"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৪০ [তারিখ : ১১-০৮-২০২৩]steemCreated with Sketch.

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। উনচল্লিশ তম রাউন্ড শেষে আজ ১১ ই আগস্ট ২০২৩ চল্লিশ তম রাউন্ড-এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @nilaymajumder



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- নিলয় মজুমদার। জাতীয়তা-ভারতীয়। শখ- ফটোগ্রাফি করা। বিবাহিত।স্টিমিট ব্লগিং ক্যারিয়ার- ২০২১ সালের জানুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ২ বছর ৬ মাস ২১ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

image.png


সোর্স


ছবিটি নেওয়া হয়েছে- নিলয় মজুমদারের পোস্ট থেকে

বন্যা। (Post Publish: 09.08.2023 )

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বন্যা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।...


আসলে এই বন্যার জন্য প্রধানত মানুষই দায়ী। কারণ মানুষ প্রকৃতিকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দূষিত করছে সব সময়।

এই কথাটা একদম ঠিক, আসলে এখন বর্তমানে যত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আসছে তার মূলেই রয়েছে মানুষের হাত। সবকিছুই মানুষের অসাবধানতার ফলে ঘটে চলেছে। কিছু কিছু মানুষ আমাদের পারিপার্শ্বিক পরিবেশটা বিভিন্নভাবে ক্রমাগত দূষিত করে চলেছে সেটা যেকোনো ভাবে হোক না কেন।

আর এই অতিরিক্ত গরমের ফলে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলে জলে পরিণত হচ্ছে। আর এই বরফ গলা জলের ফলে পৃথিবীতে সমুদ্রের জলের উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে স্থলে ভাগে জল প্রবেশ করছে। হলে পৃথিবীর অনেক স্থলভাগ জলের নিচে নিমজ্জিত হচ্ছে সারা বছর। বিশেষ করে সমুদ্র বা নদী পাড়ের লোকেরা প্রতিবছর তাদের বাড়িঘর জলের নিচে ডুবে যাচ্ছে।

এটা কিন্তু ঠিক যে, বর্তমানে প্রতি বছর যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে ক্রমাগত মেরু অঞ্চলের বরফ গলতেই থাকছে। আর এর ফলে জল এতো পরিমানে বৃদ্ধি পাচ্ছে যেটার ফলস্বরূপ এখন প্রায় জায়গায় ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। বর্তমানে এখন ধীরে ধীরে আরো জলের মাত্রাটা বৃদ্ধি পাবে, যেটা পরবর্তীতে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আর এইসবের স্বীকার বেশি হচ্ছে জলের আশেপাশে যাদের বসত বাড়ি, যা নিমিষেই ধংস হয়ে যায়।

আর এই পলিথিন ব্যবহারের ফলে প্রকৃতির মাটিও দূষিত হয়। এছাড়া এই পলিথিন ড্রেন, নদী, নালা, খাল, বিল ইত্যাদি জায়গায় ফেলার ফলে জলের গতিমুখ সর্বদাই পরিবর্তন হয়।

বর্তমানে পলিথিনের ব্যবহার সর্বত্র, এটার ব্যবহার আসলে ভালো না, ব্যবহার করতে মানা করলেও এইগুলো বেশি ব্যবহার করে। আর পলিথিন পঁচেও না, গলেও না, কোথাও ফেলে রাখলে সেখানেও দূষণের সৃষ্টি হয়, এছাড়া মাটিকেও দূষিত করে তোলে।

এছাড়া আমরা প্রতিবছর দেখতে পাই শহর অঞ্চল গুলো বৃষ্টির সময় জলে থৈ থৈ করে। এর প্রধান কারণ হলো মানুষের ব্যবহৃত পলিথিন ড্রেনে ফেলার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। আর এর ফলে বর্ষার জল ড্রেন দিয়ে বের হতে পারে না। ফলে প্রায় প্রতিবছর শহর অঞ্চল জলের নিচে চলে যায়। মাঝে মাঝে তো আবার যানবাহনের সাথে শহরাঞ্চলের নৌকার দেখা মেলে।

উদাহরণস্বরূপ, আমাদের কলকাতার কথা বলা যায়, কলকাতায় ১৫ মিনিট বৃষ্টি হলে থৈ থৈ করে। জল একদমই সরে পারে না, সব জায়গায় মুখ আটকানো।

যাইহোক, আজকে কিছু পোস্ট পড়তে পড়তে @nilaymajumder এর লেখাগুলো আমার কাছে ভালো লাগে। কোন কোন কারণে বন্যার সৃষ্টি হতে পারে, সেগুলো সে ভালোভাবে লিখে উপস্থাপনা করেছে।

Sort:  
 2 years ago 

নিলয় দাদার পোস্ট গুলো খুব ভালো লাগে পড়তে। উনার পোস্ট গুলো খুবই সমসাময়িক নিয়ে করা হয়। তাছাড়া দাদার ফটোগ্রাফি গুলো তো খুবই চমৎকার হয়ে থাকে। খুব সুন্দর একটি ফিচার্ড আর্টিকেল সিলেক্ট করলেন অনেক ভালো লেগেছে পড়ে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই শুধু বন্যা নয়,এখনকার সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরাই দায়ী। আর পলিথিন ব্যবহার বন্ধের ব্যাপারে, আমাদের দেশে বিভিন্ন সময় অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। নিলয় দাদা দারুণ একটি পোস্ট শেয়ার করেছে আমাদের মাঝে। যাইহোক নিলয় দাদার এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মূলত প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহ অবস্থার জন্য আমরা দায়ী। কারন আমরা আমাদের পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছি। পলিথিনের ব্যবহার নিয়ে এখানে অনেক আইন মূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু কোন কাজ হয়নি। নিলয় দাদার পোস্টটি ফিচার্ড আর্টিকেলে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।দাদা অনেক ভালো একজন ইউজার। দাদার ফটোগ্রাফি এক কথায় অসাধারণ।

 2 years ago 

শুভ কামনা রইল নিলয় দাদা। এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। অনেক ভালো লাগে যখন দেখি প্রিয় মানুষগুলোর কোন একটি ব্লগ ফিচারড অব আর্টিকেলে মনোনয়ন পায়। তবে নিলয় দাদা কিন্তু বেশ ভালো লেখেন এবং একজন ভালো মানের ব্লগার। ধন্যবাদ দাদা আজকের ফিচারড অব আর্টিকেলে প্রিয় একজন ব্লগার কে স্থান দেওয়ার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @nilaymajumder ভাই কে দেখে খুব ভালো লাগলো।উনার পোস্ট আমার অনেক ভালো লাগে। বিশেষ করে তার কবিতাগুলো আমার অনেক বেশি ভালো লাগে পড়তে। ভালো একটি উদ্যোগ চলমান রাখার জন্য ধন্যবাদ।