রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১২

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজকের পোস্টটিতে আমি আপনাদের সাথে আমার তোলা কয়েকটি ছবি শেয়ার করবো। আমি ঘোরাফেরা করতে খুবই পছন্দ করি। সেই কারণে সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ি। গত কয়েকদিন বাসা থেকে বের হয়ে এদিক ওদিকে ঘোরাফেরা করেছি। তখন বেশ কিছু ছবি তুলেছিলাম। সেই ছবিগুলোর ভিতর থেকে কয়েকটি ছবি এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক ছবিগুলো।

IMG_20240327_173006.jpg

প্রথম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ফসলের মাঠ। সেই মাঠে একটি জায়গায় কিছু ফসল রয়েছে। তবে সেগুলো ধান না গম সেটা দূর থেকে ঠিক বুঝতে পারছি না। আমার কাছে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য সব সময় অনেক ভালো লাগে। সেই কারণে আমি যখনই গ্রামের দিকে ঘুরতে যাই তখনই চেষ্টা করি কিছু ছবি তুলতে। যাতে পরবর্তীতে বিভিন্ন পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারি। আসলে সুন্দর দৃশ্য মানুষের সাথে ভাগ করে নিতে ভালো লাগে।

IMG_20240328_174013.jpg

এখন ছবিটাতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা নতুন হওয়া একটি আবাসিক এলাকার ভেতরের রাস্তা। যদিও সেখানে এখনো বেশি বাড়িঘর গড়ে ওঠেনি। তবে প্লট আকারে জমিগুলো ভাগ করে রাখা হয়েছে। খুব অচিরেই সেখানে বাড়িঘর তৈরি হয়ে যাবে। অথচ এই জায়গাটা কয়েক বছর আগেও ছিল ফসলের মাঠ। খুব দ্রুত আমাদের শহরটা পরিবর্তন হয়ে যাচ্ছে।

IMG_20240328_175709.jpg

এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন রেললাইন। এই রেললাইনের অবস্থান আমার বাড়ি থেকে অল্প কিছুটা দূরে। কয়েকদিন আগে বন্ধুদের সাথে রেললাইন ধরে বিকালবেলায় হেঁটেছিলাম। তখন এই ছবিটি তুলেছিলাম। রেললাইনের পাশ দিয়ে হাঁটতে আমার কাছে সবসময়ই ভালো লাগে।

IMG_20240328_175734.jpg

এই ছবিটাতে আপনারা একটি জলাশয় দেখতে পাচ্ছেন। এই জলাশয়ের অবস্থান রেল লাইনের ঠিক পাশেই। এই জলাশয় টা রেলের সম্পত্তি। তবে এটা লিজ নিয়ে স্থানীয় মানুষজন এখানে মাছ চাষ করছে। এই পুকুরে প্রচুর মাছ পাওয়া যায়।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 21 days ago 

ফটোগ্রাফি গুলি যদিও বা দেখতে সাধারণ মনে হচ্ছে কিন্তু ফটোগ্রাফি গুলির মধ্যে দারুন রকমের সৌন্দর্য লুকায়িত আছে। তবে প্রথমে যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন আপনি সেটি হচ্ছে গম ক্ষেত এর ফটোগ্রাফি। একে একে প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া। আমার কাছে রেললাইন এবং জলাশয়ের ফটোগ্রাফিটি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67790.81
ETH 3815.03
USDT 1.00
SBD 3.51