একটুখানি হারিয়ে যাওয়া!!

in আমার বাংলা ব্লগ18 days ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আগের মতন আর নিজ এলাকার আশেপাশে বেশি একটা ঘোরাঘুরি করার সুযোগ হয় না। গতকালকে গিয়েছিলাম নদীর সাইডে। আমি বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর দৃশ্য টাকা পয়সা খরচ না করে দেখাটা রেয়ার। অথবা এটা শুধু আমার কাছেই মনে হয়েছে। আমি আবার একটু বেশি প্রকৃতি লাভার। প্রাকৃতিক সৌন্দর্য আমার অদ্ভুতভাবে টানে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মাটির গন্ধ, বাতাসে ফসলের ঘ্রান আর অপরূপ সুন্দর্য আমাকে মুগ্ধ করে।

1715681836002-01.jpeg

1715681854331-01.jpeg

গতকালকের নদীতে গিয়েই প্রথমেই দেখতে পেলাম একজন উদ্যোক্তা ৮০০ হাঁস নিয়ে খেতে দিচ্ছে নদীর পাড়ে। যদিও এটি নদীর কোল, যার কারণে এই সময় পানি থাকে না। একটুখানি সামনে গেলাম। নদীর মাঝখান দিয়ে একটি রাস্তা। পানি না থাকলে যে রাস্তাটা প্রচুর ব্যবহৃত হয়। দুপাশে সোনালী ধান আর মাঝখান দিয়ে এমন রাস্তায় যখন বাইক চালিয়ে যাওয়া যায় তখন চোখের শান্তি সর্বোচ্চ রকমের হয়ে থাকে। প্রত্যেকটা সেকেন্ড প্রশান্তি কাজ করে।

1715681868713-01.jpeg

1715681890957-01.jpeg

1715682295193-01.jpeg

1715682311310-01.jpeg

এই সৌন্দর্য সত্যি ক্যামেরা বন্দি করা সম্ভব না আর বলে প্রকাশ করাও সম্ভব না। আমার শুধু মনে হচ্ছিল যারা শহরে বাস করে অভ্যস্ত তারা যদি এরকম জায়গা আসে সে নিশ্চিত আর ফেরত যাইতে যাইবা না।

1715682326138-01.jpeg

1715682353266-01.jpeg

সামনে একটা স্কুল আছে। স্কুলে চরের বিশেষ বিশেষ সুবিধা বঞ্চিত ছেলেপেলে লেখাপড়া করে। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। চরে যে সকল গরু আছে তারা বেশিরভাগ সময় ঘাস খায়। এ সকল গাভীর দুধ খামারের গরুর দুধের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। আগের দিন আমার সাথে থাকা একজন ৬ লিটার দুধ এনেছিল। একটুখানি কষ্ট করে গিয়ে এরকম বেশি বেশি করে দুধ নিয়ে আসলে খুব ফ্রেশ আর সুস্বাদু দুধ পাওয়া সম্ভব হয়।

সন্ধ্যার পরে হালকা বাতাস বইতে দেখে কিছু সময়ের জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। ইট পাথরের দেয়ালের মাঝে আড্ডা দিয়ে আর কি মজা!! ফুরফুরা বাতাসে এরকম পরিবেশে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার মধ্যে একটা ভিন্ন রকমের আনন্দ কাজ করে। সত্যিই ভীষণ রকমের সুন্দর। আমন্ত্রণ রইল আপনাদের।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 18 days ago 

ভাইয়া আপনার আমন্ত্রণ পেয়ে তো ইচ্ছে করছে এখনি চলে যাই আর ঘুরে আসি এমন মনোমুগ্ধকর একটি পরিবেশে। ঠিক বলেছেন ভাইয়া আমরা যারা শহরে থাকি তারা যখন এমন সুন্দর দৃশ্য দেখি তখন সেই জায়গা ছেড়ে যেতেই ইচ্ছে করে না। এই সুন্দর দৃশ্য দেখার জন্য আর উপভোগ করতে আমিও মাঝে মাঝে ছুটে যাই প্রকৃতির মাঝে। একটু কষ্ট করে গ্ৰামে গিয়ে খাঁটি দুধ আনাই সবচেয়ে ভালো। এতে ফ্রেশ ও সুস্বাদু দুধ পাওয়া যায়। এমন সুন্দর খোলামেলা পরিবেশে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোই লাগে। ধন্যবাদ ভাইয়া প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাওয়ার সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 17 days ago 

