এবিবি-ফান প্রশ্ন-১২ || মেয়েরা কেন কুড়িতেই বুড়ি আর ছেলেরা কেন আশিতেও যুবক?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েরা কেন কুড়িতেই বুড়ি আর ছেলেরা কেন আশিতেও যুবক?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েরা নিজের বয়স লুকাতে,চুল আর রুপের যত্ন নেওয়ার অতিরিক্ত টেনশনে ২০ তেই বুড়ি।আর ছেলেদের এমন আজাইরা টেনশন করে না তাই ৮০ তে ও যুবক।
ঠিক বলেছেন টেনশন এর জন্যই তারা কুড়িতেই বুড়ি হয়ে যায়।
মানসিকতার কারনে, প্রতারণার করার অভিশাপে মেয়েরা দ্রুত বুড়ি হয়ে যায় আর ধোকা খেয়েও সঠিক মানসিকতার কারনে ছেলেরা ষ্ট্রং থাকে।
প্রকৃতি সব সময় ব্যালেন্স পছন্দ করে।মেয়েরা সমবয়সী ছেলেদের পাত্তা না দিয়ে সরকারী চাকুরিজীবী কাকুদের বিয়ে করে তাই ব্যালেন্স এর জন্য প্রকৃতি তাদেরকুড়িতেই বুড়ি বানায়।এর পেছনে সমবয়সী ছেলেদের দীর্ঘশ্বাস ও দায়ি।অন্যদিকে ছেলেরা নিজেদের থেকে ছোটদের বিয়ে করে,তাই প্রকৃতি ব্যালেন্স এর জন্য তাদের আশিতেও যুবক।
চমৎকার বলেছেন। ভালো ছিলো এটা।
অনেক ধন্যবাদ ভাইয়া।
যে ছেলেদের প্রপোজ এসেপ্ট না করে তাদেরকে ব্লক লিষ্টে রাখে, সেই ছেলেদের অভিসাপে মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যায়। আর ছেলেরা তেমন কোন অভিসাপ পায় না যার কারনে আশিতেও যুবক থাকে।
ছেলেদের মন নিয়ে খেলা কি চাট্টিখানি কথা!! এত পরিমাণ পরিশ্রম হয়েছে যে ওরা কুড়িতেই বুড়ি হয়ে যায়।
আর ছেলেরা!! ছেলেরা তো এক একটা রত্ন। রত্ন কখনো বৃদ্ধ হয় না। হেহেহে 😉
কথায় বলে না অকালপক্ক ফল দ্রুত গাছ থেকে পড়ে যায়। মেয়েরাও এমনই অল্প বয়সে এরা অনেক বুঝতে শিখে যায়। এইজন্য তারা কুড়িতেই বুড়ি হয়ে যায়। আর ছেলেরা ধীরে ধীরে বিকশিত হয়। সেজন্য তারা আশিতেও যুবক থাকে।
আহারে ছেলেরা কত অসহায়। কে যে তাদেরকে এই মিথ্যা সান্ত্বনা দেয় এটাই বুঝি না। 😅😅
ছেলেরা অসহায়, হা হা হা হা হা সারা জীবন শুনে আসলাম নারীরা অবলা অসহায়, আজ দেখি উল্টে ফেললেন সব।
মেয়েরা বয়স লুকাতে পটু। তারা এমন ভাবে বয়স লুকায় যেনো ৫০ বছর হলেও তাকে ২০ বছর লাগে। তাই তারা কুড়িতে বুড়ি হয়ে যায়। আর ছেলেদের ব্যাপার টা আলাদা। আমরা ভাই কোনো কিছু লুকাতে পারিনা কষ্ট ছাড়া। বয়সটাও আমাদের যা তাই বলে দেই। তাই আমাদের আশিতেও যুবক লাগে।
দারুন বলেছেন তো।
এটি একটি সামাজিক প্রচলিত কথা। কারণ মেয়েরা বেশী পরিমাণ মিথ্যা কথা ও অগ্রিম কথা বলে এবং নিজেকে বুদ্ধি মান প্রমান করতে চায়। এই জন্য সমাজ তাদের কে কুড়িতেই বুড়ি বানিয়ে দিয়েছে। আর ছেলেরা হচ্ছে সহজ সরল যা কিছু ভাবে মন থেকে ভাবে। ছেলেদের আশি বছর পরেও মন যুবক থাকে।
ছেলেরা সব সময় তরুন, যুবক থাকতে চায়😏।
আমরা আবার এতো ডং করিনা। বেশির ভাগ ক্ষেত্রে ছেলেরা যত যুবকই হোকনা কেন মেয়েদের আগে ছেলেরাই পরপারে যায়। সো এতো যুবক যুবক করে লাভ নেই। আমরাই যুবতী থাকি😁😁।
যুবতি থাকলেন কিভাবে? কুড়িতেই তো আপনারা বুড়ি হয়ে যান।🤣