টাকা পয়সা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে বর্তমান সময়ে অর্থ ছাড়া মানুষকে মূল্যহীন মনে করে। আসলে আপনার কাছে যত বেশি অর্থ থাকুক না কেন আপনি যদি আপনার মন মানসিকতাকে ভালো রাখেন এবং অন্যের উপকারে আসেন তাহলে আপনার কাছে অহংকার বোধ কখনোই আসতে পারবে না। আসলে এই পৃথিবীতে সব মানুষ কিন্তু সমান নয়। কারণ যেসব লোক হঠাৎ নিচু স্তর থেকে অসৎ উপায় অবলম্বন করে প্রচুর অর্থের উপার্জন করে তারা কিন্তু তখন মানুষকে মানুষ বলে মনে করে না। এছাড়াও তারা সব সময় মানুষের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করে।



আসলে সবাই বলে যে অর্থ মানুষকে অহংকারী করে তোলে। আসলে কথাটা কিন্তু একদিক থেকে সঠিক আবার অন্য দিক থেকে ভুল। কারণ যারা এই পৃথিবীতে ভালো লোক তারা কখনো অহংকারী হয় না অতিরিক্ত টাকা পাওয়ার ফলেও। আর যারা প্রথম থেকেই খারাপ লোক অর্থাৎ তাদের দ্বারা সমাজের কোন উপকার এবং কোন উন্নয়নমূলক কাজ হয় না। তারা কখনোই মানুষের উপকারে এগিয়ে আসতে পারেনা। আসলে তাদের কাছে প্রচুর অর্থ থাকার জন্য তারা সমাজের নিচু স্তরের লোকদেরকে কখনো ভালবাসতে পারে না। আর তাদের এই প্রচুর অর্থের জন্য তাদের অহংকার অনেক বেশি থাকে।



আসলে জীবনে আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন আপনি যদি ভালো হন তাহলে অর্থ আপনাকে কখনো নিচুস্তরে নিয়ে যেতে পারবেনা। আর আপনি যদি সৎ উপায়ে অর্থ উপার্জন করেন তাহলে তো আপনার মনের ভেতর কখনো অহংকার বোধ জন্ম নেবে না। তাইতো জীবনে যতই ধনী হন না কেন আপনার মন মানসিকতাকে সবসময় সরল রাখতে হবে এবং অন্যদেরকে সাহায্য করার মত মন মানসিকতা আপনার ভিতরে সবসময় রাখতে হবে। আর এর ফলে আপনি যেমন একজন ধনী লোক হতে পারবেন তেমনি অন্যের কাছেও আপনি একজন ভালো মনের মানুষ হতেও পারবেন।


টাকা পয়সা।


এই পৃথিবীতে যাদের যত টাকা,

তারাই সমাজের থেকে সম্মান পায়।

টাকার জন্য মাটিতে তাদের,

পা কখনো তাদের দেখা না যায়।


মানুষকে তারা ঘৃণা করে,

কারণ তাদের কাছে অর্থ নাই।

সমাজে তারা সম্মান পায় না,

সম্মান শুধু ধনী লোকেরাই পায়।


মানুষের শিক্ষার প্রয়োজন নাই,

শুধু কাছে অর্থ আছে তাই।

অশিক্ষিতরা সমাজের উঁচুতে,

তাদের জ্ঞানের কোন দরকার নাই।


অর্থ মানুষকে অহংকারী করে,

মনুষ্যত্ববোধকে হারিয়ে ফেলে।

প্রকৃত মানুষ গড়তে হলে,

তাদের অর্থের কোন প্রয়োজন নাই।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 16 days ago 

কিছু লোক আছে এমনই যারা হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় তাদের অহংকারে আর জমিনে পা পড়ে না। মানুষকে মানুষ বলে মনে করে না। আপনি সঠিক কথা বলেছেন যারা সত্যিকার অর্থেই ভালো মানুষ তারা যতই অর্থ সম্পদের মালিক হোক না কেন কখনোই তাদের মনে অহংকার বাসা বাঁধতে পারবে না। টাকা পয়সা নিয়ে কবিতার কিছু সুন্দর ভাব সম্পন্ন লাইন আমাদের মাঝে লিখে উপস্থাপন করেছেন পরে বেশ ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Assalamualaikum @heartwarming
Whatever the problem, I really hope for your help. Please help vote for the post I made. Please help....

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67808.48
ETH 3831.14
USDT 1.00
SBD 3.55