বিভিন্ন রকম পানের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একটি ভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে হরেক রকম পানের ফটোগ্রাফি শেয়ার করব। আমরা সচরাচর দু এক রকমের পান দেখে থাকি এবং খেয়ে থাকি। কিন্তু কিছুদিন আগে আমি আমাদের শহরের একটি মেলায় গিয়েছিলাম। সেই মেলায় হরেক রকমের পান দেখে মুগ্ধ হয়েছি। মেলার প্রতিটি জায়গা ঘুরে আমি বিভিন্ন রকম পানের কালেকশন করেছি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আপনারাও দেখতে পারেন । এই পোস্টের মাধ্যমে হরেক রকম পানের ফটোগ্রাফি আমি নিজের কাছেও রেখে দিতে পারব। মূলত এর আগে আমি এত রকম পান কখনোই দেখিনি। এবারই প্রথম এত প্রকারের পান দেখেছিলাম। আশা করছি আপনারাও হয়তো অনেকেই এত প্রকারের পান একসঙ্গে দেখেননি। আমার ফটোগ্রাফি গুলো দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি হরেক রকম পানের ফটোগ্রাফি।

বিভিন্ন রকম পানের ফটোগ্রাফি


IMG20240220161641~2.jpg

IMG20240220163142~2.jpg

মেলায় যাবার পর বিভিন্ন স্টল গুলো যখন ঘুরে দেখছিলাম তখন হঠাৎ করে একটি পানের দোকানে আমার চোখ পরল। সেখানে দেখলাম দুই রকমের পানের ডালা চমৎকারভাবে সাজিয়ে রেখেছে ।যারা জীবনেও কোনদিন পান খায়নি তাদের এই পানের ডালা দেখলে একবার হলেও একটা পান মুখে দিতে ইচ্ছে করবে। যদিও আমার খুব ইচ্ছে করছিল একটি পান মুখে দেই। কিন্তু আমি পান খাই না। সেই ছোটবেলায় একবার খেয়েছিলাম কেমন যেন মাথা ঘুরায় বমি বমি লাগে। তারপর থেকে আর কোনদিন মুখে পান দেইনি। তবে এবারের পানগুলো দেখে সত্যিই কিন্তু খেতে ইচ্ছে হয়েছিল।


IMG20240220162956~2.jpg

IMG20240220162945.jpg

IMG20240220161743~2.jpg

আরো একটি দোকানে গেলাম সেখানে দেখলাম আরো বিভিন্ন রকমের পান রয়েছে। সেখানে দেখলাম পান ওয়ালা চমৎকার করে পান সাজাচ্ছে ।একটি মেয়ে পান খাবে সেই জন্য। সে এই পানটির নাম বললো আগুন পান। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর মেয়েটিকে বললাম সে পান খায় কিনা ।মেয়েটি বলল সেও কখনো পান খায় নি। তার দেখে খেতে ইচ্ছে করছে, তাই ট্রাই করছে। তার দেখে আমিও একটু দাঁড়ালাম খাওয়া দেখার জন্য। তারপর দেখলাম লোকটি পান টি সাজিয়ে মেয়েটির মুখে পুরে দিল। তখন আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম আগুন পান ,আগুন তো জ্বলতে দেখলাম না। তখন লোকটি বলল দিনের আলোয় বোঝা যায়নি, রাতে হলে ঠিক বুঝতে পারতেন ।আমাকেও একটি পান নিতে বলল।


IMG20240220163147~2.jpg

IMG20240220161651~2.jpg

তখন আমি বললাম আমি তো কখনো এরকম পান খাইনি। তারপর যদি মাথা ঘোরায় মাত্র মেলায় ঘুরতে এসেছি। তাহলে তো আমার মেলা ঘোরা হবে না ।লোকটি বলে কিছুই হবে না ,সবাই খাচ্ছে। তারপরেও খাবো খাবো করেও বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে শেষমেষ আর খাওয়া হলো না ।তবে খাবার ভীষণ ইচ্ছা ছিল। এত চমৎকার পান সাজানো দেখলে যে কারোরই খেতে মন চাইবে ।বাসায় আসার পর মনে হয়েছিল ভুল হয়েছে একটা খেয়ে দেখতাম ।কি আর হতো ?যাই হোক পান টি আর খাওয়া হয়ে ওঠেনি।


IMG20240220163136~2.jpg

IMG20240220162952~2.jpg

পানের যে এত ভিন্নতা আছে এর আগে আমি কখনোই দেখিনি। এর আগেও দু এক জায়গার মেলায় দেখেছিলাম দু-একটা ডালা। তবে এত রকমের ডালা একসঙ্গে কখনো দেখা হয়ে ওঠেনি ।এই পান ওয়ালাদের কাছে কত রকমের মসলার কৌটো যে থাকে সেটা দেখলে সত্যি অবাক হওয়ার মতো ।অসংখ্য মসলার কৌটা দিয়ে তারা সাজিয়ে রাখে সেটা দেখতেও বেশ ভালো লাগে। প্রতিটি কৌটা থেকে একটু একটু করে মসলা নিয়ে চমৎকার ভাবে পানটি সাজিয়ে পরিবেশন করে দেখতেও ভালো লাগে ।তবে এই পানগুলোর দাম খুব একটা বেশিও না। যেহেতু এত চমৎকারভাবে সাজানো। এই হরেক রকমের পান দেখে আমি তো মুগ্ধ হয়েছিলাম, আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 last month 

মেলায় ঘুরতে গেলে এই ধরনের পানগুলো অনেক দেখা যায়। এই পানগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এত সুন্দর করে সাজিয়ে রাখা হয় যে দেখলেই খেতে ইচ্ছে করে। মেলায় গেলে এই পানগুলো মাঝে মাঝে খাওয়া হয়। ভালো লাগলো আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে।

 last month 

আপু আপনি যেহেতু এই পান গুলো খেয়েছেন তাহলে তো আপনি জানেন এগুলো খেতে কেমন। যদিও আমি কখনো খেয়ে দেখিনি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

