"তবুও তোমাকে চাই"(Poem of my writing"still want you")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৪ঠা জ্যৈষ্ঠ | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | গ্রীষ্ম-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


প্রতি সপ্তাহের মত আজকেও একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আসলে প্রতি সপ্তাহে কবিতা লেখা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কবিতা লিখতে গেলে কিছু লাইন কল্পনায় চিন্তা করতে হয় আর সেই লাইনগুলোই উপস্থাপন করি যেটা কল্পনায় আসে। তবে আমার কল্পনায় ভালোবাসার মানুষটাই কেন যে বারবার ফিরে আসে সেটা বুঝতে পারি না হয়তো তাকে এখনো একটু হলেও ভালোবাসি। ভালোবাসার মাঝে অভিমান চলতেই থাকে তাই বলে প্রিয় মানুষটা পর হয়ে যায় এমনটা কিন্তু নয়। হ্যাঁ অনেকেই বলে মান অভিমান হলে ভালোবাসা যেন আরো শক্ত হয়। বিষয়টা আমার মনে হয় সত্যি কারণ বেশ কয়েকদিন পর দুজনের মাঝে রাগারাগি মিটিয়ে নেওয়ার পরে ভালোবাসা যেন দ্বিগুণ বেড়ে যায়। যাইহোক এ বিষয় নিয়ে আর বেশি কথা বলবো না, আরো বেশি বললে হয়তো কেউ আমাকে গবেষক বলে চালিয়ে দিতে পারে হা হা হা। আসলে নিজের প্রয়োজনে বলুন বা নিজের অনুভূতির ডাকে সাড়া দিয়ে লেখার কথা বলুন না কেন এখন আর কবিতা লিখতে খুব একটা ভাবতে হয় না। মানুষ যে কোন কাজের ক্ষেত্রেই একটা অভিজ্ঞতা কাজে দেয় যেমন দীর্ঘদিন ধরে নিজের মতো করে কবিতা লিখে উপস্থাপন করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এখন আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করব।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

এর আগেও অনেকবার বলেছি আমার কাছে ভালোবাসা কেন্দ্রিক যেকোন টপিক নিয়ে লিখতে ভালো লাগে সেটা কবিতা বলুন বা গল্পই বলুন। তবে গল্প শেয়ার করার ক্ষেত্রে আমি বাস্তব জীবনের গল্প গুলো শেয়ার করার চেষ্টা করি আর কবিতা শেয়ার করার ক্ষেত্রে সব সময় একটু রোমান্টিক টাইপের কবিতা লেখার চেষ্টা করি তবে মাঝে মাঝে প্রকৃতি কেন্দ্রিক কবিতা লেখার চেষ্টা করি। মন থেকে যদি কাউকে ভালোবাসা যায় তার প্রতি দুর্বলতা সৃষ্টি হবে এটা স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ মেয়েরাই ছেলেদের কে ব্যবহার করে। দেখবেন একটা ছেলের সাথে কিছুদিন প্রেম করার পরে যখন বাড়ি থেকে একটা সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে ঠিক করে মেয়েটা গোপনে বিয়ে করে নেয়। এক কথায় বলতে গেলে মেয়েটা যখনই বেটার অপশন পায় তখন সেটা গ্রহণ করে। কিন্তু শেষ পর্যায়ে কি হয় বেচারা ছেলেটি মেয়েটির জন্য অপেক্ষা করে দিন পার করে দেয়, হারানো স্মৃতিগুলো বারবার স্মরণ করে নিজেকে ঘরবন্দী রাখে। যদিও অনেক ক্ষেত্রে এমনটা মেয়েদের সাথেও ঘটে থাকে। তবে যে সমস্ত মেয়েরা এমন পরিস্থিতির শিকার হয় তাদের মনটা অনেক নরম। যার কারণে ছেলেটাকে বিশ্বাস করে এমনভাবে ঠকে যায়।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000069654.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"তবুও তোমাকে চাই"

তোমারে পাওয়ার ব্যাকুলতা আমাকে
আর তুষের মতো পুড়ায় না,
তোমার ফোনের আশায় আর অপেক্ষায় থাহি না,
ফোনের বার্তার ঠং শব্দে আর বুক টা কেঁপে ওঠে না,
আগের মত এই দুই আঁখি আর তোমাকে খুজে না,
তোমাকে নিয়ে কারো সাথে আর গল্প করার ইচ্ছা মনে জাগে না,
তুমি মানেই এক দীর্ঘ নিরবতা..!
কারণ,,,
তোমার যত্নে দেওয়া একটু একটু অবহেলা
আমারে কঠিন বাস্তবতা শিখিয়ে দিয়েছে।
একসময় তোমাতে ছিল দীর্ঘ বিশ্বাস,
স্বপ্নের প্রতিটা মুহূর্তে পাশে থাকতে তুমি,
সেই দিনগুলো আজ স্মৃতির পাতায় রয়ে গিয়েছে।
তবে কেন,,,
চায়ের কাপ হাতে নিয়ে সেই স্মৃতিগুলো বার বার স্মরণ করি,
কাপের চা ঠান্ডা হলেও মনের কষ্টটা যেন কমছে না,
চিৎকার করে বলতে ইচ্ছে করে,,
আমি চাই আমার আকাশের সুখ তাঁরা হয়ে তুমি আবার ফিরে আসো।
মনের ক্ষোভ ভালোবাসায় পরিবর্তন করতে চাই,
হয়তো সেটা শুধু স্বপ্ন থাকবে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে জীবন পার করতে চাই।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেয়েরা ছেলেদেরকে ব্যবহার করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোবাসা পাওয়ার পর ছেলেরা মেয়েদেরকে অবহেলা করে। যাই হোক যে যার মত করেই হয়তো ভালোবেসে যায়। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আর লেখাগুলোও বেশ ভালো ছিল।

 24 days ago 

আপনার নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ভাই আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো। ভালোবাসা নিয়ে এমন সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন দেখে। তোমার পায়ের ব্যাকুলতা আমাকে দোষের মতো পোড়ায় না। তোমার ফোনের আশায় আর অপেক্ষায় থাকি না। এই কথাগুলো পড়ে মনে হচ্ছে ভালোবাসার মানুষের জন্য দীর্ঘ অপেক্ষার পর ক্লান্ত হয়ে গেলে মানুষ যেমনটি হয়ে যায় আসলে ভালোবাসা নিয়ে যে কোনো লেখা পড়তে আমার ভাল লাগে সেটা হোক ব্যর্থের অথবা সুখের। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 24 days ago 

যাক আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 last month 

আপনি আজকে দারুন একটি কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা তবুও তোমাকে চাই শিরোনামের কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন আপনি সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সবমিলিয়ে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 24 days ago 

কবিতার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।

 last month 

কবিতার মাধ্যমে মনের ভাষা ব্যক্ত করা যায়। ঠিক তেমনি ব্যক্ত করেছেন আপনার মনের চাওয়া পাওয়া অনুভূতি। বেশ ভালো লাগলো আপনার লেখা সুন্দর এই কবিতা আবৃত্তি করে। আশা করবো এমন সুন্দর সুন্দর কবিতা এখন আমাদের মাঝে শেয়ার করবেন।

 24 days ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.11
JST 0.027
BTC 65573.66
ETH 3445.68
USDT 1.00
SBD 2.33