পুরো বিষয়টি বেশ দারুন ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 14 days ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। দেখতে দেখতে সময়টা অনেক পেরিয়ে গেল। দেখতে দেখতে ১৪৮ তম হ্যাংআউট আমরা পার করে ফেললাম। ব্যাপারটা ভাবতেই ভালো লাগছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে প্রতিটি বিষয়ে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 14 days ago 

এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ইউজারের জন্য। কারণ এর মাধ্যমে বিস্তারিত সব তথ্য জানা সম্ভব হয়। যদিও আমরা হ্যাংআউটে উপস্থিত থাকি। মাঝেমধ্যে নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক কিছু জানার সুযোগ হয় না। তবে রিপোর্টটির মাধ্যমে সবকিছু বিস্তারিত আবার জানার জানার সুযোগ হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত কষ্ট করে প্রতি সপ্তাহে এই রিপোর্ট আমাদের সাথে শেয়ার করেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67734.06
ETH 3803.47
USDT 1.00
SBD 3.47