সময়ের মূল্য

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সময়ের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

এই পৃথিবীতে আপনার জন্য সবকিছু অপেক্ষা করলেও সময় কিন্তু আপনার জন্য এক মুহূর্ত অপেক্ষা করবে না। কারণ সময়ের মূল্য এতটাই বেশি যাকে আপনি কোন অর্থ দিয়ে পরিমাপ করতে পারবেন না এবং অর্থ দিয়ে ক্রয় করতে পারবেন না। এই পৃথিবীতে আপনি চাইলে টাকা দিয়ে যে কোন কিছু কিনতে পারবেন কিন্তু সময়ের এক অংশ আপনি কখনো টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না। আসলে এই জীবনে যারা সময়ের মূল্য দেয় সময় তাদেরকেও সব সময় মূল্য দেয়। আপনি যদি সময় মত কোন কাজ করে থাকেন তাহলে দেখবেন যে সেই সময় আপনাকে সেই কাজটা অনেক সহজ করে দিয়েছে। কিন্তু সময় মতো কাজ না করলে সেই কাজটি পরবর্তীতে আরো অনেক বেশি কঠিন হয়ে যায়।



আসলে সময়ের এই স্রোতে ধারায় আমাদের সবাইকে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের কিন্তু সময়ের সাথে চলতে হবে। সময় কখনও আমাদের সাথে চলবে না। সময় কিন্তু বড়ই নিষ্ঠুর। আপনি সময়ের জন্য যা কিছু করেন না কেন সময় আপনার জন্য সামান্য টুকুও করবে না যদি আপনি সময় মতো কোনো কিছু না করেন। অবশ্য আজকের কাজ যদি আপনি আগামী দিনের জন্য ফেলে রাখেন তাহলে সময় কিন্তু তার সেই নিষ্ঠুরতা আপনাকে দেখিয়ে দেয়। কারণ সময় আপনার সেই সহজ কাজটিকে পরবর্তীতে আরো অনেক বেশি কঠিন করে তোলে। তাইতো সকল কঠিন কাজ যদি সময় মত করা যায় তাহলে কঠিন কাজও অনেকটা সহজ হয়ে যায়।



এই পৃথিবীতে বহু মনীষীরা ছিলেন যারা তাদের প্রতিটা কাজ সময়মতো করেছেন এবং তাদের এই সময় মত কাজ করার জন্য আজ তারা পৃথিবীতে সার্থকতা লাভ করেছিলেন এবং তাদেরকে সবাই মনে রাখেন তাদের কাজের জন্য। কারণ তারা সময় মত সকল কাজ করেছিল এবং কোন কাজ পরবর্তীতে করার জন্য ফেলে রাখেনি। আসলে আমি এসব কথা বাদ দিয়ে আমি নিজেদের কথায় আসা যাক। কারণ আমরাও প্রত্যাহ জীবনে অনেক কিছু খেয়াল করে দেখেছি যে আমরা কোন কাজ যদি এখন না করে একটু সময় পর করার জন্য রেখে দিই তাহলে হয়তো বা সেই কাজটি সেই পরবর্তী সময়ে না হয়ে অনেক বড় হয় এবং সেই কাজের ফলটা কিন্তু কখনোই ভালো হয় না।


তাইতো পৃথিবীতে আমাদের সফলতা অর্জনের জন্য সকল কাজ সময়মতো করতে হবে এবং সময়ের সদ্ব্যবহার করতে হবে। আর যারা পৃথিবীতে সময়ের সৎ ব্যবহার করে তারাই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে। আর সময় মত কাজ করলে কোন কাজে সফলতা অর্জন করা যায় এবং জীবনে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায়। আসলে খারাপ কাজ করলে একদিকে যেমন সময় নষ্ট হয় তেমনি অন্যদিকে নিজের মান সম্মান নষ্ট হয়। তাইতো আমাদের খারাপ কাজের সময় অপচয় না করে ভালো কাজে সব সময় সময়কে ব্যবহার করতে হবে। আর এর ফলে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 19 days ago 

এমনটা সবার জীবনেই হয় সময় মত কাজ না করে একটু পরে সেই কাজটা কমপ্লিট করার চিন্তা করলে আরো পিছিয়ে যায়। এজন্য আমার মনে হয় সময়ের মূল্য দিয়ে সময় মত কাজগুলো মিটিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়।

 18 days ago 

সময় কখনোই কারো জন্য অপেক্ষা করে না।সময় সব সময় তার নিজ গতিতে চলতে থাকে। পৃথিবীতে যত গুলো মুল্যবান সম্পদ রয়েছে, সব থেকে সময়ের মূল্য অনেক বেশি। সেজন্য আমাদের উচিত সময়ের কাজ সময়ের মধ্যেই সম্পন্ন করা ভালো। সময়ের অসময়ে করলে তা কখনো সফল হয় না।

 18 days ago 

অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। আসলে আমাদের সফলতা অর্জন করতে হলে সময়মতো সব কাজ করতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে। সময়ের সঠিক ব্যবহারই পারে সাফল্যের শীর্ষে পৌঁছাতে। সময়কে গুরুত্ব দিলে এবং সময় মত সব কাজ করলে মানুষ জীবনে অবশ্যই সফলতা লাভ করবে। কারণ সময় একবার চলে গেলে সে সময়টা আর ধরে পাওয়া যায় না তাই সময়ের কাজ সময়ে করা উচিত এবং সময় এর সঠিক ব্যবহার করা উচিত, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67808.48
ETH 3831.14
USDT 1.00
SBD 3.55