ঠিক আছে আপু আপনি চলে আসেন একদিন। ঘুরিয়ে দেখাবো সবখানে।

 18 days ago 

ফটোগ্রাফি গুলো দেখে যতটা বুঝতে পারছি সেই সময় প্রকৃতি তার রূপকে বেশ দারুন করে সাজিয়েছিল। সত্যি এরকম দৃশ্য হয়তো টাকা খরচ করে দেখাও অনেক সময় সম্ভব হয় না। আর যেটা আপনি ফ্রিতে দেখতে পেয়েছিলেন। আর এটা ঠিক বলেছেন ইট পাথরে ঘেরা পরিবেশের মাঝে আড্ডা দিয়ে যতটুকু না মজা তার থেকে এরকম খোলা পরিবেশে ফুরফুরে বাতাসে সঙ্গে আড্ডা দেয়া অনেক বেশি মজার ব্যাপার। যাইহোক ধন্যবাদ আপনাকে এই পোস্টটির মাধ্যমে সুন্দর দৃশ্য গুলো আমাদের কেউ একটু দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 17 days ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rex-sumon,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 18 days ago 

আসলে ভাই আপনি যেখানেই হারিয়ে যান না কেন রাতের ভিতরে অবশ্যই বাড়ি ফিরবেন। একটু মজা করলাম। কিন্তু আপনি এমন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলেন হয়তোবা সেই প্রকৃতি ছেড়ে আপনার আর মনে হয় আসতে ইচ্ছে করছিল না। এমন অপরূপ সুন্দর প্রকৃতির ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 17 days ago 

হাহাহা। হ্যাঁ ভাই রাত ৮ টা ৯ টার বেশি আর বাইরে থাকি না। 😅

 18 days ago 

বাহ্! ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। আসলেই ভাই শহরের মানুষ এমন জায়গায় গেলে থেকে যেতে চাইবে। এমন জায়গায় পিকনিক করলে তো দারুণ লাগবে। আসলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে যে কি ভালো লাগে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে আপনারা সেখানে দারুণ সময় কাটিয়েছেন। প্রতিটি ফটোগ্রাফি দারুণভাবে ক্যাপচার করেছেন ভাই। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

সেদিন আসলে পোস্ট করার জন্য ফটো তুলিনি তো যার কারণে আরো সুন্দর সুন্দর কিছু ফটো তুলতে মিস করেছি।

 17 days ago 

তাহলে তো আমরা আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি মিস করে ফেললাম। আশা করি পরবর্তীতে সেখানে গেলে, আরও কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করবেন। তাছাড়া আপনার ফটোগ্রাফির দক্ষতা খুবই ভালো। বান্দরবানের ফটোগ্রাফি গুলো দেখলে তো চোখ ফেরানো যায় না।

 17 days ago 

ছবি দেখে মনে হচ্ছে পরিবেশটা দারুন ছিল। আসলে নদীর পারে এরকম সৌন্দর্য দেখে যে কারো মন ভালো হয়ে যাওয়া স্বাভাবিক। এমন সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আবার ফ্রেশ খাঁটি দুধ এনেছিল আপনাদের মধ্যে একজন। আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 17 days ago 

চলো আবার যাই।

 17 days ago (edited)

ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে চোখ জুড়িয়ে গেল।এমন সুন্দর ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে যদি এই সুন্দর জায়গায় ঘুরতে পারতাম।ইট পাথরের ঘেরা শহরে আর কতটুকু আনন্দ পাওয়া যায় এরকম অপূর্ব সুজলা সুফলা প্রাকৃতিক পরিবেশে বুক করে বিশ্বাস নেওয়া যায় এটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অনেক ধন্যবাদ ভাই প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 17 days ago 

একদিন চলে আসেন আপু। ঘুরিয়ে দেখাবো।

 17 days ago 

পৃথিবী গোল ভাই।কোন এক সময় দেখা যাবে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ ভাই।

 16 days ago 

জায়গাটা সত্যিই খুব সুন্দর। নদীর পানি একেবারে তলানিতে চলে গেছে। যারা শহর থেকে হঠাৎ ঐজায়গাতে যাবে, হা করে তাকিয়ে থাকবে। একটি ঘোড়ার শাবককে ঘাস খেতেও দেখলাম। সব মিলিয়ে পরিবেশটা দারুন ছিল। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67734.06
ETH 3803.47
USDT 1.00
SBD 3.47