ব্যবহারে বংশের পরিচয়

in Incredible India8 months ago

ব্যবহারে একটা মানুষের প্রকৃতিক পরিচয় এজন্য বলে ব্যবহারে মানুষের বংশের পরিচয় আপনি যত ভালো বংশের জন্মগ্রহণ করেন না কেন যদি আপনার ব্যবহার খারাপ হয় তাহলে আপনার পরিচয় একদিন মুছে যাবে আর আপনি যদি ছোট কোন বংশে জন্মগ্রহণ করার পরও আপনার আসার ব্যবহারবিধে সবকিছু যদি ভাল থাকে তাহলে সারা জীবন আপনার বংশের সাথে সাথে আপনার মুখ বা আপনার কথা সারা জীবন মানুষ মনে রাখবে।

1000346758.jpg
Photo editing by

সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আবার আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম।

ব্যবহারে বংশের পরিচয়।

বর্তমান সময়ে আমরা দেখতে পাই বংশ নিয়ে মানুষ অনেক অহংকার করে তবে এগুলো ঠিক না অর্থের মোহে আমরা মানুষের সাথে আমাদের সম্পর্ক বিনষ্ট করে ফেলছে শুধু কি তাই যার জায়গা থেকে সে ক্ষমতা বা অহংকার নিয়ে বড়াই করে কিন্তু এগুলো করাকে আদেও আপনার জন্য ঠিক না আপনার বংশের বা আপনার গোত্রের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে বরং সবার সম্মান ধন্য করে চলে যাচ্ছে।

1000342478.jpg

আমার মনে হয় মানুষের সবথেকে বড় পরিচয় আমি মানুষ আমার পদবী দিয়ে কোন কিছুর বিবেচনা করা উচিত না আমার আচার ব্যবহার কেমন আমি মানুষের সাথে কিভাবে ব্যবহার করি, আপনি কতটা দামী মানুষ বা আপনার সম্মান কতটুকু আছে সেটা বোঝা যায় আপনার ব্যবহারের উপর ভিত্তি করে কখনো কারোর সম্মান বিবেচনা করা যায় না তার বংশের পরিচয় দিয়ে বরং আপনি যদি ভাল কাজ করেন তাহলে আপনি আপনার বংশের মুখ উজ্জ্বল করতে পারবেন।

1000331206.png

ভালো ব্যবহার ভালো শিক্ষা গ্রহণ করার জন্য পরিবারের অনুদান থাকে অনেক আপনার পরিবার যদি আপনাকে ভালো শিক্ষা দেয় অবশ্যই আপনি ভালো স্বীকার গ্রহণ করতে পারবেন ছোটবেলা থেকে আপনার পিতা-মাতা যদি আপনাকে সবকিছু পরিপূর্ণভাবে শিখিয়ে দেয় যে না কে গরিবকে ধনী সেই বিষয়ের উপর ভিত্তি না করে সব থেকে বড় কথা সে মানুষ তার সাথে ভালো ব্যবহার করতে পারে এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা শুধু কি তাই আপনি দেশের প্রতি ভালোবাসা থাকে অবশ্যই আপনি কখনো অন্যায় কাজের সাথে লিপ্ত হতে পারবেন না শুধু কে তাই কখনো কারোর দিকে কথা বলতে গেল আপনার মনের ভিতর দ্বিধাবোধ শুরু হয়ে যাবে।

1000339706.jpg

বর্তমান সমাজে টাই কোট পরা অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু তাদের মুখের ভাষা গুলো খুবই নোংরা যেগুলো সভ্য সমাজে প্রকাশ করার মতো নয় বা ব্যবহার করার মত না মানুষ তার সামনে হয়তো বা বলতে পারে না কিন্তু পেছনে গিয়ে অবশ্যই খারাপ দিকটা নিয়ে বিবেচনা করে যে আসলে তার শিক্ষার অভাব আছে তা না হলে এ ধরনের ব্যবহার সে কখনো প্রকাশ করতে পারত না এই লোকগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে।

সর্বশেষ একটা কথাই বলবো সৃষ্টির সেরা জীব মানুষ আর মানুষের সম্মান সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি সেই সম্মানটা ধরে রাখার দায়িত্ব নিজের আমরা সর্বদা আমাদের সম্মানটা ধরে রাখার চেষ্টা করব আমরা যদি ভাল কাজ করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাছে আমাদের ভালো বার্তা পৌঁছে যাবে তখনই তাদের কাছে উপহার হিসাবে আমাদের এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে তাদের সম্মান বৃদ্ধি পাবে এর থেকে ভালো কিছু চাওয়া আমাদের থাকতে পারে বলে আমার মনে হয় না।

1000331205.png
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনার মূল্যবান সময় দায়ী করে আমার পোস্টে পরিদর্শন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

1000284522.gif

Sort:  
 8 months ago 

বর্তমান সময়ে কিছু মানুষের সাথে এমন ভাবে সম্পর্ক গড়ে উঠেছে তাদের ব্যবহার তাদের প্রতি আমাদেরকে অনেক বেশি আকৃষ্ট করেছে আপনি ঠিকই বলেছেন ব্যবহার বংশের পরিচয় তবে কিছু কিছু মানুষের ব্যবহার দেখলে ঘৃণা করা ছাড়া আর কিছুই করার থাকে না আমাদেরকে এমনভাবে মানুষের সাথে আচরণ করা উচিত যেন মানুষ আমাদের বংশ নিয়ে কোন কথা না বলতে পারে অসংখ্য ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

Loading...