"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১২৪ [তারিখ : ১০-১১-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম মনিরা মুন্নী। স্টিমিট আইডি নাম @monira999 । তিনি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন। গল্প লিখতে তার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতেও ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে পছন্দ করেন এছারাও পাখি পালন করা তার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করেন। তিনি মনে করেন, এই ব্লগিং ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন হলো তিনি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য হতে পেরেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2023-11-10 212932.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


asa.jpeg

রেসিপি-চাল বাটা দিয়ে লাউ শাকের বড়া রেসিপি | by @monira999 (তারিখ ১০.১১.২০২৩ )

আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে মজার মজার রেসিপি তৈরি করতে ভালো লাগে। আর আজকে আমি আমার খুবই পছন্দের একটি রেসিপি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি চাল বাটা দিয়ে লাউ শাকের বড়া রেসিপি সবার ভালো লাগবে।...........


আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন অনেক ভালো ভালো রাঁধুনী রয়েছে। এই কমিউনিটির সদস্যবৃন্দ প্রতিনিয়ত তাদের বিভিন্ন ধরনের রেসিপি গুলো এই কমিউনিটিতে শেয়ার করে আমাদের এই কমিউনিটি কে সমৃদ্ধ করে যাচ্ছেন। ঠিক তেমনি আজ একটি রেসিপি আমি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করেছি।

বড়া পছন্দ করেন না এমন মানুষ অনেক কম আছে। তবে সেই ভরাটা যদি হয় চাল বাটা এবং লাউশাকের তৈরি তাহলে তো কোন কথাই নেই। যদিও এই রেসিপিটা আমার কাছে অনেকটাই ইউনিক মনে হয়েছে। বড়া তৈরীর ধরনটাও আমার কাছে ভালো লেগেছে, তাই এই পোস্টকে আজ ফিচারপোর্ট হিসেবে মনোনীত করেছি। তার পোস্ট পড়ে জানতে পেরেছিলাম এই বড়া খেতে অনেক সুস্বাদু হয়েছিল। লাউ শাকের সাথে হালকা চাল বাটা দেওয়ার কারণে বড়া খেতে অনেক বেশি মচমচে হয়েছিলো। সর্বোপরি রেসিপি পোস্টটি অনেক চমৎকার হয়েছে।

তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের পেইন্টিং, রেসিপি এবং বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের এই কমিউনিটি কে সমৃদ্ধ করে যাচ্ছেন।


asa.jpeg

ছবিটি মনিরা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 7 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে নিজের পোস্ট দেখে সত্যিই অনেক ভালো লাগলো। এই রেসিপিটি তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আর খেতেও বেশ মজার হয়েছিল। আমার পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।♥️♥️♥️

 7 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে মনিরা মুন্নী আপুর চাল বাটা দিয়ে লাউ শাকের বড়া রেসিপি টি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। চাল বাটা দিয়ে লাউ শাকের বড়া রেসিপি খুবই অসাধারণ হয়েছে। তার এই ইউনিক রেসিপি দেখে সত্যিই খুব ভালো লাগলো। এই ধরনের বড়া রেসিপি খাওয়ার অনুভূতি সত্যি বেশ দারুন। রেসিপি টি খুবই অসাধারণ হয়েছে আমাদের মাঝে বেশ চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে।

 7 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999 আপুকে দেখে ভালো লাগলো।আসলে আপুর এই পোষ্টটা অনেক সুন্দর হয়েছে।যাইহোক অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

মনিরা আপুর চাল বাটা দিয়ে লাউ শাকের বড়া রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। রেসিপিটি আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে। মনিরা আপু আমার বাংলা ব্লক কমিউনিটির একজন ভালো ইউজার। মনিরা আপুর পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

আপুর এই পোস্টটি আমি দেখেছি। বেশ সুন্দরভাবে আপু রেসিপিটি তৈরির ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে যে কেউ বানাতে পারবেন। মনিরা আপুর পোস্টিটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করায় ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

দারুন একটি রেসিপি ছিল @monira আপুর। উনি সব সময় ইউনিক রেসিপি গুলো শেয়ার করার চেষ্টা করেন। তাছাড়া রেসিপির কালার কম্বিনেশন পরিবেশনা গুলো খুবই সুন্দর হয়। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। এমন মজাদার একটি রেসিপি নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ। মনিরা আপুর জন্য সব সময় শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68504.89
ETH 3816.55
USDT 1.00
SBD 3.51