অনেক ছোটকাল থেকেই পানের প্রতি আকর্ষণটা আমার একটু বেশি ছিল। তার জন্য অনেক বছর পান খেয়েছিলাম। পরবর্তীতে বুঝতে পারলাম এটা আমার জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। এই কারণে সেটা বাদ দিয়ে দিছি। তবে মাঝেমধ্যে এ ধরনের মিষ্টি পান দেখলেই কিন্তু খেতে ইচ্ছে হয়। বিভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আর এই পান গুলো খেতেও বেশ মজা।

 last month 

আসলে অতিরিক্ত কোন কিছুই ভালো না যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক আপনি পরবর্তীতে পান খাওয়া বাদ দিয়ে দিয়েছেন জেনে বেশ ভালো লাগলো। তবে মাঝেমধ্যে এ ধরনের মিষ্টি পান একটা দুইটা খেলে কোন সমস্যা নেই ।ধন্যবাদ আপনাকে।

 last month 

পান যে এত রকমের হয়ে থাকে এটা তো আগে জানতাম না আমি। দুঃখের বিষয় হলো আমি পান খেতে পারি না। তবে আপনি আপনার ফটোগ্রাফির মধ্যে যে রকম ভাবে পানের ভিন্নতা নিয়ে পোস্ট করেছেন এতে মন চাচ্ছে একটা পান খেয়ে দেখি। ফটোগ্রাফি গুলিও অসম্ভব সুন্দর হয়েছে আপু। সুন্দর সুন্দর কিছু পানের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আসলে ভাইয়া এত প্রকারের পান রয়েছে সেটা আমিও জানতাম না ।আমিও সে বারই প্রথম দেখেছিলাম ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

পান যে এত রকমের হয় এটা আপনার ফটোগ্রাফি না দেখলে বুঝতাম না আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে পান গুলো খেতে ইচ্ছে করছে। যদিও আমি কখনো পান খাইনি। বেশ আকর্ষণীয়ভাবে বিভিন্ন কালার দিয়ে পানগুলো সাজানো। আসলেই আপু আপনি একটা খেয়ে দেখলে ভালোই হতো। ধন্যবাদ আপু এত সুন্দর এবং ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন একটা খেয়ে দেখলে বুঝতে পারতাম কেমন লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

গ্রাম বাস শহরের মেলা বাজারে এখন এরকম পানের ডেকোরেশন দেখা যায়।
যদিও ব্যক্তিগতভাবে আমি পান খাই না তবে যখন কোন মেলা ভ্রমণ করতে যাই তখন দু একটা মিষ্টি পান খাওয়া হয়।
আসলে এত ভালো ডেকোরেশন দেখলেই তো লোভ হয়।
আর তাছাড়া পানগুলোতে অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করা হয় যার কারণে খুব সুন্দর সুঘ্রাণ এবং সুস্বাদু লাগে।
আপনি দারুণভাবে ফটোগ্রাফির মাধ্যমে আমাদেরকে বিভিন্ন রকমের ডেকোরেশন দেখার সুযোগ করে দিলেন খুবই ভালো লাগলো।

 last month 

ভাই আপনি মেলায় গেলে এ ধরনের মিষ্টি পান দু একটা খান জেনে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

মেলাতে গেলে এরকম পানের দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এই পানগুলো খেতে অনেক মজা। বিভিন্ন রকমের পান থাকে বিশেষ করে আগুন পান আমি একবার খেয়েছিলাম, খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফিও বর্ণনা করলেন অসাধারণ হয়েছে।

 last month 

ভাইয়া আগুন পান খেতে ভালো লাগে এটা আমার জানা ছিল না। তাহলে আমিও একবার ট্রাই করতাম ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

পান খেতে আমার খুবই ভালো লাগে।মিষ্টি জাতীয় বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান খেতে দুর্দান্ত লাগে।আজকে আপনি বিভিন্ন রকমের পেনের ফটোগ্রাফি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আপু পান খেতে আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ।যদিও আমি কখনো এগুলো খেয়ে দেখি নি ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

মেলায় ঘুরে আর কিছু পেলেন না ফটোগ্রাফি করার? অবশেষে রঙবে রং এর পান নিয়ে এলেন। যাতে করে আমাদের মুখখানি কুচুর মুচুর করে। আর আমরা যন্ত্রণায় কাতরাই। দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু। দেখেই তো মনে হচ্ছে এখান থেকে একটি নিয়ে খেয়ে ফেলি। ধন্যবাদ আপু আপনাকে।

 last month 

আপু আপনার কমেন্টের মাধ্যমে বুঝতে পারলাম আপনার কাছে পান খুবই প্রিয় ।যদিও আমি পান খাই না তাই এটা বুঝতে পারিনি ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 29 days ago 

আপনি তো দেখছি হরেক রকম পানের ফটোগ্রাফি করেছেন আপু। আমি মেলায় গেলে পান তো খেতেই হবে।আগুন পান কখনো খাওয়া হয়নি। আপনি সবে মেলায় ঢুকেছেন আর মাথা ঘুরার ভয়ে পান খান নি জেনে একটু মজা পেলাম।বাসায় আসার আগে খেতে পারতেন তখন মাথা ঘুরলেও আর সমস্যা ছিল না বাসায় এসে শুয়ে থাকতেন। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পানের ফটোগ্রাফি করে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 29 days ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন বাসায় আসার আগে একটা খেয়ে দেখতে পারতাম। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65780.00
ETH 3522.63
USDT 1.00
SBD 2.47